Breaking

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান-চলতড়িৎ এর প্রশ্ন উত্তর(current Electricity in Bengali Class-10)

Current Electricity
Current Electricity

                          চলতড়িৎ

বহুবিকল্প ভিত্তিক প্রশ্নাবলী(MCQ)

১. তড়িদাধানের  SI  একক হল

       a. ওহম

       b. ভোল্ট

       c. কুলম্ব

       d.  ওয়াট

 উত্তর: c. কুলম্ব



২. পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে-

     a. নিউট্রন

     b. প্রোটন

     c. ইলেকট্রন

     d. কোনোটিই নয়

উত্তর: c. ইলেকট্রন



৩. দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে -

     a. দ্বিগুণ

     b. চারগুণ

     c. অর্ধেক

     d. এক-চতুর্থাংশ

উত্তর: d. এক-চতুর্থাংশ



৪. তড়িৎ বিভবের একক

    a. ভোল্ট

    b. কুলম্ব

    c. ওহম

     d. অ্যাম্পিয়ার

উত্তর:  a. ভোল্ট



৫. বিভবপার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

    a. অ্যামিটার

    b. ভোল্টমিটার

    c. থার্মোমিটার

    d. গ্যালভানোমিটার

উত্তর: b. ভোল্টমিটার



৬. প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎআধানের পরিমাপকে বলে?

    a. রোধ

     b. তড়িৎ প্রবাহমাত্রা

      c. তড়িৎ বিভব

       d. তড়িৎচালক বল

উত্তর: b. তড়িৎ প্রবাহমাত্রা


 

৭. ওহমের সূত্র মেনে চলে

     a. অর্ধপরিবাহী

      b. ডায়োড

       c. ট্রায়োড

        d. ধাতব পরিবাহী

উত্তর: d. ধাতব পরিবাহী



৮. একটি  অ- ওহমীয় রোধকের উদাহরণ হল

       a. কার্বন রোধক

       b. তামার তার

        c. টাংস্টেন তার

        d. ডায়োড

উত্তর: d. ডায়োড



৯. ফিউজ তার কোন ধাতুর তৈরি?

    a. সিসা

    b. টিন

    c. টিন ও সিসার সংকর ধাতু

    d. তামা ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু

উত্তর: c. টিন ও সিসার সংকর ধাতু 



১০. ইলেকট্রিক বাল্বের কুণ্ডলীটি  কি দিয়ে তৈরি?

      a. অভ্র

      b. নাইক্রোম

      c. টাংস্টেন

      d. ফায়ার ক্লে

উত্তর: c. টাংস্টেন



১১. হিটারের কুন্ডলীতে ব্যবহৃত ধাতুটি হল

       a. নাইক্রোম

        b. টাংস্টেন

        c. অ্যালুমিনিয়াম

        d. রুপা

  উত্তর: a. নাইক্রোম



১২. ইলেকট্রিক হিটার, ইস্ত্রি কাজ করে

         a. এসি প্রবাহে

          b. ডিসি প্রবাহে

           c. এসি ও ডিসি উভয় প্রবাহে

           d. কোনোটিই নয়

উত্তর: c. এসি ও ডিসি উভয় প্রবাহে



১৩. কিলোওয়াট ঘন্টা  দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হল-

      a. তড়িৎ শক্তি

       b. তড়িৎ ক্ষমতা

       c. তড়িৎ প্রবাহমাত্রা

        d. তড়িদাধান

উত্তর: a. তড়িৎ শক্তি



১৪. বৈদ্যুতিক যন্ত্রের গায়ের স্টার চিহ্ন নির্দেশ করে-

         a. ভোল্টেজ রেটিং

         b.  ওয়াট রেটিং

          c. এনার্জি রেটিং

           d. কোনোটিই নয়

উত্তর: c. এনার্জি রেটিং।



১৫. রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে

         a. বিভবপ্রভেদ

          b. তড়িৎ প্রবাহমাত্রা

           c. ওহম

            d. কোনোটিই নয়

  উত্তর: b. তড়িৎ প্রবাহমাত্রা



১৬. আর্থিং তারের বর্ণ হয়

      a. সবুজ বা হলুদ

      b. কালো বা হালকা নীল

      c. বাদামি

       d. বেগুনি

উত্তর: a. সবুজ বা হলুদ



১৭. বাড়ির বৈদ্যুতিক লাইন কোন সমবায়ে যুক্ত করা হয়-

        a. শ্রেণী সমবায়

         b. সমান্তরাল সমবায়

          c. যেকোনো সমবায়

          d. কোনোটিই নয়

উত্তর: b. সমান্তরাল সমবায়



১৮. ফিউজ যুক্ত থাকে

    a. লাইভ তারে

    b. আর্থ তারে

    c. নিউট্রাল তারে

     d. লাইভ বা নিউট্রাল তারে

উত্তর: a. লাইভ তারে



১৯. একটি অ-ওহমীয় পরিবাহী হল 

      a. কপার

      b. কার্বন

      c. সিলিকন

      d. জিংক

উত্তর: c. সিলিকন



 ২০. গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটি সঙ্গে যুক্ত থাকে?

       a. আর্থ লাইন

       b. লাইভ লাইন

       c. নিউট্রাল লাইন

        d. লাইভ ও নিউট্রাল উভয় লাইন

উত্তর: b. লাইভ লাইন।



২১. নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়?

     a. পরিবাহী

     b. অর্ধপরিবাহী

     c. অতিপরিবাহী

     d. অন্তরক

উত্তর: b. অর্ধপরিবাহী



২২. আর্থ তার ব্যবহার করা হয়-

      a. বর্তনী সংযোগ সম্পূর্ণ করার জন্য

      b. নিরাপত্তার জন্য

      c. প্রবাহমাত্রা কমানোর জন্য

       d. ভোল্টেজ বাড়ানোর জন্য

উত্তর: b. নিরাপত্তার জন্য।



২৩. সুইচকে যুক্ত করা হয়-

       a. লাইভ তারে

       b. নিউট্রাল তারে

       c. আর্থ তারে 

       d. আর্থ তার অথবা নিউট্রাল তারে

উত্তর: a. লাইভ তারে



২৪. বার্লোর চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত?

      a. দক্ষিণ মুষ্টি নীতি

      b. ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম

      c. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম

      d. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম

উত্তর: c .ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম।



২৫. আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে?

      a. দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম

       b. ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম

       c. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম

        d. লেঞ্জের সূত্র

উত্তর: d. লেঞ্জের সূত্র



২৬. লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায়

        a. আবিষ্ট তড়িচ্চালক বলের মান

        b. আবিষ্ট প্রবাহের মান

        c. আবিষ্ট প্রবাহের অভিমুখ

        d. আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ

উত্তর: c. আবিষ্ট প্রবাহের অভিমুখ



২৭. বার্লোরচক্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ানো হলে, ঘূর্ণন বেগ

     a. বাড়ে

     b. কমে

     c. অপরিবর্তিত থাকে

     d. কখনও বাড়ে কখনও কমে

উত্তর: a.বাড়ে।



২৮. অতিপরিবাহীর রোধাঙ্কের  মান কত 

       a. অসীম

       b. 0

       c. ১

        d. -১

উত্তর: b. 0



২৯. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায়

      a. বৈদ্যুতিক জেনারেটরে

      b. বৈদ্যুতিক মোটরে

      c. ট্রান্সফরমারে

      d. বৈদ্যুতিক পাখা

উত্তর: a. বৈদ্যুতিক জেনারেটরে



৩০. লেঞ্জের সূত্র কোন নীতিটির থেকে পাওয়া যায়?

     a. শক্তির সংরক্ষণ

      b. ভরের সংরক্ষণ

      c. ভরবেগের সংরক্ষণ

       d. আধানের সংরক্ষণ

উত্তর: a. শক্তির সংরক্ষণ



৩১. উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির?

      a. রুপো

      b. ক্রোমিয়াম

      c. জার্মেনিয়াম

       d. কাচ

উত্তর: c. জার্মেনিয়াম



৩২. উষ্ণতা বৃদ্ধিতে কোন একসময় রোধাঙ্ক  শূন্য হয়

      a. পরিবাহীর

       b. অন্তরকের

       c. অর্ধপরিবাহীর

       d. অতিপরিবাহীর

উত্তর: d. অতি পরিবাহীর


অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

    এককথায় উত্তর দাও:


১. পরিবাহীর মধ্য দিয়ে কে তড়িৎ পরিবহন করে?

  উত্তর: পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে।


২. আধানের ব্যবহারিক একক লেখ।

উত্তর: আধানের ব্যবহারিক একক কুলম্ব।



৩. তড়িৎবিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: তড়িৎবিভব স্কেলার রাশি।



৪. তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর: তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে।


৫. তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী?

উত্তর: তড়িৎচালক বলের ব্যবহারিক একক ভোল্ট।



৬. তড়িৎচালক বল ভেক্টর না স্কেলার রাশি?

উত্তর: তড়িৎচালক বল স্কেলার রাশি।



৭. তড়িৎচালক বলের দুটি উৎসের নাম লেখ।

উত্তর: তড়িৎচালক বলের দুটি উৎস হল- ডায়নামো ও তড়িৎকোশ।


৮. পৃথিবীর বিভব কত?

উত্তর: পৃথিবীর বিভব শূন্য।



৯. তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক কী?

উত্তর: তড়িৎ প্রবাহমাত্রা ব্যবহারিক একক  অ্যাম্পিয়ার


১০. তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর: তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয় অ্যামিটারের সাহায্যে।



১১. ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও।

উত্তর: সমস্ত ধাতব পরিবাহী হল ওহমীয় পরিবাহী।


১২. রোধের ব্যবহারিক একক কী?

উত্তর: রোধের ব্যবহারিক একক ওহম



১৩. পরিবাহিতা কী?

উত্তর: রোদের অনোন্যক রাশি হল পরিবাহিতা।


১৪. পরিবাহিতার এস আই একক কী?

উত্তর: পরিবাহিতার এস আই একক মো।



১৫. বৈদ্যুতিক পরিবাহিতাঙ্কের একক কী?

উত্তর: বৈদ্যুতিক পরিবাহিতাঙ্কের একক মো- মিটার। 



১৬. এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কী?

উত্তর: এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম -মিটার । 



১৭. এমন একটি পদার্থের নাম করো যার উপর চাপ বাড়ালে রোধ কমে?

উত্তর: কার্বন গুঁড়োর উপর চাপ বাড়ালে রোধ কমে। 



১৮. এমন একটি ধাতুর নাম করো যার উপর আলো পড়লে রোধ কমে যায়?

উত্তর: সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়। 



১৯. বৈদ্যুতিক হিটারে কোন ধরনের তার ব্যবহার করা হয়?

উত্তর: বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়।


২০. নাইক্রোম কী?

উত্তর: নাইক্রোম হলো আয়রন, ক্রোমিয়াম ও নিকেলের সংকর ধাতু। 



২১. ফিউজ তারের বৈশিষ্ট্য কী?

উত্তর: ফিউজ তারের বৈশিষ্ট্য হবে গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি। 



২২. একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়?

উত্তর: ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 



২৩. ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক?

উত্তর: ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। 



২৪. সুইচ কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: সুইচ বর্তনীতে তড়িৎ সংযোগ ও বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়। 



২৫. থ্রি পিন প্লাগে কোন পিনটিকে তুলনামূলক মোটা করা হয়?

উত্তর: আর্থ পিনটিকে তুলনামূলকভাবে মোটা করা হয়। 



২৬. লাইভ তার কী রঙের হয়?

উত্তর: লাইভ তার লাল বা বাদামি বর্ণের হয়। 



২৭. ফিউজ তারকে মূলবর্তনীর সঙ্গে কীভাবে সংযোগ করা হয়?

উত্তর: ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 



২৮. ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটে?

উত্তর: ডায়নামোতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। 


শূন্যস্থান পূরণ করো :

১. তড়িৎচালক বল হল ---------

উত্তর: বিভব-প্রভেদের কারণ।


২. দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ-------------

উত্তর: বৃদ্ধি পায়।


৩. পরিবাহীর পরিবাহিতার এস আই একক--------

উত্তর: মো।


৪. ১ ওয়াট- ঘন্টা  = ___________জুল

উত্তর: ৩৬০০ জুল।



৫. LED এর সম্পূর্ণ নাম হল________

উত্তর: লাইট  এমিটিং ডায়োড



৬. ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ_______পায়।

উত্তর: হ্রাস পায়।



৭. নাইক্রোম হলো লোহা, নিকেল ও ________এর সংকর ধাতু।

উত্তর: ক্রোমিয়াম



৮. বিসমাথ ধাতুকে চৌম্বকক্ষেত্রে রেখে ক্ষেত্রের তীব্রতা বৃদ্ধি করলে রোধ_______পায়।

উত্তর: বৃদ্ধি 



৯. ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়______

উত্তর: আবিষ্ট তড়িচ্চালক বল।



১০. লাইভ ও নিউট্রাল তারের মধ্যে বিভব পার্থক্য হয়_______

উত্তর: ২২০ ভোল্ট



১১. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী ______অভিমুখ নির্দেশ করে।

উত্তর: চৌম্বক ক্ষেত্রের।



১২. উষ্ণতা বৃদ্ধি পেলে ধাতব পরিবাহীর রোধ_______

উত্তর: বাড়ে।


১৩. একটি অর্ধপরিবাহীর নাম হল ----------

উত্তর : সিলিকন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন