Breaking

শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান- আলো এর প্রশ্ন ও উত্তর ( Light in Bengali class- 10)

   আলো


বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর(MCQ)


১. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ-

     a. নির্দিষ্ট

     b. অসীম

Light
Light

     c. ধনাত্মক

      d.ঋণাত্মক

উত্তর:  b. অসীম।



২. নিচের কোন দর্পণে কোন বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার হয়?

     a. উত্তল দর্পণ

     b. অবতল দর্পণ

     c. সমতল দর্পণ

      d. কোনোটিই নয়

   উত্তর: a. উত্তল দর্পণ।



৩. কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে -

  a. ফোকাসে

   b. বক্রতা কেন্দ্রে

    c. বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মধ্যে

     d. অসীমে

উত্তর: c. বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মধ্যে



৪. কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে -

   a. অসীমে

   b. বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মধ্যে

   c. বক্রতা কেন্দ্রে

    d. ফোকাসে

উত্তর: a. অসীমে।



৫. নিচের কোন দর্পণে কোন বস্তুর বিবর্ধিত অসদবিম্ব গঠিত হতে পারে?

   a. উত্তল দর্পণ

    b. অবতল দর্পণ

    c. সমতল দর্পণ

     d. উত্তর বা অবতল দর্পণ

উত্তর:  b.অবতল দর্পণ



৬. বস্তু অপেক্ষা ছোট অসদবিম্ব গঠিত হয়-

   a. উত্তল দর্পণে

    b. অবতল দর্পণে

     c. সমতল দর্পণে

     d. কোনোটিই নয়

উত্তর: a. উত্তল দর্পণে



৭. নিচের কোন দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ?

   a. সমতল দর্পণ

   b. উত্তল দর্পণ

    c. অধিবৃত্তীয় দর্পণ

     d. অবতল দর্পণ

উত্তর : b. উত্তল দর্পণ



৮. মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

  a. সমতল দর্পণ

   b. উত্তল দর্পণ

    c. অবতল দর্পণ

     d. অধিবৃত্তীয় দর্পণ

উত্তর: d. অধিবৃত্তীয় দর্পণ



৯. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ  r এরমান হল-

  a. ০

  b.১০০ cm

   c. ২০০ cm

   d. অসীম

উত্তর: d. অসীম



১০. একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ১০ cm হলে ফোকাস দৈর্ঘ্য হবে-

  a. ১০ cm

  b. ৫ cm

   c. ২০ cm

    d. ১৫ cm

উত্তর: b. ৫ cm



১১. রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয় -

    a. সমতল দর্পণ

     b. অবতল দর্পণ

      c. উত্তল দর্পণ

      d. কোনোটিই নয়

উত্তর: b. অবতল দর্পণ



১২. দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহৃত হয় তা হল-

  a. উত্তল দর্পণ

  b. অবতল দর্পণ

  c. সমতল দর্পণ

   d. অধিবৃত্তাকার দর্পণ

উত্তর: b. অবতল দর্পণ



১৩. গোলীয় দর্পণের গৌণ ফোকাস এর সংখ্যা কত?

  a. একটি

  b. দুটি

   c. অসংখ্য

   d. 0

উত্তর: c. অসংখ্য



১৪. পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে ব্যবহার করা হয় -

   a. উত্তল দর্পণ

   b. অবতল দর্পণ

   c. অধিবৃত্তীয় দর্পণ

    d. সমতল দর্পণ

উত্তর: a. উত্তল দর্পণ



১৫. সুস্থ চোখের নিকট বিন্দুর চোখ থেকে দূরত্ব প্রায় 

   a. ২৫ cm

    b. ৫০ cm

    c.  ১০০ cm

     d. অসীমে

উত্তর: a. ২৫ cm



১৬. সুস্থ চোখের দূর বিন্দুর চোখ থেকে দূরত্ব 

      a. ২৫ cm

      b. অসীমে

      c. ১০০ cm 

       d. ৫০ cm

উত্তর: b. অসীমে



১৭. সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যায় এর কারণ ,আলোকের -

    a. বিচ্ছুরণ

    b. বিক্ষেপণ

    c. প্রতিফলন

    d. প্রতিসরণ

উত্তর : d. প্রতিসরণ



১৮. সূর্যাস্তের ঠিক পূর্বে সূর্যকে উপবৃত্তাকার দেখায়। এর কারণ আলোর-

    a. প্রতিফলন 

     b. প্রতিসরণ

     c. বিচ্ছুরণ

     d. বিক্ষেপণ

উত্তর: b. প্রতিসরণ



১৯. আলোকরশ্মির প্রতিসরণে নীচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে?

    a. তরঙ্গদৈর্ঘ্য

    b. বেগ

    c. কম্পাঙ্ক

     d. কোনোটিই নয়

উত্তর: c. কম্পাঙ্ক



২০. সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ?

  a. সবুজ

  b. বেগুনি

  c. লাল

   d. হলুদ

উত্তর: b. বেগুনি



২১. আলোকরশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করলে ওর তরঙ্গদৈর্ঘ্য -

  a. কমে যায়

  b. বেড়ে যায়

  c. একই থাকে

  d. কোনোটিই নয়

উত্তর: a. কমে যায়



২২. প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি ?

  a. লাল

  b. হলুদ

   c. বেগুনি

   d. সবুজ

উত্তর: c. বেগুনি



২৩. প্রিজমের প্রতিসারক তল

      a. একটি

      b. দুটি

       c. তিনটি

        d. পাঁচটি

উত্তর: b. দুটি



২৪.  কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না?

      a. তীর্যক আপতন

      b. লম্ব আপতন

      c. সমান্তরাল আপতন

      d. প্রতিফলন

উত্তর:  b. লম্ব আপতন



২৫. যেকোনো প্রিজমের প্রতিসারক কোণের মান সর্বদা 

    a. ধ্রুবক

     b. ধ্রুবক নয়

     c. ধ্রুবক হতেও পারে , নাও পারে

      d. কোনাটিই নয়

উত্তর: a. ধ্রুবক



২৬. পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কোণ নির্ভর করে না-

a. আপতন কোণের উপর

b. মাধ্যমের প্রতিসরাঙ্ক  এর উপর

c. সংকট কোণের উপর

d. প্রিজমের প্রতিসরাঙ্ক এর উপর

উত্তর: a. আপতন কোণের উপর



২৭. জলের মধ্যে বায়ু বুদবুদ কীসের মত আচরণ করে?

      a. অভিসারী লেন্স

       b. অপসারী লেন্স

       c. সমান্তরাল কাচের ফলক

        d. কোনাটিই নয়

 উত্তর: b. অপসারী লেন্স



২৮. একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব হল-

       a. 0

        b. ১০০ cm

         c.  ২০০ cm

          d. অসীম

  উত্তর: d. অসীম



২৯. কাচ নির্মিত কোন লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়?

      a. বৃদ্ধি পায়

      b. কমে যায়

      c. অপরিবর্তিত থাকে

      d. কোনোটিই নয়

  উত্তর:    a. বৃদ্ধি পায়



৩০. চোখের মধ্যে কত পরিমান আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে

     a. কর্নিয়া

      b. মনি

       c. কনীনিকা

         d. রেটিনা

  উত্তর: c. কনীনিকা



৩১. দীর্ঘ দৃষ্টি ত্রুটিসম্পন্ন চোখের ক্ষেত্রে দূরের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় 

        a. রেটিনার সামনে

         b. রেটিনার ওপর

         c. রেটিনার পিছনে

          d. অন্ধবিন্দুতে

উত্তর: c. রেটিনার পিছনে



৩২. দীর্ঘ দৃষ্টি ত্রুটি অপসারণ করতে হলে প্রয়োজন-

        a. উত্তল লেন্স

        b. অবতল লেন্স

         c. বাইফোকাল লেন্স

         d.  টরিক লেন্স

উত্তর: a. উত্তল লেন্স



৩৩. স্বল্প দৃষ্টির কারণ

       a. অক্ষিগোলকের আকার বৃদ্ধি

        b. অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি

         c. অক্ষিগোলকের আকার হ্রাস

          d. বায়ো বৃদ্ধি

    উত্তর : a. অক্ষিগোলকের আকার বৃদ্ধি



৩৪. মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয়, সেটি হল

   a. অক্ষিগোলক

    b. অক্ষি লেন্স

    c. অন্ধবিন্দু

     d. রেটিনা

  উত্তর: d. রেটিনা



৩৫. লেন্সের  f  সংখ্যা হল

      a. লেন্সের উন্মেষ এর ব্যাস

       b. লেন্সের ফোকাস দৈর্ঘ্য

       c. লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও লেন্সের উন্মেষ এর ব্যাসের অনুপাত

         d . কোনোটিই নয়

উত্তর: c. লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও লেন্সের উন্মেষ এর ব্যাসের অনুপাত।



৩৬. রামধনুতে আলোকের

       a. শুধু বিচ্ছুরণ ঘাটে

       b. শুধু প্রতিসরণ ঘটে

        c. বিচ্ছুরণ ও প্রতিফলন ঘটে

          d. বিচ্ছুরণ ,প্রতিফলন ও প্রতিসরণ ঘটে

উত্তর: d. বিচ্ছুরণ, প্রতিফলন এবং প্রতিফলন ঘটে।


৩৭.  দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ আলোর-

   a. বিক্ষেপণ

    b. প্রতিফলন

    c. প্রতিসরণ

     d. বিচ্ছুরণ

 উত্তর: a. বিক্ষেপণ



৩৮. নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার?

     a. মাইক্রোওয়েভ

     b. রেডিও তরঙ্গ

     c. অতিবেগুনি রশ্মি

      d. X রশ্মি

উত্তর: b. রেডিও তরঙ্গ



 ৩৯. আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্বের জনক

         a. ম্যাক্স প্লাঙ্ক

          b. ম্যাক্সওয়েল

          c. নিউটন

           d. হাইগেনস

উত্তর: b. ম্যাক্সওয়েল



৪০. নীল কাচের মধ্য দিয়ে একটি লাল রঙের ফুলকে দেখায়

    a. লাল

     b. নীল

      c. বেগুনি

       d. কালো

উত্তর: d. কালো






অতিসংক্ষিপ্ত  উত্তরভিত্তিক প্রশ্নাবলী

.  দু-একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও


১. আলো কী ধরনের তরঙ্গ?

উত্তর: তীর্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।



২. কোন গোলীয় দর্পণকে  অপসারী দর্পণ বলে- অবতল না উত্তল?

উত্তর: অবতল দর্পণ।



৩. একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে ওর ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে?

উত্তর: না, অপরিবর্তিত থাকবে। কারণ দর্পণের ফোকাস দৈর্ঘ্য বাহ্যিক মাধ্যমের ওপর নির্ভর করে না।



৪. মোটর গাড়ির চালক তার পিছনের গাড়ি গুলিকে দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?

উত্তর: উত্তল দর্পণ।



৫. গোলীয় দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়?

উত্তর: অসীমে।



৬. মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর: অধিবৃত্তীয় দর্পণ



৭. দাড়ি কামানোর সময় কীরূপ গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর: অবতল দর্পণ



৮. অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে?

উত্তর: বক্রতা কেন্দ্রে


৯. সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত?

উত্তর: অসীম।



১০. বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে?

উত্তর:  ১ এর সমান হবে।


 

১১. কোন বর্ণের প্রতিসরাঙ্ক কোন নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক  ?

উত্তর: বেগুনি বর্ণের



১২. আলোর যখন প্রতিসরণ হয় তখন ওর কম্পাঙ্কের কী হয়?

উত্তর: কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে।



১৩. আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ ঘটে কেন?

উত্তর: আলোক রশ্মির বেগ পরিবর্তনের জন্য প্রতিসরণ ঘটে।



১৪. শূণ্যস্থানের পরম প্রতিসরাঙ্ক কত?

উত্তর: শূণ্যস্থানের পরম প্রতিসরাঙ্ক ১।



১৫. একটি আলোকরশ্মি  কাচের ফলকে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত?

উত্তর: প্রতিসরণ কোণ 0।



১৬. হীরক ও কাঁচের মধ্যে কার প্রতিসরাঙ্ক ও বেশি?

উত্তর: হীরকের প্রতিসরণাঙ্ক  বেশি।



১৭. লেন্সকে বায়ু থেকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে কী?

উত্তর: হ্যাঁ, ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হবে।



১৮. জলের ভিতরে উৎপন্ন বায়ু বুদবুদ অভিসারী না অপসারী লেন্স এর মত আচরণ করে?

উত্তর: অপসারী লেন্সের মত আচরণ করে।



১৯. কোন লেন্স সর্বদা অসদ বিম্ব গঠন করে?

উত্তর: অবতল লেন্স।



২০. বিবর্ধক কচে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়?

উত্তর: উত্তল লেন্স।



২১. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?

উত্তর: উত্তল লেন্স।



২২. লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি?

উত্তর: দুটি।



২৩. সুস্থ ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত?

উত্তর: ২৫ সেমি।


২৪. মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তর: রেটিনাতে।



২৫. ক্যামেরায় কিসের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়?

উত্তর: ডায়াফ্রামের  সাহায্যে।



২৬. চোখের রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে ?

উত্তর: অপটিক স্নায়ু।



২৭. আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও।

উত্তর: রামধনু।



২৮. সাদা আলো কী ধরনের আলো ?

উত্তর: বহুবর্ণী আলো।



২৯. তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বিজ্ঞানী ম্যাক্সওয়েল।



৩০. X রশ্মির একটি ব্যবহার লেখ।

উত্তর: ভাঙ্গা হাড়ের ফটোগ্রাফিতে X রশ্মি ব্যবহৃত হয়।



৩১. চাঁদের আকাশ দিনের বেলায় কী রঙের দেখায়?

উত্তর: কালো।




৩২. মৌলিক বর্ণ কোনগুলি?

উত্তর: সবুজ , লালনীল



৩৩. বিপদ সংকেত হিসেবে কোন রং ব্যবহার করা হয়?

উত্তর : লাল



৩৪. দিনের আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য?

উত্তর: বিক্ষেপণের  জন্য।



৩৫. মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

উত্তর: উত্তল দর্পণ।


 ৩৬. প্রিজমের তল সংখ্যা কয়টি ?

উত্তর : পাঁচটি।


৩৭. কাচের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয় ?

উত্তর : লাল।


৩৮. হলুদ বর্ণের পরিপূরক বর্ণটি কী ?

উত্তর: গাঢ় নীল।


৩৯. চোখের কর্নিয়া সংরক্ষনে কী ব্যবহৃত হয় ?

উত্তর: নাইট্রোজেন।


৪০. তরঙ্গ দৈর্ঘ্যের SI এককটি লেখ।

উত্তর : মিটার।



শূন্যস্থান পূরণ করো : 


. সমান্তরাল কাচ ফলকের ফোকাস দৈর্ঘ্য------

উত্তর : অসীম।


২. গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের  দূরত্বকে দর্পণটির------ বলে।

উত্তর : ফোকাস দূরত্ব।


৩.  প্রতিসরণের ------ সূত্রকে স্নেলের সূত্র বলা হয়।

উত্তর : দ্বিতীয়।


৪. জলে তীর্যকভাবে ডোবানো একটি পেন্সিলকে উপর থেকে দেখলে বাঁকা লাগে আলোর --------- এর জন্য।

উত্তর : প্রতিসরণ।



৫.  জল থেকে কাচে প্রবেশ করলে আলোর বেগ----- যায়।

উত্তর : কমে।


৬. --------- চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটায়।

উত্তর : সিলিয়ারি পেশি।


৭. ---------- চোখে আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে।

উত্তর: আইরিস।


৮. ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়----- লেন্স।

উত্তর : উত্তল।



৯. রেটিনার সবচেয়ে সুবেদী অংশের নাম------- কোশ।

উত্তর : রড।


১০. সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে----------- দেখায়।


উত্তর: ডিম্বাকৃতি।


১১. প্রিজমের মধ্য দিয়ে -------- আলো পাঠালে বিচ্ছুরণ হয় না।

উত্তর : একবর্ণী।


১২. কমলা ও -----------  কে বলা হয় পরস্পরের পরিপূরক বর্ণ।

উত্তর : নীল।


১৩. ভাঙা হাড়ের ছবি তুলতে ব্যবহৃত হয়-------।

উত্তর: X রশ্মি।


১৪. আলোর বিচ্ছুরণ ঘটনাটি প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী-------।

উত্তর: নিউটন।


১৫. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রথম উৎপাদন করেন-----

উত্তর : হাইনরিখ চার্জ।


১৬. একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য-------------

উত্তর : বেড়ে যায়।


১৭. আকাশের নীলিমার কারণ হল আলোর--------

উত্তর: বিক্ষেপণ।


১৮. আলোক রশ্মি লেন্সের------ দিয়ে গেলে রশ্মিটির  চ্যুতি হয় না।

উত্তর : আলোককেন্দ্র।


১৯. উত্তল লেন্সে বস্তু অসীমে থাকলে, প্রতিবিম্ব----- অবস্থান করে।

উত্তর: ফোকাসে।


২০. লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোজী সরলরেখাকে লেন্সটির--------বলে।

উত্তর : প্রধান অক্ষ।




 










২টি মন্তব্য: