বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ
![]() |
First men in India in various fields |
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তর : উমেশচন্দ্র ব্যানার্জি।
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? উত্তর : বদরুদ্দীন তায়াবজি।
- ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ কে হয়েছিলেন ? উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- ভারতের প্রথম আই সি এস অফিসার কে হয়েছিলেন ? উত্তর : সত্যেন্দ্রনাথ ঠাকুর।
- ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : ডঃ রাজেন্দ্র প্রসাদ।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তর : পন্ডিত জহরলাল নেহেরু।
- ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
- ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : ডক্টর জাকির হোসেন।
- ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : ডঃ মনমোহন সিং।
- ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী ? উত্তর : রাকেশ শর্মা।
- ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী ? উত্তর : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, চক্রবর্তী রাজাগোপালাচারী।
- ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারুর নাম কী ? উত্তর : মিহির সেন।
- ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন ? উত্তর : জি ভি মাভলাঙ্কার।
- ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন ? উত্তর : এ কে গোপালন।
- ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
- ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ? উত্তর : মৌলানা আবুল কালাম আজাদ।
- ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তর : সরদার বল্লভভাই প্যাটেল।
- ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম কী ? উত্তর : ড: সি ভি রমন।
- ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ? উত্তর : সুকুমার সেন।
- ভারতের প্রথম ম্যাগসেসে পুরস্কার বিজেতার নাম কী ? উত্তর : আচার্য বিনোবা ভাবে।
- ভারতের প্রথম চৈনিক পরিব্রাজকের নাম কী ? উত্তর : ফা-হিয়েন।
- ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ? উত্তর : হরিলাল জে কানিয়া।
- ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি কে ছিলেন ? উত্তর : খান আবদুল গফফর খান।
- ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : অমর্ত্য সেন।
- ভারতের প্রথম শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : কৈলাস সত্যার্থী।
- ভারতের প্রথম পাইলট কে হয়েছিলেন ? উত্তর : জে আর ডি টাটা।
- ভারতের প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কে হয়েছিলেন ? উত্তর : কর্নেল জে কে বাজাজ।
- ভারতের প্রথম উত্তর মেরু বিজয়ী কে হয়েছিল ? উত্তর : জগন্নাথন শ্রীনিবাসারাঘবন।
- ভারতের প্রথম চলচ্চিত্রে অস্কার পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : সত্যজিৎ রায়।
- ভারতের প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক কে হয়েছিলেন ? উত্তর : মেহবুব খান।
- ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকারের নাম কী ? উত্তর : এ আর রহমান।
- ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ারের নাম কী ? উত্তর : রাসুল পুকুট্টি।
- অলিম্পিকে সোনাপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন ? উত্তর : অভিনব বিন্দ্রা।
- অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন ? উত্তর : কে ডি যাদব।
- অলিম্পিকে রূপোপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন ? উত্তর : রাজ্যবর্ধন সিং রাঠোর।
- ওয়ানডে ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়কের নাম কী ? উত্তর : অজিত ওয়াদেকর।
- টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়কের নাম কী ? উত্তর : সি কে নাইডু।
- ওয়ানডে ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয়র নাম কী ? উত্তর : কপিল দেব।
- টেস্ট ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয়র নাম কী ? উত্তর : লালা অমরনাথ।
- ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয়র নাম কী ? উত্তর : চেতন শর্মা।
- টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয়র নাম কী ? উত্তর : হরভজন সিং।
- ভারতের প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল কে ছিলেন ? উত্তর : কে এম কারিয়াপ্পা।
- ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কে ছিলেন ? উত্তর : রাজেন্দ্র সিংজি জাদেজা।
- ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল কে ছিলেন ? উত্তর : সুব্রত মুখার্জি।
- ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : মেজর সোমনাথ শর্মা।
- ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : জি শংকর কুরুপ।
- ভারতের প্রথম আন্টার্কটিকা বিজয়ী কে হয়েছিলেন ? উত্তর : লেফটেন্যান্ট রামচরণ।
- বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ? উত্তর : লর্ড ক্লাইভ।
- বাংলার শেষ গভর্নর কে ছিলেন ? ওয়ারেন হেস্টিংস।
- বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর : ওয়ারেন হেস্টিংস।
- ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর : লর্ড ক্যানিং।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? উত্তর : লর্ড ক্যানিং।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ? উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
- ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় খোলা হয়েছিল ? উত্তর : কলকাতাতে।
- ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কী ? উত্তর : তারাপুর।
- ভারতের প্রথম মিসাইলের নাম কী ? উত্তর : পৃথ্বী।
- ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজের নাম কী ? উত্তর : আই এন এস চক্র।
- ভারতের প্রথম চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : ডক্টর হরগোবিন্দ খোরানা।
- স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন ? উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
- ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রানকারী প্রথম ভারতীয় কে হয়েছিলেন ? উত্তর : সচিন তেন্দুলকার।
- স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান কে ছিলেন ? উত্তর : রামদাস কাটারি।
- ভারতের সবচেয়ে বয়স্ক রাষ্টপতির নাম কী ? উত্তর : আর বেঙ্কটরামন।
- ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতির নাম কী? উত্তর : নীলম সঞ্জীব রেড্ডি।
- ভারতের সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্টপতির নাম কী ? উত্তর : ডক্টর জাকির হোসেন।
- ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতির নাম কী ? উত্তর : কেয়ার নারায়ণন।
- সবচেয়ে কমদিন পদে থাকা ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ? উত্তর : ভি ভি গিরি।
- ভারতের কোন প্রধানমন্ত্রী যিনি একদিনও সংসদে যান নি ? উত্তর : চৌধুরী চরণ সিং।
- ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর নাম কী ? উত্তর : রাজীব গান্ধী।
- ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রীর নাম কী ? উত্তর : মোরারজি দেশাই।
- সবচেয়ে বেশি দিন পদে থাকা ভারতের উপরাষ্ট্রপতির নাম কী ? উত্তর : সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
- স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কী ? উত্তর : চক্রবর্তী রাজা গোপালাচারী।
- প্রথম অর্থমন্ত্রী হিসেবে পরপর তিন বছর বাজেট পেশ করেছেন কে ? উত্তর : মনমোহন সিং।
- বিদেশে পরলোকগমন করেন ভারতের কোন প্রধানমন্ত্রী ? উত্তর : লাল বাহাদুর শাস্ত্রী।
- প্রথম কোন ব্যক্তি যিনি আমৃত্যু উপপ্রধানমন্ত্রী ছিলেন ? উত্তর : সরদার বল্ললভ ভাই প্যাটেল।
- স্বাধীন ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন ? উত্তর : সি ডি দেশমুখ।
- ভারতের প্রথম গ্রামি অ্যাওয়ার্ড কে পান ? উত্তর : পন্ডিত বিশ্বমোহন ভাট।
- নর্তক হিসেবে প্রথম বিদেশে পাড়ি দেন কে ? উত্তর : উদয় শংকর।
- ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী যিনি চলচ্চিত্র অভিনেতা ছিলেন ? উত্তর : এম জি রামচন্দ্রন।
- অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠেন কোন ভারতীয় ? উত্তর : ফু দোরজি।
- পরপর দুটি অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে পদক লাভ করেন ভারতের কোন ব্যক্তি ? উত্তর : সুশীল কুমার।
- কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান ? উত্তর : বিশ্বনাথন আনন্দ।
- ইংল্যান্ডে প্রথম ভারতীয় হিসেবে ব্যারিস্টারি করেন কে ? উত্তর : জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কী ? উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
- প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জেতেন কে ? উত্তর : উইলসন জোন্স।
- ভারতের প্রথম সন্ত কে হয়েছিলেন ? উত্তর : সন্ত টমাস।
- ভারতের প্রথম কোন ব্যক্তি গোল্ডেন গ্লোব পুরস্কার পান ? উত্তর : এ আর রহমান।
- নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতির নাম কী ? উত্তর : লালা রাজপত রায়।
- ভারতের প্রথম কোন ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়েছেন ? উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ভারতের কোন ব্যক্তি এভারেস্টে আরোহণ করেন ? উত্তর : তেনজিং নোরগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন