Breaking

বুধবার, ৬ এপ্রিল, ২০২২

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান-পর্যায় সারণি (periodic table in Bengali Class-10)


                     পর্যায় সারণি 

Periodic table
Periodic table



১. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো।

উত্তর: কোন মৌলের ভৌত  ও রাসায়নিক ধর্ম গুলি মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়।


২. পর্যায় কাকে বলে?

উত্তর: পর্যায় সারণির অনুভূমিক সারি গুলিকে পর্যায়ে বলে।


৩. পর্যায় সূত্র কোন বিজ্ঞানী প্রকাশ করেন?

উত্তর: বিজ্ঞানী মেন্ডেলিফ।


৪. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?

উত্তর : ৭ টি পর্যায় ও ৮ টি শ্রেণি।


৫. মেন্ডেলিফের পর্যায় সারণি কিসের উপর নির্ভর করে তৈরি হয়েছিল।

উত্তর: পারমাণবিক ভরের উপর।


৬. একা অ্যালুমিনিয়াম এর বর্তমান নাম কি?

উত্তর: গ্যালিয়াম।


৭. মেন্ডেলিফের পর্যায় সারণিতে শূন্য শ্রেণী ছিল না কেন?

উত্তর: নিষ্ক্রিয় গ্যাসগুলি তখনও আবিষ্কৃত হয় নি।


৮. পর্যায় সারণির কোন পর্যায়ে ধাতু, অধাতু ও ধাতুকল্প বর্তমান?

উত্তর: চতুর্থ পর্যায়।


৯. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ।

উত্তর: হিলিয়াম।


১০. নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল টির নাম কি?

উত্তর: রেডন।


১১. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?

উত্তর: হিলিয়াম।


১২. তরল হ্যালোজেন কোনটি? 

উত্তর: ব্রোমিন।


১৩. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়?

উত্তর: অ্যাস্টাটিন।


১৪. একটি তরল ধাতুর নাম কি?

উত্তর: পারদ।


১৫. কোন ক্ষার ধাতুর তেজস্ক্রিয়?

উত্তর: ফ্রান্সিয়াম।


১৬. পরিবর্তনশীল যোজ্যতা কাদের দেখা যায়?

উত্তর: সন্ধিগত মৌল গুলির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়।


১৭. একা সিলিকন এর বর্তমান নাম কি?

উত্তর: জার্মেনিয়াম।


১৮. সিলিকনের পারমাণবিক ওজন কত?

উত্তর: ২৮.০৮


১৯. মেন্ডেলিফ কটি মৌল নিয়ে প্রথম কাজ শুরু করেন?

উত্তর: 63 টি মৌল নিয়ে।


২০. জিংক এর পারমাণবিক ভর কত?

উত্তর: ৬৫.৩৮


২১. আধুনিক পর্যায় সারণির প্রথম ধাতুটির নাম কি? 

উত্তর: লিথিয়াম।


২২. আধুনিক পর্যায় সারণির রূপকার কে?

উত্তর: নীলস বোর।


২৩. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায়  ও কয়টি শ্রেণি আছে?

উত্তর: ৭ টি পর্যায় ও ১৮  টি শ্রেণি।


২৪. অতি দীর্ঘ পর্যায় কোনটি ও তাতে কটি মৌল রয়েছে?

উত্তর: ষষ্ঠ পর্যায় ও তাতে 32 টি মৌল রয়েছে।


২৫. পর্যায় সারণির কোন পর্যায় টিকে অসম্পূর্ণ পর্যায় বলা হয়?

উত্তর: সপ্তম পর্যায়ে কে।


২৬. পর্যায় সারণিতে অবস্থিত সবচেয়ে ভারী ধাতু কোনটি?

উত্তর: অসমিয়াম ।


২৭. হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: আটটি।


২৮. দুটি সেতু মৌলের নাম লেখ।

উত্তর: রেডন  ও আর্গন।


২৯. পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট একটি মৌলের নাম লেখ।

উত্তর: কপার।


৩০. মুদ্রা ধাতু কাদের বলে?

উত্তর: কপার, সিলভার এবং গোল্ড এই তিনটি ধাতুকে মুদ্রা ধাতু বলে।


৩১. কোন মৌলকে দুষ্ট মৌল বলে?

উত্তর: হাইড্রোজেনকে।


৩২. কোন নীতির উপর ভিত্তি করে মৌল গুলিকে আধুনিক পর্যায় সারণিতে স্থান  দেওয়া হয়েছে? 


উত্তর: ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মৌল গুলিকে সাজিয়ে আধুনিক পর্যায় সারণি তৈরি করা হয়েছে।


৩৩. বর ধাতু কাদের বলে?

উত্তর: সোনা, প্লাটিনাম ও রুপা  এই ধাতু গুলিকে বর ধাতু বলে।


৩৪. পর্যায় সারণির কোন পর্যায়ে কয়টি বিরল মৃত্তিকা মৌল আছে?

উত্তর: পর্যায় সারণির ষষ্ঠ পর্যায় এ ১৪ টি  বিরলমৃত্তিকা মৌল আছে।


৩৫. দুটি চালকোজেন মৌলের নাম করো।

উত্তর: অক্সিজেন ,সালফার।


৩৬. দুটি নিকটোজেন মৌলের নাম করো।

উত্তর: নাইট্রোজেন ,ফসফরাস।


৩৭. কোন পর্যায়ের সবগুলি মৌল তেজস্ক্রিয়?

উত্তর: সপ্তম পর্যায়ে


৩৮. সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল টির নাম লেখ।

উত্তর: ফ্লোরিন।


৩৯. নোবেল গ্যাস গুলির মধ্যে সবথেকে ভারী গ্যাস কোনটি?

উত্তর: রেডন।


৪০. আধুনিক পর্যায় সারণির সবথেকে নমনীয় ধাতু কোনটি?

উত্তর: সোনা।


৪১. ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা কে?

উত্তর: ডোবেরিনার।


বহুবিকল্পভিত্তিক  প্রশ্নোত্তর (MCQ)


১. পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন-

 a. জন ডোবেরাইনার

b. মেন্ডেলিভ

c. লোথারমেয়ার

d. ডালটন

উত্তর: b. মেন্ডেলিভ


২. মেন্ডেলিভের পর্যায় সারণিতে পর্যায় আছে-

  a. 7 টি

  b.8 টি

  c.9 টি

  d. 10 টি

উত্তর: a.7 টি


৩. মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত-

   a. প্রোটন সংখ্যার ওপর

  b. নিউট্রন সংখ্যার ওপর

  c. ভর সংখ্যার ওপর

  d. মেসন কণিকার ওপর

উত্তর: a. প্রোটন সংখ্যার ওপর


৪. পর্যায় সারণির প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা

    a. ৭ টি

     b.৮ টি

     c.২ টি

     d. ১০ টি

উত্তর: c. ২ টি


৫. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা

     a. ১২

      b. ১৩

      c. ১৪

       d.১৬

উত্তর: c. ১৪


৬. পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান

     a. প্রথম পর্যায়ে

     b. চতুর্থ  পর্যায়ে

     c. পঞ্চম পর্যায়ে

     d. ষষ্ঠ পর্যায়ে

উত্তর: d. ষষ্ঠ পর্যায়ে


৭. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণি সংখ্যা

      a. ৯

      b. ১০

      c. ১৭

       d. ১৮

উত্তর: d. ১৮


৮. হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?

  a.১০

  b. ১৭

   c. ১৮

   d. ২

উত্তর: b. ১৭


৯. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল

     a. কপার

      b. সোডিয়াম

      c. ম্যাগনেশিয়াম

      d. সিলভার

উত্তর: c. ম্যাগনেশিয়াম


১০. একাধিক যোজ্যতা দেখা যায়

      a. ক্ষার ধাতুর

       b. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর

       c. হ্যালোজেন 

       d. সন্ধিগত মৌলের

উত্তর: d. সন্ধিগত মৌলের


১১. কোন হ্যালোজেন মৌলটি কঠিন?

       a. আয়োডিন

        b. ক্লোরিন

        c. ব্রোমিন

        d. ফ্লুরিন

উত্তর: a. আয়োডিন


১২. তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলটি হল

        a.N

        b.O

        c. F

        d. Cl

উত্তর: c. F


১৩. মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হল

      a. গলনাঙ্ক

      b.  তড়িৎ ঋণাত্মকতা

      c. তেজস্ক্রিয়তা

      d. জারণ বিজারণ ধর্ম

উত্তর: c. তেজস্ক্রিয়তা


১৪. এয়ী  সূত্রের আবিষ্কর্তা হলেন

       a. মেন্ডেলিভ

        b. ডোবেরাইনার

         c. লোথারমেয়ার

          d. মোজলে

উত্তর:  b. ডোবেরাইনার।


শূন্যস্থান পূরণ কর:


১. হিলিয়াম_________শ্রেণীর মৌল।

উত্তর: শূন্য।


২. প্রথম পর্যায়ে দুটি মৌল______ও________আছে।

উত্তর: হাইড্রোজেন, হিলিয়াম



৩. মেন্ডেলিফ________দুষ্ট মৌল বলে অভিহিত করেছেন।

উত্তর: হাইড্রোজেনকে



৪. দুটি আদর্শ মৌল হল______ও_________

উত্তর: সোডিয়াম, ম্যাগনেসিয়াম



৫. দুটি বিরল মৃত্তিকা মৌল হল_______ও______

উত্তর: সিরিয়াম, লুটেসিয়াম



৬. মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তিকে মৌলের ধর্মের

_________বলে।

উত্তর:  পর্যাবৃত্তি



৭. পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন________

উত্তর: মেন্ডেলিফ



৮. পর্যায় সারণিতে মোট______পর্যায় আছে।

উত্তর: ৭ টি



৯. মেন্ডেলিফের পর্যায় সারণিতে____________মৌল গুলির অবস্থান ছিল না।

উত্তর: নিষ্ক্রিয়



১০. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে_______শ্রেণি আছে।

উত্তর: ১৮ টি



১১. পর্যায় সারণিতে বিরল গ্যাসের সংখ্যা________

উত্তর: ৬ টি



১২. মৌলের__________একটি পর্যায়গত ধর্ম নয়।

উত্তর: তেজস্ক্রিয়তা



১৩. পর্যায় সারণিতে অ্যাক্টিনাইড মৌলের সংখ্যা________

উত্তর: ১৪ টি।



১৪. একই শ্রেণীর মৌলগুলির যোজ্যতা_____

উত্তর: একই



১৫. ক্ষার ধাতুগুলির_______তীব্র ক্ষারকীয়।

উত্তর: অক্সাইড



১৬. কোন একটির পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ__________থাকে।

উত্তর: কমতে



১৭. ক্ষার ধাতুগুলির যোজ্যতা__________

উত্তর: 



১৮. তীব্রতম ধনাত্মকধর্মী  মৌলটি হল_______

উত্তর: সিজিয়াম


১৯. ক্ষার ধাতু গুলির মধ্যে_________তেজস্ক্রিয়।

উত্তর:  ফ্রান্সিয়াম



২০. জিংক ও কপার হল______মৌল।

উত্তর: সন্ধিগত





সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর:


১. পর্যায় সারণি কাকে বলে?

উত্তর: বিভিন্ন মৌল গুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী তালিকাবদ্ধ করে একই ধর্মবিশিষ্ট মৌলকে একই উলম্ব সারিতে এবং ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলগুলিকে পৃথক সারিতে রেখে যে সারণিতে পাওয়া যায় ,তাকে পর্যায় সারণি বলে।



২.  ডোবেরিনারের এয়ী সূত্রটি লেখ।

উত্তর: রাসায়নিকভাবে সদৃশ বা সমধর্মী তিনটি  মৌলকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে শ্রেণি  পাওয়া যায় তাদের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। একে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলে।



৩. নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখ।

উত্তর: কয়েকটি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে কোন মৌলের ধর্মের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্ম সদৃশ হয়। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে।



৪. আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত কর।

উত্তর: বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।



৫. আদর্শ মৌল কাদের বলে? উদাহরণ দাও।

উত্তর: যে সমস্ত মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ ব্যতীত অন্য সব কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে, তাদের আদর্শ মৌল বলে

উদাহরণ: সোডিয়াম ও ম্যাগনেশিয়াম।



৬. সন্ধিগত মৌল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যে সব মৌলের পরমাণুর স্থিতাবস্থায় বা যেকোনো একটি যোজ্যতা স্তরে সর্ববহিঃস্থ কক্ষের আগের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, তাদের সন্ধিগত মৌল বলে।

উদাহরণ: জিংক ও কপার।



৭. সন্ধিগত মৌলের ধর্মগুলি লেখ।

ধর্ম: ১. সমস্ত সন্ধিগত মৌলই ধাতু।

       ২. মৌল গুলি একাধিক যোজ্যতা স্তরে থাকে।

       ৩. মৌলগুলি উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট হয়।

     ৪. এদের জটিল যৌগ গঠনের প্রবণতা তীব্র।



৮. বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত ১৪ টি মৌলকে প্রকৃতিতে খুব কম পাওয়া যায় বলে এদের বিরল মৃত্তিকা মৌল বলে।

উদাহরণ: সিরিয়াম ও লুটেসিয়াম।



৯. ইউরেনিয়ামোওর মৌল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: পর্যায় সারণির সপ্তম পর্যায়ে ইউরেনিয়ামের পরবর্তী ১১ টি মৌলকে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। এদের ইউরেনিয়ামোওর মৌল বলে।

উদাহরণ: নেপচুনিয়াম ও প্লুটোনিয়াম।



১০. মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে '0' গ্রুপ ছিল না কেন?

উত্তর: মেন্ডেলিফ মূল পর্যায় সারণি যখন তৈরি করেন তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি। তাই মূল পর্যায় সারণিতে  সাতটি পর্যায় ও আটটি শ্রেণি ছিল। নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের পর ওই মৌলগুলিকে নবম অর্থাৎ 0 শ্রেণীতে রাখা হয়।




১১. মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?

উত্তর: কোন যৌগের অণুতে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় কোন মৌলের একটি পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।



১২. ইলেকট্রন আসক্তি কাকে বলে?

উত্তর: ভূমিস্তরে থাকা অবস্থায় কোনো একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমান শক্তি নির্গত হয়,তাকে ওই মৌলের পরমাণুর ইলেকট্রন আসক্তি বলে।



১৩. মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয়।

উত্তর: মৌলসমূহের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্কের নিয়মিত ব্যবধানে তাদের যোজ্যতা কক্ষের বিন্যাসের সদৃশ্যতা ঘটে বলে পর্যাবৃত্তি সৃষ্টি হয়।

* তেজস্ক্রিয়তা ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়।




১৪. মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে?

উত্তর: আধুনিক পর্যায় সূত্র অনুসারে মৌল গুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে এক মৌল থেকে অন্য মৌলে ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় অর্থাৎ মৌল গুলির ধর্মের পরিবর্তন পর্যায়নুক্রমিক হয়। এই ঘটনাকে মৌলগুলির পর্যাবৃত্তি বলে।



১৫. আয়োনাইজেশন শক্তি বা আয়নীয় ভবন কাকে বলে?

উত্তর: সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোন মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে পরমাণু টিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বলে।



১৬. মেন্ডেলিফ হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলে আখ্যা দেন কেন?

উত্তর: বিজ্ঞানী মেন্ডেলিফ হাইড্রোজেন মৌল পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থান করবে সে বিষয়ে সঠিক কোনো ধারণা দিতে পারেননি। কারণ হাইড্রোজেনের কিছু ধর্ম ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, আবার কিছু ধর্ম হ্যালোজেন মৌল গুলির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

অতএব, ক্ষার ধাতু এবং হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য এবংবৈসাদৃশ্য উভয় বিদ্যমান। এই দ্বৈত আচরণের জন্য বিজ্ঞানী মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল রূপে অভিহিত করেন। সাহিত্যের ভাষায় যাকে বলা হয় 'দু নৌকায় পা দিয়ে চলা' এমন একটি মৌল।



১৭. পর্যায় সারণির উপযোগিতা উল্লেখ করো।

পর্যায় সারণির উপযোগিতা:


১. পর্যায় সারণিতে মৌল গুলির সুশৃংখল শ্রেণীবিন্যাস -এর ফলে রসায়নশাস্ত্র অধ্যায়ন সহজ হয়েছে।

২. পর্যায় সারণির সাহায্যে মৌলের পারমাণবিক গুরুত্ব সংশোধন করা সম্ভব হয়েছে।

৩. পর্যায় সারণির সাহায্যে নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়েছে এবং পরবর্তীকালে কয়েকটি নতুন মৌলের আবিষ্কার সম্ভব হয়েছে।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন