Breaking

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য ( various architectures of India in Bengali)

          ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য 

Various architectures of India
Various architectures of India


  1. তাজমহল কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর :  মুঘল সম্রাট শাহজাহান।
  2. তাজমহল কোন রাজ্যে অবস্থিত  ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত।
  3. তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান তৈরি করেন  ?  উত্তর : তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে।
  4. তাজমহল কোন নদীর তীরে অবস্থিত  ?  উত্তর : যমুনা নদীর তীরে অবস্থিত।
  5.  কত সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়  ?  উত্তর : ১৯৮৩ সালে।
  6. সাঁচির স্তুপ কে নির্মাণ করেন   ?  উত্তর : মৌর্য সম্রাট অশোক।
  7. সাঁচির স্তুপ কোথায় অবস্থিত   ?  উত্তর : মধ্যপ্রদেশের ভোপাল শহরের কাছে।
  8. কত সালে ইউনেস্কো সাঁচির স্তুপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৯ সালে।
  9. অজন্তা গুহা কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রে।
  10. অজন্তা গুহা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুপ্ত রাজবংশ।
  11. কত সালে ইউনেস্কো অজন্তা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৩ সালে।
  12. ইলোরা গুহা কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রে অবস্থিত।
  13. ইলোরা গুহা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুপ্ত রাজবংশ।
  14. কত সালে ইউনেস্কো ইলোরা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৩ সালে।
  15. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত   ?  উত্তর : বিহারের পাটনা শহরের নিকট।
  16. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত।
  17. ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী   ?  উত্তর : নালন্দা বিশ্ববিদ্যালয়।
  18. কত সালে ইউনেস্কো নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০১৬ সালে।
  19. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : উড়িষ্যার পুরীতে অবস্থিত।
  20. জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গঙ্গ রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ।
  21. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত   ?  উত্তর : বিহারের ভাগলপুর শহরের কাছে।
  22. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : পাল রাজা ধর্মপাল।  
  23. বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : হাম্পি যেটি কর্নাটকে অবস্থিত।
  24. বিরুপাক্ষ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য।
  25. সূর্য মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : উড়িষ্যার কোনারকে অবস্থিত।
  26. সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গঙ্গ রাজা প্রথম নরসিংহদেব।
  27. কত সালে ইউনেস্কো সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৪ সালে।
  28. মহাবলীপুরমের রথ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : তামিলনাড়ুর মামল্লপুরমে অবস্থিত।
  29. মহাবলীপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন।
  30. কত সালে ইউনেস্কো মহাবলীপুরমের রথ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৪ সালে।
  31. কৈলাস মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : তামিলনাড়ুর কাঞ্চিতে অবস্থিত।
  32. কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মন।
  33. ইলোরার কৈলাস মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে।
  34. ইলোরার কৈলাস মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ।
  35. খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : মধ্যপ্রদেশে অবস্থিত।
  36. খাজুরাহ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : চান্দেলা রাজবংশ।
  37. কত সালে ইউনেস্কো খাজুরাহ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়   ?  উত্তর : ১৯৮৬ সালে।
  38. দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের মাউন্ট আবুতে।
  39. দিলওয়ারা জৈন মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর :  সোলাঙ্কিরাজ সিদ্ধরাজা।
  40. রানি কি ভাভ কোথায় অবস্থিত   ?  উত্তর : গুজরাটের পাঠনে।
  41. রানি কি ভাভ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : সোলাঙ্কিরাজ প্রথম ভীমের পত্নী উদয়মতি।
  42. কত সালে ইউনেস্কো রানি কি ভাভকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০১৪ সালে।
  43. বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : তামিলনাড়ুর তাঞ্জাভুরে।
  44. বৃহদেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : চোল রাজা প্রথম রাজরাজ।
  45. কত সালে ইউনেস্কো বৃহদেশ্বর মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়   ?  উত্তর : ২০০৪ সালে।
  46. কুতুবমিনার কোথায় অবস্থিত।    ?  উত্তর : দিল্লিতে।
  47. কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : কুতুবউদ্দিন আইবক।
  48. কত সালে ইউনেস্কো কুতুবমিনারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়    ?  উত্তর : ১৯৯৩ সালে।
  49. এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত   ?  উত্তর : মুম্বাই শহরের নিকট এলিফ্যান্টা দ্বীপে।
  50. এলিফ্যান্টা গুহা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাষ্ট্রকূট রাজবংশ।
  51. কত সালে ইউনেস্কো এলিফ্যান্টা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়   ?  উত্তর : ১৯৮৭ সালে।
  52. আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের আজমিরে।
  53. আড়াই দিন কা ঝোপড়া কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : সুলতান কুতুবউদ্দিন আইবক।
  54. আলাই মিনার কোথায় অবস্থিত   ?  উত্তর : দিল্লিতে।
  55. আলাই মিনার কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : আলাউদ্দিন খলজি।
  56. হজ খস কোথায় অবস্থিত           ?  উত্তর : দিল্লিতে।
  57. হজ খস কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : আলাউদ্দিন খলজি।
  58. আরামবাগ স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রাতে।
  59. আরামবাগ স্থাপত্য কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট বাবর।
  60. হুমায়ুনের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত   ?  উত্তর : দিল্লিতে।
  61. হুমায়ুনের সমাধিক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট হুমায়ুনের পত্নী হাজী বেগম।
  62. কত সালে ইউনেস্কো হুমায়ুনের সমাধিক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৯৩ সালে।
  63. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন   ?  উত্তর : মুঘল সম্রাট আকবর।
  64. বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রার নিকট ফতেপুর সিক্রিতে।
  65. আগ্রা দুর্গ কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রাতে।
  66. আগ্রা দুর্গ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট আকবর।
  67. কত সালে ইউনেস্কো আগ্রা দুর্গকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৩ সালে।
  68. ঈগলের বাসা স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রের রায়গড়তে।
  69. ঈগলের বাসা স্থাপত্য কে নির্মাণ করেন   ?  উত্তর : ছত্রপতি শিবাজী।
  70. ভারতবর্ষের বৃহত্তম গম্বুজের নাম কী   ?  উত্তর : গোলগম্বুজ।
  71. গোলগম্বুজ কোথায় অবস্থিত   ?  উত্তর : কর্নাটকের বিজাপুরে।
  72. গোলগম্বুজ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মহম্মদ আদিল শাহ।
  73. স্বর্ণমন্দির গুরদ্বারা কোথায় অবস্থিত   ?  উত্তর : পাঞ্জাবের অমৃতসরে।
  74. স্বর্ণমন্দির গুরদ্বারা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুরু রামদাস।
  75. বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের চিতোরগড়ে।
  76. বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মেওয়ারের রাজা রানা কুম্ভ।
  77. লালবাগ স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : ব্যাঙ্গালোরে।
  78. লালবাগ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : হায়দার আলী।
  79. আকবরের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রার নিকট সিকান্দ্রা শহরে ।
  80. আকবরের সমাধিক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : আকবর।
  81. চারমিনার কোথায় অবস্থিত   ?  উত্তর : হায়দ্রাবাদে।
  82. চারমিনার কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : কুতুবশাহী  সাম্রাজ্যের সুলতান মহম্মদ কুয়ালি কুতুব শাহ ।
  83. লালকেল্লা কোথায় অবস্থিত       ?  উত্তর : দিল্লিতে।
  84. লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট শাহজাহান।
  85. কত সালে ইউনেস্কো লালকেল্লা স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়    ?  উত্তর : ২০০৭ সালে।
  86. বিবি কা মকবারা কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে।
  87. বিবি কা মকবারা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট ঔরঙ্গজেব।
  88. মুঘল সম্রাট ঔরঙ্গজেব কার স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি নির্মাণ করেন   ?  উত্তর : তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে।
  89. যন্তর মন্তর কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের জয়পুরে।
  90. যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাজপুত রাজা দ্বিতীয় জয়সিংহ।
  91. কত সালে ইউনেস্কো যন্তর-মন্তরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০১০ সালে।
  92. শালিমার বাগ স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : জম্মু-কাশ্মীরের শ্রীনগরে।
  93. শালিমার বাগ স্থাপত্য কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট জাহাঙ্গীর।
  94. জাহাঙ্গীর কাকে খুশি করবার জন্য শালিমার বাগ স্থাপত্যটি নির্মাণ করেন   ?  উত্তর : জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানকে খুশি করবার জন্য এটি নির্মাণ করেন।
  95. সবরমতি আশ্রম কোথায় অবস্থিত   ?  উত্তর : গুজরাটের আহমেদাবাদে শহরে।
  96. সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মহাত্মা গান্ধী।
  97. ভিক্টোরিয়া টার্মিনাস কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রে।
  98. ভিক্টোরিয়া টার্মিনাস কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স।
  99. কত সালে ভিক্টোরিয়া টার্মিনাস পরিবর্তিত হয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাস নামকরণ হয়   ?  উত্তর :১৯৯৬ সালে।
  100. কত সালে ইউনেস্কো ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলস্টেশনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০০৪ সালে।
  101. পার্লামেন্ট ভবন কোথায় অবস্থিত   ?  উত্তর : নিউ দিল্লিতে।
  102. পার্লামেন্ট ভবন কে প্রতিষ্ঠিত করেন   ?  উত্তর : এডউইন লুটেনস এবং হার্ভার্ড বেকার।
  103. রাইসিনা হিলস কোথায় অবস্থিত   ?  উত্তর : নিউদিল্লিতে।
  104. রাইসিনা হিলস কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : এডউইন লুটেনস।
  105. গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত   ?  উত্তর : মুম্বাইতে।
  106. গেটওয়ে অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : জর্জ উইটেট।
  107. ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত   ?  উত্তর : নিউ দিল্লিতে।
  108. ইন্ডিয়া গেট কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : এডউইন লুটেনস।
  109. স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত   ?  উত্তর : গুজরাটের কেওরিয়াতে।
  110. স্ট্যাচু অফ ইউনিটি কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাম বানজি সুতর।
  111. স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি   ?  উত্তর : স্যার সরদার বল্লভ ভাই প্যাটেলের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন