Breaking

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ (First men in India in various fields in Bengali)

       

      বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়                        পুরুষ

First men in India in various fields
First men in India in various fields



  1. ভারতের  জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন     ?  উত্তর : উমেশচন্দ্র ব্যানার্জি।
  2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন  ?  উত্তর : বদরুদ্দীন তায়াবজি।
  3. ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ কে হয়েছিলেন ?  উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
  4. ভারতের প্রথম আই সি এস অফিসার কে হয়েছিলেন  ?  উত্তর : সত্যেন্দ্রনাথ ঠাকুর।
  5. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডঃ রাজেন্দ্র প্রসাদ।
  6. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : পন্ডিত জহরলাল নেহেরু।
  7. ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
  8. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডক্টর জাকির হোসেন।
  9. ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডঃ মনমোহন সিং।
  10. ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী  ?  উত্তর : রাকেশ শর্মা।
  11. ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী  ?  উত্তর : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, চক্রবর্তী রাজাগোপালাচারী।
  12. ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারুর নাম কী  ?  উত্তর : মিহির সেন।
  13. ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন  ?  উত্তর : জি ভি মাভলাঙ্কার।
  14. ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন  ?  উত্তর : এ কে গোপালন।
  15. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
  16. ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : মৌলানা আবুল কালাম আজাদ।
  17. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : সরদার বল্লভভাই প্যাটেল।
  18. ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম কী  ?  উত্তর : ড: সি ভি রমন।
  19. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন  ?  উত্তর : সুকুমার সেন।
  20. ভারতের প্রথম ম্যাগসেসে পুরস্কার বিজেতার নাম কী  ?  উত্তর : আচার্য বিনোবা ভাবে।
  21. ভারতের প্রথম চৈনিক পরিব্রাজকের নাম কী  ?  উত্তর : ফা-হিয়েন।
  22. ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন  ?  উত্তর : হরিলাল জে কানিয়া।
  23. ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি কে ছিলেন  ?  উত্তর : খান আবদুল গফফর খান।
  24. ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : অমর্ত্য সেন।
  25. ভারতের প্রথম শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন   ?  উত্তর : কৈলাস সত্যার্থী।
  26. ভারতের প্রথম পাইলট কে হয়েছিলেন  ?  উত্তর : জে আর ডি টাটা।
  27. ভারতের প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কে হয়েছিলেন  ?  উত্তর : কর্নেল জে কে বাজাজ।
  28. ভারতের প্রথম উত্তর মেরু বিজয়ী কে হয়েছিল  ?  উত্তর : জগন্নাথন শ্রীনিবাসারাঘবন।
  29. ভারতের প্রথম চলচ্চিত্রে অস্কার পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : সত্যজিৎ রায়।
  30. ভারতের প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক কে হয়েছিলেন  ?  উত্তর : মেহবুব খান।
  31. ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকারের নাম কী  ?  উত্তর : এ আর রহমান।
  32. ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ারের নাম কী  ?  উত্তর : রাসুল পুকুট্টি।
  33. অলিম্পিকে সোনাপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : অভিনব বিন্দ্রা।
  34. অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : কে ডি যাদব।
  35. অলিম্পিকে রূপোপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : রাজ্যবর্ধন সিং রাঠোর।
  36. ওয়ানডে ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়কের নাম কী  ?  উত্তর : অজিত ওয়াদেকর।
  37. টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়কের নাম কী  ?  উত্তর : সি কে নাইডু।
  38. ওয়ানডে ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : কপিল দেব।
  39. টেস্ট ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : লালা অমরনাথ।
  40. ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : চেতন শর্মা।
  41. টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : হরভজন সিং।
  42. ভারতের প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল কে ছিলেন  ?  উত্তর : কে এম কারিয়াপ্পা।
  43. ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কে ছিলেন  ?  উত্তর : রাজেন্দ্র সিংজি জাদেজা।
  44. ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল কে ছিলেন  ?  উত্তর : সুব্রত মুখার্জি।
  45. ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : মেজর সোমনাথ শর্মা।
  46. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন   ?  উত্তর : জি শংকর কুরুপ।
  47. ভারতের প্রথম আন্টার্কটিকা বিজয়ী কে হয়েছিলেন  ?  উত্তর : লেফটেন্যান্ট রামচরণ।
  48. বাংলার প্রথম গভর্নর  কে ছিলেন  ?  উত্তর : লর্ড ক্লাইভ।
  49. বাংলার শেষ গভর্নর কে ছিলেন ? ওয়ারেন হেস্টিংস।
  50. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন  ?  উত্তর : ওয়ারেন হেস্টিংস।
  51. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন  ?  উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
  52. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন  ?  উত্তর : লর্ড ক্যানিং।
  53. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন  ?  উত্তর : লর্ড ক্যানিং।
  54. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন  ?  উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
  55. ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় খোলা হয়েছিল  ?  উত্তর : কলকাতাতে।
  56. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কী  ?  উত্তর : তারাপুর।
  57. ভারতের প্রথম মিসাইলের নাম কী  ?  উত্তর : পৃথ্বী।
  58. ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজের নাম কী  ?  উত্তর : আই এন এস চক্র।
  59. ভারতের প্রথম চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : ডক্টর হরগোবিন্দ খোরানা।
  60. স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন  ?  উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
  61. ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রানকারী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : সচিন তেন্দুলকার।
  62. স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান কে ছিলেন  ?  উত্তর : রামদাস কাটারি।
  63. ভারতের সবচেয়ে বয়স্ক রাষ্টপতির নাম কী ?  উত্তর : আর বেঙ্কটরামন।
  64. ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতির নাম কী‌?  উত্তর : নীলম সঞ্জীব রেড্ডি।
  65. ভারতের সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্টপতির নাম কী ?  উত্তর : ডক্টর জাকির হোসেন।
  66.  ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতির নাম কী ?  উত্তর : কেয়ার নারায়ণন।
  67. সবচেয়ে কমদিন পদে থাকা  ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?  উত্তর : ভি ভি গিরি।
  68. ভারতের কোন প্রধানমন্ত্রী যিনি একদিনও সংসদে যান নি ?  উত্তর :  চৌধুরী চরণ সিং।
  69. ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর নাম কী ?  উত্তর :  রাজীব গান্ধী।
  70. ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রীর নাম কী ?  উত্তর :   মোরারজি দেশাই।
  71. সবচেয়ে বেশি দিন পদে থাকা ভারতের উপরাষ্ট্রপতির নাম কী ?  উত্তর : সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
  72. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কী ?  উত্তর : চক্রবর্তী রাজা গোপালাচারী।
  73. প্রথম অর্থমন্ত্রী হিসেবে পরপর তিন বছর বাজেট পেশ করেছেন কে ?  উত্তর :  মনমোহন সিং।
  74. বিদেশে পরলোকগমন করেন ভারতের কোন প্রধানমন্ত্রী ?  উত্তর : লাল বাহাদুর শাস্ত্রী।
  75. প্রথম কোন ব্যক্তি যিনি আমৃত্যু উপপ্রধানমন্ত্রী ছিলেন ?  উত্তর : সরদার বল্ললভ ভাই প্যাটেল। 
  76. স্বাধীন ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন  ?  উত্তর : সি ডি দেশমুখ।
  77. ভারতের প্রথম গ্রামি অ্যাওয়ার্ড কে পান  ?  উত্তর : পন্ডিত বিশ্বমোহন ভাট।
  78. নর্তক হিসেবে প্রথম বিদেশে পাড়ি দেন কে  ?  উত্তর : উদয় শংকর।
  79. ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী যিনি চলচ্চিত্র অভিনেতা ছিলেন  ?  উত্তর : এম জি রামচন্দ্রন।
  80. অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠেন কোন ভারতীয় ?  উত্তর : ফু দোরজি।
  81. পরপর দুটি অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে পদক লাভ করেন ভারতের কোন ব্যক্তি  ?  উত্তর : সুশীল কুমার।
  82. কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান  ?  উত্তর : বিশ্বনাথন আনন্দ।
  83. ইংল্যান্ডে প্রথম ভারতীয় হিসেবে ব্যারিস্টারি  করেন  কে   ? উত্তর : জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
  84. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কী  ?  উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
  85. প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জেতেন কে  ?  উত্তর : উইলসন জোন্স।
  86. ভারতের প্রথম সন্ত কে হয়েছিলেন  ?  উত্তর : সন্ত টমাস।
  87. ভারতের প্রথম কোন ব্যক্তি গোল্ডেন গ্লোব পুরস্কার পান  ?  উত্তর : এ আর রহমান।
  88. নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতির নাম কী  ?  উত্তর : লালা রাজপত রায়।
  89. ভারতের প্রথম কোন ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়েছেন  ?  উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  90. ভারতের কোন ব্যক্তি এভারেস্টে আরোহণ করেন ?  উত্তর : তেনজিং নোরগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন