![]() |
Sexual Reproduction |
১. সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গের নাম কি?
উত্তর: ফুল।
২. দুটি একলিঙ্গ ফুলের উদাহরণ দাও।
উত্তর: লাউ, কুমড়ো।
৩. একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও।
উত্তর: জবা।
৪. দুটি বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও।
উত্তর: ধান ও গম।
৫. দুটি জল পরাগী ফুলের উদাহরণ দাও।
উত্তর: পাতাঝাঁঝি ও পাতাশ্যাওলা।
৬. দুটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ দাও।
উত্তর: আম ,সূর্যমুখী।
৭. দুটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও।
উত্তর: পলাশ ও শিমুল।
৮. পরাগরেণু উৎপন্ন হয় কোথায়?
উত্তর: পরাগধানীতে।
৯. নিষেকের পর ডিম্বকটি কি গঠন করে?
উত্তর: বীজ গঠন করে।
১০. নিষেকের পর ডিম্বাশয় কি গঠন করে?
উত্তর: ফল গঠন করেন।
১১. ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়?
উত্তর: গর্ভাশয়স্থিত ডিম্বকের মধ্যে।
১২. ইতর পরাগযোগ ঘটে এমন একটি একলিঙ্গ ফুলের নাম লেখ।
উত্তর: পেঁপে।
১৩. পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের কি গঠিত হয়?
উত্তর: জাইগোট গঠিত হয়।
১৪. ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়?
উত্তর: ভ্রূণে।
১৫. দ্বিনিষেক পদ্ধতি কোথায় দেখা যায়?
উত্তর: গুপ্তবীজী উদ্ভিদে।
১৬. পদ্মফুলে কি জাতীয় পরাগযোগ দেখা যায়?
উত্তর: এন্টোমোফিলি।
১৭. কোন পরাগযোগে বাহকের একান্ত প্রয়োজন?
উত্তর: ইতর পরাগযোগ।
১৮. ইতরপরাগযোগ কোন ফুলে দেখা যায়?
উত্তর: একলিঙ্গ ফুলে।
১৯. স্ট্যামিনোড কি?
উত্তর: নিষ্ক্রিয় এবং পরাগধানী বিহীন পুংকেশর কে স্ট্যামিনোড বলে।
২০. একটি আদর্শ ফুলের কয়টি স্তবক ও কি কি?
উত্তর: একটি আদর্শ ফুলের চারটি স্তবক-
১. বৃতি ২. দলমন্ডল ৩. পুংস্তবক ৪. স্ত্রী স্তবক.
২১. একলিঙ্গ ফুল কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে ফুলে পুংস্তবক ও স্ত্রী স্তবক এর মধ্যে যেকোনো একটি উপস্থিত থাকে ,তাকে একলিঙ্গ ফুল বলে।
উদাহরণ: লাউ, কুমড়ো।
২২. সম্পূর্ণ ফুল কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে ফুলে চারটি স্তবক অর্থাৎ বৃতি ,দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক বর্তমান তাকে সম্পূর্ণ ফুল বলে।
উদাহরণ: জবা ও ধুতরা।
**The End**
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন