![]() |
Concern about Environment |
পরিবেশের জন্য ভাবনা
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী(M.C.Q)
১. বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল-
a. নাইট্রোজেন ও হাইড্রোজেন
b. অক্সিজেন ও হাইড্রোজেন
c. নাইট্রোজেন ও অক্সিজেন
d. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
উত্তর: c. নাইট্রোজেন ও অক্সিজেন।
২. বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
a. ট্রপোস্ফিয়ার
b. স্ট্রাটোস্ফিয়ার
c. মেসোস্ফিয়ার
d. থার্মোস্ফিয়ার
উত্তর: d. থার্মোস্ফিয়ার।
৩. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎ কে রক্ষা করে-
a. ট্রপোস্ফিয়ার
b. থার্মোস্ফিয়ার
c. ওজোনোস্ফিয়ার
d. ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর: c.ওজোনোস্ফিয়ার
৪. ওজোন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ করে
a. NO
b.NO২
c. CFC
d.CO
উত্তর: c. CFC
৫. প্রধান গ্রীন হাউস গ্যাসটি হল-
a. মিথেন
b. কার্বন ডাই অক্সাইড
c. নাইট্রোজেন
d. নাইট্রাস অক্সাইড
উত্তর: b. কার্বন ডাই অক্সাইড
৬. বায়োগ্যাসের প্রধান উপাদান হল-
a. মিথেন
b. হাইড্রোজেন
c. অক্সিজেন
d. অ্যাসিটিলিন
উত্তর: b. মিথেন।
৭. ওজনের একটি অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত?
a. ২
b. ৩
c. ৪
d. ৫
উত্তর: b. ৩
৮. Fire ice হল -
a. মিথেন হাইড্রেট
b. কার্বন মনোক্সাইড
c. ওজোন
d. পেট্রোল
উত্তর: a. মিথেন হাইড্রেট।
৯. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল-
a. ট্রপোস্ফিয়ার
b. স্ট্রাটোস্ফিয়ার
c. থার্মোস্ফিয়ার
d. মেসোস্ফিয়ার
উত্তর: d. মেসোস্ফিয়ার।
১০. নিচের কোন পদার্থটি সৌরকোশের মুখ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?
a. সিলিকন
b. তামা
c. নিকেল
d. আর্সেনিক
উত্তর: a. সিলিকন।
১১. বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটি হল -
a. ট্রপোপজ
b. মেসোপজ
c. থার্মোপজ
d. আয়োপজ
উত্তর: b. মেসোপজ।
১২. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের কোন স্তরে?
a. ট্রপোস্ফিয়ার স্তরে
b. মেসোস্ফিয়ার স্তরে
c. থার্মোস্ফিয়ার স্তরে
d. আয়োনোস্ফিয়ার স্তরে
উত্তর: d. আয়োনোস্ফিয়ার স্তরে।
১৩. সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হল-
a. পরিবহন
b. বিকিরণ
c. পরিচলন
d. কোনোটিই নয়
উত্তর: b. বিকিরণ।
১৪. বায়ুমণ্ডলের যে স্তরটি জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে সেটি হল-
a. ট্রপোস্ফিয়ার
b. থার্মোস্ফিয়ার
c. মেসোস্ফিয়ার
d. স্ট্রাটোস্ফিয়ার
উত্তর: ট্রপোস্ফিয়ার।
১৫. বায়ুমণ্ডলের যে অঞ্চলে কৃত্রিম উপগ্রহ থাকে সেটি হল-
a. স্ট্রাটোস্ফিয়ার
b. থার্মোস্ফিয়ার
c. এক্সোস্ফিয়ার
d. মেসোস্ফিয়ার
উত্তর: c. এক্সোস্ফিয়ার।
১৬. অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে?
a. এপ্রিল-জুন
b. সেপ্টেম্বর - নভেম্বর
c. জানুয়ারী-মার্চ
d. ডিসেম্বর - ফেব্রুয়ারি
উত্তর: b. সেপ্টেম্বর- নভেম্বর।
১৭. গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না?
a. দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন
b. ঋতুচক্রের পরিবর্তন
c. মেরু অঞ্চলের বরফের হ্রাস
d. মহাসাগরীয় স্রোতের পরিবর্তন।
উত্তর: a. দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন।
১৮. সূর্যের কোন রশ্মি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে?
a. বেতার তরঙ্গ
b. অতিবেগুনি রশ্মি
c. অবলোহিত রশ্মি
d. কোনোটিই নয়।
উত্তর: b. অতিবেগুনি রশ্মি।
১৯. নীচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
a. সূর্যালোক
b. কয়লা
c. বায়োগ্যাস
d. ইউরেনিয়াম
উত্তর: b. কয়লা।
২০. নীচের জীবাশ্ম জ্বালানি গুলির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি ?
a. কেরোসিন
b. ডিজেল
c. প্রাকৃতিক গ্যাস।
d. কয়লা।
উত্তর: c. প্রাকৃতিক গ্যাস।
২১. পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উৎস হল-
a. কয়লা
b. পেট্রোলিয়াম
c. প্রাকৃতিক গ্যাস
d. জোয়ারভাটার শক্তি
উত্তর: d. জোয়ারভাটার শক্তি।
২২. কোলবেড মিথেন পাওয়া যায় -
a. ওজোন স্তরে
b. কয়লা খনিতে
c. সমুদ্রে
d. CFC গ্যাসে।
উত্তর: কয়লা খনিতে।
২৩. কার্বন বিহীন একটি শক্তির উৎস হল-
a. কয়লা
b. ওয়াটার গ্যাস
c. পেট্রোল
d. সূর্যের আলো
উত্তর: d. সূর্যের আলো
২৪. নীচের কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
a. মিথেন গ্যাস
b. বায়োগ্যাস
c. হাইড্রোজেন গ্যাস
d. প্রাকৃতিক গ্যাস।
উত্তর: c. হাইড্রোজেন গ্যাস।
২৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল-
a. মিথেন
b. ইথেন
c. প্রোপেন
d. বিউটেন
উত্তর: a. মিথেন
২৬. LPG এর মূল উপাদান কোনটি?
a. মিথেন
b. বিউটেন
c. প্রোপেন
d. ইথেন
উত্তর: b. বিউটেন
২৭. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে?
a. অতিবেগুনি রশ্মি
b. অবলোহিত রশ্মি
c. দৃশ্যমান আলোক রশ্মি
d. গামা রশ্মি
উত্তর: b. অবলোহিত রশ্মি
২৮. বায়োমাস শক্তির উৎস নয় কোনটি?
a. গোবর
b. পারমাণবিক শক্তি
c. কাঠ
d. পশুর মলমূত্র
উত্তর: b. পারমাণবিক শক্তি
২৯. পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি?
a. সৌরশক্তি
b. বায়ু শক্তি
c. জোয়ার ভাটা শক্তি
d. খনিজ তেল
উত্তর: d. খনিজ তেল
৩০. পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি?
a . সৌরশক্তি
b. বায়োমাস শক্তি
c. জীবাশ্ম জ্বালানি
d. জোয়ার ভাটা শক্তি
উত্তর: c. জীবাশ্ম জ্বালানি।
৩১. সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়-
a. নির্জল কোশে
b. বৈদ্যুতিক মোটরে
c. সৌরকোশে
d. ডায়নামোতে
উত্তর: c. সৌরকোশে
৩২. মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হল-
a. মিথেন
b. ইথেন
c. অ্যাসিটিলিন
d. হাইড্রোজেন
উত্তর: a. মিথেন
৩৩. মিথেন হাইড্রেট থেকে কী পাওয়া যায়?
a. মিথেন গ্যাস
b. হাইড্রোজেন গ্যাস
c. বায়োগ্যাস
d. অ্যাসিটিলিন গ্যাস
উত্তর: a. মিথেন গ্যাস
৩৪. বায়ু শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে?
a. ভারতবর্ষ
b. আমেরিকা
c. জার্মানি
d. ইংল্যান্ড
উত্তর: c. জার্মানি
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী:
নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখ:
১. বায়ুর একটি গ্যাসীয় উপাদান হল ধূলিকণা
উত্তর: মিথ্যা।
২. বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড়বৃষ্টি হয় ।
উত্তর: মিথ্যা।
৩. বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে।
উত্তর: মিথ্যা।
৪. বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে।
উত্তর: সত্য।
৫. ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে।
উত্তর: মিথ্যা।
৬. কলকাতা অপেক্ষা দার্জিলিং- এ বায়ুর চাপ কম হয়।
উত্তর: সত্য।
৭. দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়।
উত্তর: সত্য।
৮. গ্রীনহাউস এফেক্টের জন্য দায়ী দুটি গ্যাস হল নাইট্রোজেন ও অক্সিজেন।
উত্তর: মিথ্যা।
৯. এভারেস্টের চূড়াগুলি বছরের একটা সময় বরফে ঢাকা থাকে।
উত্তর: মিথ্যা।
১০. সৌরকোশে বায়ুশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: মিথ্যা।
১১. জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে LPG এর তাপনমূল্য সবচেয়ে বেশি।
উত্তর: মিথ্যা।
১২. প্রাকৃতিক গ্যাস একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস।
উত্তর: মিথ্যা।
১৩. গ্রীন হাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধিই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ।
উত্তর: সত্য।
১৪. অতিবেগুনি রশ্মি ওজোনস্তরের ক্ষতি করে।
উত্তর: মিথ্যা।
১৫. জীবাশ্ম জ্বালানি মাত্রই জীব দেহ থেকে সৃষ্ট।
উত্তর: সত্য।
১৬. রেডিও তরঙ্গ মেসোস্ফিয়ার স্তর থেকে প্রতিফলিত হয়।
উত্তর: মিথ্যা।
শূন্যস্থান পূরণ করো।
১. পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত ______
চলেছে।
উত্তর: বেড়ে।
২. তাপন মূল্য বেশি হলে জ্বালানির গুণগত মান ________।
উত্তর: বাড়ে।
৩. বায়োগ্যাসের প্রধান উপাদান হল________।
উত্তর: মিথেন।
৪. মেসোস্ফিয়ারের উর্ধ্বসীমা হল________।
উত্তর: মেসোপজ।
৫. ওজোনস্তরের ঘনত্ব মাপা হয়_________এককে।
উত্তর: ডবসন।
৬. সৌরকোশ ________ জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়।
উত্তর: অর্ধপরিবাহী।
৭. বায়োফুয়েল হল _________থেকে উৎপন্ন জ্বালানি।
উত্তর: বায়োমাস।
৮. বায়োমাসের মধ্যে _________শক্তি সঞ্চিত থাকে।
উত্তর: রাসায়নিক।
৯. ভূতাপ শক্তির একটি উৎস হল_________।
উত্তর: আগ্নেয়গিরি।
১০. __________ জ্বালানির ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে।
উত্তর: জীবাশ্ম।
১১. _________ শক্তিকে কাজে লাগিয়ে উইন্ডমিলে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
উত্তর: বায়ু।
১২. বায়ুমণ্ডলের ____________স্তরে মেরুজ্যোতি দেখা যায়।
উত্তর: থার্মোস্ফিয়ার।
১৩. সূর্য থেকে তাপ___________পদ্ধতিতে পৃথিবীতে আসে।
উত্তর: বিকিরণ।
১৪. ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা তত ___________ থাকে।
উত্তর: কমতে।
১৫. রাতের বেলায়____________ বায়ু প্রবাহিত হয়।
উত্তর: স্থল ।
১৬. অক্সিজেনের অনু অতিবেগুনি রশ্মির ________ কণা দ্বারা বিয়োজিত হয়।
উত্তর: ফোটন।
১৭. একটি প্রধান গ্রীন হাউস গ্যাস হল________।
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
১৮. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের______ক্যান্সার হয়।
উত্তর: ত্বকে।
১৯. মিথেন হাইড্রেট থেকে _________ গ্যাস পাওয়া যায়।
উত্তর: মিথেন।
২০. বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ু কলে________ উৎপাদন করা হয়।
উত্তর: বিদ্যুৎ।
২১. বায়োগ্যাসের প্রধান উপাদান_____________।
উত্তর: মিথেন।
২২. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল_________।
উত্তর: মেসোস্ফিয়ার।
২৩. উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ___________।
উত্তর: কমে।
২৪. বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক একক হল_______________।
উত্তর: ডবসন।
২৫. ওজোন হলো _________ গ্যাসের রূপভেদ।
উত্তর: অক্সিজেন।
২৬. ওজোন গ্যাসের বর্ণ________________।
উত্তর: হালকা নীল।
২৭. সৌরকোশ সাধারণত___________ ধাতু দ্বারা তৈরি হয়।
উত্তর: সিলিকন।
নীচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও।
১. সৌর প্যানেলের দুটি ব্যবহার লেখ।
উত্তর: সৌর প্যানেলের দুটি ব্যবহার হলো-
১. সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে টিভি ,রেডিও ,জলের পাম্প পরিচালনা করা যায়।
২. সৌর কুকার এর সাহায্যে রান্না করা যায়।
২. জোয়ার ভাটা শক্তির ব্যবহারের দুটি অসুবিধা লেখ।
উত্তর: ১. জোয়ার ভাটা শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ব্যয় সাপেক্ষ।
২. জোয়ার ভাটা শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য বহু জলজ জীবের ক্ষতি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন