Breaking

বুধবার, ১০ নভেম্বর, ২০২১

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন(Sexual Reproduction in Flowering plant in Bengali)

Sexual Reproduction
Sexual Reproduction


 সপুষ্পক উদ্ভিদের যৌন জনন



১. সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গের নাম কি?

উত্তর: ফুল।


২. দুটি একলিঙ্গ ফুলের উদাহরণ দাও।

উত্তর: লাউ,  কুমড়ো।


৩. একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও।

উত্তর: জবা।


৪. দুটি বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তর: ধান ও গম।


৫. দুটি জল পরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তর: পাতাঝাঁঝি ও পাতাশ্যাওলা।


৬. দুটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তর: আম ,সূর্যমুখী।


৭. দুটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তর: পলাশ ও শিমুল।


৮. পরাগরেণু উৎপন্ন হয় কোথায়?

উত্তর: পরাগধানীতে।


৯. নিষেকের পর ডিম্বকটি কি গঠন করে?

উত্তর: বীজ গঠন করে।


১০. নিষেকের পর ডিম্বাশয় কি গঠন করে?

উত্তর: ফল গঠন করেন।


১১. ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়?

উত্তর: গর্ভাশয়স্থিত ডিম্বকের মধ্যে।


১২. ইতর পরাগযোগ ঘটে এমন একটি একলিঙ্গ ফুলের নাম লেখ।

উত্তর: পেঁপে।


১৩. পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের কি গঠিত হয়? 

উত্তর: জাইগোট গঠিত হয়।


১৪. ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়?

উত্তর: ভ্রূণে।


১৫. দ্বিনিষেক পদ্ধতি কোথায় দেখা যায়?

উত্তর: গুপ্তবীজী উদ্ভিদে।


১৬. পদ্মফুলে কি জাতীয় পরাগযোগ দেখা যায়?

উত্তর: এন্টোমোফিলি।


১৭. কোন পরাগযোগে বাহকের একান্ত প্রয়োজন?

উত্তর: ইতর পরাগযোগ।


১৮. ইতরপরাগযোগ কোন ফুলে দেখা যায়?

উত্তর: একলিঙ্গ ফুলে।


১৯. স্ট্যামিনোড কি?

উত্তর: নিষ্ক্রিয় এবং পরাগধানী বিহীন পুংকেশর কে স্ট্যামিনোড বলে।


২০. একটি আদর্শ ফুলের কয়টি স্তবক ও কি কি?

উত্তর: একটি আদর্শ ফুলের চারটি স্তবক-

১. বৃতি ২. দলমন্ডল ৩. পুংস্তবক ৪. স্ত্রী স্তবক.


২১. একলিঙ্গ ফুল কাকে বলে ? উদাহরণ দাও

উত্তর: যে ফুলে পুংস্তবক ও স্ত্রী স্তবক এর মধ্যে যেকোনো একটি উপস্থিত থাকে ,তাকে একলিঙ্গ ফুল বলে।

উদাহরণ: লাউ, কুমড়ো।


 ২২. সম্পূর্ণ ফুল কাকে বলে ? উদাহরণ দাও

উত্তর: যে ফুলে চারটি স্তবক অর্থাৎ বৃতি ,দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক বর্তমান তাকে সম্পূর্ণ ফুল বলে।

উদাহরণ: জবা ও ধুতরা।



**The End**


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন