বিভিন্ন দেশের নাম ও তার মুদ্রা
![]() |
Names of different countries and their currencies |
- বাংলাদেশের মুদ্রার নাম কী ? উত্তর : বাংলাদেশি টাকা।
- ভারতবর্ষের মুদ্রার নাম কী ? উত্তর : ইন্ডিয়ান রুপি।
- পাকিস্তানের মুদ্রার নাম কী ? উত্তর : পাকিস্তানি রুপি।
- আফগানিস্তানের মুদ্রার নাম কী ? উত্তর : আফগান আফগানি।
- ভুটানের মুদ্রার নাম কী ? উত্তর : নুলট্রাম।
- শ্রীলংকার মুদ্রার নাম কী ? উত্তর : শ্রীলঙ্কান রুপি।
- নেপালের মুদ্রার নাম কী। ? উত্তর : নেপালি রুপি।
- মালদ্বীপের মুদ্রার নাম কী ? উত্তর : রুপাইয়া।
- মায়ানমারের মুদ্রার নাম কী ? উত্তর : বার্মিস কায়াত।
- চীনের মুদ্রার নাম কী ? উত্তর : ইউয়ান।
- জাপানের মুদ্রার নাম কী ? উত্তর : জাপানিস ইয়েন।
- হংকং এর মুদ্রার নাম কী ? উত্তর : হংকং ডলার।
- ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : ইন্দোনেশিয়ান রুপিয়া।
- মালয়েশিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : মালয়েশিয়ান রিংগিত।
- ইরাকের মুদ্রার নাম কী ? উত্তর : ইরাকি দিনার।
- ইরানের মুদ্রার নাম কী ? উত্তর : ইরানিয়ান রিয়াল।
- ভিয়েতনামের মুদ্রার নাম কী ? উত্তর : ভিয়েতনামিস ডং।
- সিঙ্গাপুরের মুদ্রার নাম কী ? উত্তর : সিঙ্গাপুর ডলার।
- থাইল্যান্ডের মুদ্রার নাম কী ? উত্তর : থাই বাহট।
- সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রার নাম কী ? উত্তর : সংযুক্ত আরব আমিরশাহী দিরহাম।
- ইসরাইলের মুদ্রার নাম কী। ? উত্তর : ইজরায়েলি নিউ শেকেল।
- তুরস্কের মুদ্রার নাম কী ? উত্তর : তুরকিশ লিরা।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম কী ? উত্তর : পাউন্ড স্টারর্লিং।
- জার্মানির মুদ্রার নাম কী। ? উত্তর : ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- স্পেনের মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- ইতালির মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী ? উত্তর : সুইস ফ্রা।
- নরওয়ের মুদ্রার নাম কী ? উত্তর : নরওয়েজিয়ান ক্রোন।
- ডেনমার্কের মুদ্রার নাম কী ? উত্তর : ড্যানিশ ক্রোন।
- গ্রিসের মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- আয়ারল্যান্ডের মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- ফিনল্যান্ডের মুদ্রার নাম কী। ? উত্তর : ইউরো।
- বেলজিয়ামের মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- হাঙ্গেরির মুদ্রার নাম কী ? উত্তর : হাঙ্গেরিয়ান ফোরিন্ট।
- পর্তুগালের মুদ্রার নাম কী ? উত্তর : ইউরো।
- কেনিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : কেনিয়ান সিলিং।
- নাইজেরিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : নাইজেরিয়ান নাইরা।
- জিম্বাবুয়ের মুদ্রার নাম কী ? উত্তর : ইউ এস ডলার।
- কানাডার মুদ্রার নাম কী ? উত্তর : কানাডিয়ান ডলার।
- জামাইকার মুদ্রার নাম কী ? উত্তর : জামাইকান ডলার।
- মেক্সিকোর মুদ্রার নাম কী ? উত্তর : কিউবান পেসো।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কী ? উত্তর : ইউএস ডলার।
- আর্জেন্টিনার মুদ্রার নাম কী ? উত্তর : আর্জেন্টাইন পেসো।
- বলিভিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : বলিভিয়ান বলিভিয়ানো।
- ব্রাজিলের মুদ্রার নাম কী ? উত্তর : ব্রাজিলিয়ান রিয়াল।
- চিলির মুদ্রার নাম কী ? উত্তর : চিলিয়ান পেসো।
- কলম্বিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : কলম্বিয়ান পেসো।
- অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : অস্ট্রেলিয়ান ডলার।
- নিউজিল্যান্ডের মুদ্রার নাম কী ? উত্তর : নিউজিল্যান্ড ডলার।
- পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কী ? উত্তর : কিনা।
- টোঙ্গার মুদ্রার নাম কী ? উত্তর : পাঙ্গা।
- ফিজির মুদ্রার নাম কী ? উত্তর : ফিজি ডলার।
- ভানুয়াতুর মুদ্রার নাম কী। ? উত্তর : ভাটুুু।
- পশ্চিম সামোয়ার মুদ্রার নাম কী ? উত্তর : টালা।
- পালাউ এর মুদ্রার নাম কী ? উত্তর : মার্কিন ডলার।
- উরুগুয়ের মুদ্রার নাম কী ? উত্তর : উরুগুয়ান পেসো।
- ইকুয়েডরের মুদ্রার নাম কী ? উত্তর : মার্কিন ডলার।
- ভেনিজুয়েলার মুদ্রার নাম কী ? উত্তর : বলিভার।
- গায়ানার মুদ্রার নাম কী ? উত্তর : গায়না ডলার।
- কিউবার মুদ্রার নাম কী ? উত্তর : কিউবান পেসো। ?
- বাহামার মুদ্রার নাম কী ? উত্তর : বাহামিয়ান ডলার।
- ত্রিনিদাদ ও টোবাগোর মুদ্রার নাম কী ? উত্তর : ডলার।
- বার্বাডোসের মুদ্রার নাম কী ? উত্তর : বার্বাডোস ডলার।
- পানামার মুদ্রার নাম কী ? উত্তর : বেলবো।
- হন্ডুরাসের মুদ্রার নাম কী ? উত্তর : লেমপিয়া।
- মরিশাসের মুদ্রার নাম কী ? উত্তর : মরিশিয়ান রুপি।
- সিসেলিসের মুদ্রার নাম কী ? উত্তর : সিসেলিস রুপি।
- ইথিওপিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : বির।
- সোমালিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : সোমালি সিলিং।
- উগান্ডার মুদ্রার নাম কী ? উত্তর : উগান্ডা সিলিং।
- লিবিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : লিবিয়ান দিনার।
- মিশরের মুদ্রার নাম কী ? উত্তর : মিশরীয়় পাউন্ড।
- টিউনিসিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : টিউনিশিয়া দিনার।
- নরওয়ের মুদ্রার নাম কী ? উত্তর : ক্রোনা।
- নামিবিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : নামিবিয়ান ডলার।
- দক্ষিণ সুদানের মুদ্রার নাম কী ? উত্তর : দাউণ্ড।
- রাশিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : রুবেল।
- বুলগেরিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : লেভ।
- মরক্কোর মুদ্রার নাম কী। ? উত্তর : দিরহাম।
- মেসিডোনিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : দিনার।
- ইতালির মুদ্রার নাম কী ? উত্তর : লিরা।
- ঘানার মুদ্রার নাম কী। ? উত্তর : ঘানা।
- সার্বিয়ার মুদ্রার নাম কী ? উত্তর : নিউ দিনার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন