Breaking

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান-পদার্থের গঠন এর প্রশ্ন ও উত্তর(the Structure of matter in Bengali class 8)

The structure of matter
The structure of matter

                       পদার্থের গঠন    

সঠিক উত্তরটি নির্বাচন করো:


১. নিচের কোনটির সংখ্যার ওপর পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে?

a. প্রোটন

b. নিউট্রন

c. ইলেকট্রন

d. সবকটি

উত্তর: a. প্রোটন



২. পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণাটি হল-

a. নিউট্রন

b. ইলেকট্রন

c. প্রোটন

d. কোনোটিই নয়

উত্তর: b. ইলেকট্রন



৩.  নিউট্রন একটি

a. ধনাত্মক আধান বিশিষ্ট কনিকা

b. ঋণাত্মক আধানে বিশিষ্ট কনিকা

c. নিস্তড়িত কণিকা

d. কোনোটিই নয়

উত্তর: c. নিস্তড়িত কণিকা



৪. পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিচের কোনটির সংখ্যার তারতম্যের জন্য?

a. প্রোটন

b. নিউট্রন

c. ইলেকট্রন

d. কোনোটিই নয়

উত্তর: b. নিউট্রন



৫. পরমাণুতে সমসংখ্যায় থাকে-

a. ইলেকট্রন ও নিউট্রন

b. প্রোটন ও নিউট্রন

c. ইলেকট্রন ও প্রোটন

d. প্রোটন ,ইলেকট্রন ,নিউট্রন

উত্তর: c. ইলেকট্রন ও প্রোটন



৬. বেশিরভাগ আয়নীয় যৌগগুলি সাধারণত-

a. তরল পদার্থ

b. কেলাসাকার কঠিন পদার্থ

c. গ্যাসীয় পদার্থ

d. অনিয়তাকার কঠিন পদার্থ

উত্তর: b. কেলাসাকার কঠিন পদার্থ



৭. গলিত Nacl এর দ্রবণে তড়িৎ পরিবহন করে-

a. ইলেকট্রন

b. আয়ন

c. প্রোটন

d. নিউট্রন

উত্তর: b. আয়ন



৮. ম্যাগনেসিয়াম অক্সাইড এর সংকেত

a.Mgo

b. Mg2O

c.MgO2

d. Mg3O2

উত্তর: a.Mgo



৯. পদার্থের যে অবস্থায় নির্দিষ্ট আকার থাকে না কিন্তু আয়তন থাকে ,সেটি হল-

a. কঠিন

b. তরল

c. গ্যাসীয়

d. কোনোটিই নয়

উত্তর: b. তরল



১০. Atomos নামকরণ করেন

a. অ্যাভোগাড্রো

b. ডেমোক্রিটাস

c. নিউটন

d. রাদারফোর্ড

উত্তর: b. ডেমোক্রিটাস



১১. নিউক্লিয় বল ক্রিয়াশীল হয় -

a. প্রোটন ও নিউট্রনের মধ্যে

b. ইলেকট্রন ও প্রোটনের মধ্যে

c. নিউট্রন ও ইলেক্ট্রনের মধ্যে

d. কোনোটিই নয় 

উত্তর: a. প্রোটন ও নিউট্রনের মধ্যে



১২. ১৮১১ খ্রিস্টাব্দে ডালটনের পরমাণুবাদের ত্রুটি সংশোধন করেন-

a. অ্যাভোগাড্রো

b. ডেমোক্রিটাস

c. আইজ্যাক নিউটন

d. থমসন

উত্তর: a. অ্যাভোগাড্রো



১৩. হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপটি হল-

a. সক্রিয় হাইড্রোজেন

b. প্রোটিয়াম

c. ডয়টেরিয়াম

d.  ট্রিটিয়াম

উত্তর: d.  ট্রিটিয়াম



১৪. নিউট্রন কণার আবিষ্কারক

a. রাদারফোর্ড

b  স্যাডউইক

c. নিউট্রন

d. আইনস্টাইন

উত্তর: স্যাডউইক


শূন্যস্থান পূরণ করো:


১. পরমাণুর বেশিরভাগ অংশ_________

উত্তর: ফাঁকা।




২. নিউক্লিয়াসে উপস্থিত_____এবং______সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলে।

উত্তর: প্রোটন, নিউট্রন



৩. নিউক্লিয়াসের ব্যাস এর তুলনায় পরমাণুর ব্যাস প্রায়________  _______গুণ বেশি।

উত্তর: এক, লক্ষ



৪. কঠিন পদার্থের মধ্যে অণু-পরমাণুরা যেখানে আছে সেখান থেকেই কিছুটা______পারে।

উত্তর: কাঁপতে



৫. _______ পদার্থের মধ্যে অনুদের চলাচলের স্বাধীনতা______চেয়ে একটু বেশি।

উত্তর: তরল, কঠিনের



৬. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম______

উত্তর: পরমাণু



৭. পরমাণুর নিউক্লিয়াসের আধান হলো_____প্রকৃতির।

উত্তর: ধনাত্মক



৮. ইথিলিন যৌগে কেন্দ্রীয় পরমাণু হল______

উত্তর: কার্বন



৯. ______ হল একটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল।

উত্তর: আয়রন



১০. তরলকে উত্তপ্ত করলে তরলের অনুদের______ক্রমশ বাড়তে থাকে।

উত্তর: গতিশক্তি



১১. সূর্যের কেন্দ্রে উপস্থিত প্লাজমার উষ্ণতা প্রায়________ডিগ্রী সেলসিয়াস।

উত্তর: 1 কোটি



১২. _______অবস্থায় খাদ্য লবণের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো যায়।

উত্তর: গলিত



১৩. _______ যৌগে অণুর অস্তিত্ব প্রমাণিত হয়েছে।

উত্তর: সমযোজী



১৪. ______পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই।

উত্তর: প্রোটিয়াম



১৫. গ্রিক শব্দ______ এর মানে 'যাকে আর ভাঙ্গা যায় না'।

উত্তর: atoms



১৬. প্রোটন ও নিউট্রন কণা ইলেকট্রনের চেয়ে প্রায়__________গুণ ভারী

উত্তর: ২০০০



১৭. ________খ্রিষ্টাব্দে রাদারফোর্ড পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট কণার নাম দেন______।

উত্তর: ১৯২০, প্রোটন



১৮. প্রোটন ও নিউট্রনের ভর প্রায়______

উত্তর: সমান



১৯. যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের______বলে।

উত্তর: আইসোটোপ



২০. পদার্থের চতুর্থ অবস্থাটিকে বলা হয়________।

উত্তর: প্লাজমা


২১. _________ যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব থাকে না।

উত্তর: আয়নীয়



২২. মৌল অনুর কল্পনা করেন________।

উত্তর: অ্যাভোগাড্রো



২৩.Mgo একটি________যৌগ।

উত্তর: আয়নীয়


২৪. রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা________ _______ অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে।

উত্তর: পূর্ণ সংখ্যার, সরল।


সত্য-মিথ্যা নির্বাচন করো:

১. ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কনিকা।

উত্তর: সত্য।



২. বিজ্ঞানী নিলস বোর প্রোটন আবিষ্কার করেন

উত্তর: মিথ্যা।



৩. নিউক্লিয় বল প্রোটন এবং নিউট্রন এর মধ্যে ক্রিয়াশীল।

উত্তর: সত্য।



৪. দাঁড়িপাল্লা দিয়ে পরমাণুদের ওজন সরাসরি মাপা যায়।

উত্তর: মিথ্যা।



৫. গ্যাসীয় এবং তরল অবস্থায় অনুরা থেমে থাকে।

উত্তর: মিথ্যা



৬. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।

উত্তর: সত্য।



৭. সূর্য এবং তারাদের প্রধান উপাদান প্লাজমা।

উত্তর: সত্য।



৮. বণ্ড মানেএকজোড়া ইলেকট্রন

উত্তর: সত্য।



৯. আর্সেনিক যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই।

উত্তর: সত্য



১০. জল একটি আয়নীয় যৌগ।

উত্তর: মিথ্যা



১১. পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কনা হল প্রোটন

উত্তর: মিথ্যা



১২. ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে মোট চার্জ 0।

উত্তর: সত্য



১৩. কোন মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সমান।

উত্তর: সত্য



১৪. ১৮০৮ খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো অনুর কল্পনা করলেন।

উত্তর: মিথ্যা।



দুই এক কথায় উত্তর দাও: 


১. পরমানুর ধারনা প্রথম দেন কে?

উত্তর: গ্রিক দার্শনিক লিউসিপ্পাস এবং তার ছাত্র ডিমোক্রিটাস।



২. কোন ভারতীয় দার্শনিক সর্বপ্রথম পরমাণু অস্তিত্বের কথা বলেছিলেন?

উত্তর: ভারতীয় দার্শনিক কণাদ।



৩. কত খ্রিস্টাব্দে ডালটন পরমাণুবাদ প্রকাশ করেন?

উত্তর: ১৮০৮ খ্রিস্টাব্দে ডালটন পরমাণুবাদ প্রকাশ করেন।



৪. কোন বিজ্ঞানী প্রথম অনুর কল্পনা করেন?

উত্তর: বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম অনুর কল্পনা করেন।



৫. নিউট্রন কণাটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

উত্তর: বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন।


৬. পরমাণুর কণিকা তিনটির মধ্যে সবচেয়ে ভারী কনা কোনটি?

উত্তর: নিউট্রন কণা সবচেয়ে ভারী।



৭. পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণিকা থাকে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে



৮. কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই?

উত্তর: সাধারণ  হাইড্রোজেন এর পরমাণুতে নিউট্রন নেই।



৯. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?

উত্তর: প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা।



১০. কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্প হওয়াকে কী বলে?

উত্তর: উর্ধ্বপাতন বলে।



১১. হাইড্রোজেন এর যোজ্যতা কত?

উত্তর: হাইড্রোজেনের যোজ্যতা এক।



১২. পরমাণুতে প্রোটন কণার অস্তিত্ব প্রমাণ করেন কে?

উত্তর: পরমাণুতে প্রোটন কণার অস্তিত্ব প্রমাণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড।



১৩. কয়েকটি কঠিন পদার্থের নাম লেখ যাদের তরল অবস্থা দেখা যায় না?

উত্তর: ন্যাপথালিন ,কর্পূর ,আয়োডিন ইত্যাদি



১৪. পরমাণুর প্রায় সমস্ত  ভরই পরমাণুর কোন অংশ অবস্থান করেন?

উত্তর: পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে পরমাণুর প্রায় সমস্ত ভর অবস্থান করে।



১৫. কোন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে?

উত্তর: কঠিন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে।



১৬. সূর্য এবং তারাদের উপাদানগুলি কোন অবস্থায় থাকে?

উত্তর: সূর্য এবং তারাদের উপাদানগুলি প্লাজমা অবস্থায় থাকে।



১৭. একটি সমযোজী বন্ধন গঠন করতে কয়টি ইলেকট্রন এর প্রয়োজন হয়।

উত্তর: একটি সমযোজী বন্ধন গঠন করতে দুটি ইলেকট্রন এর প্রয়োজন হয়।



১৮. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন।


উত্তর: এমন একটি সমযোজী যৌগ হল জল, যার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন।



সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


১. পরমাণু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার মধ্যে মৌলিক পদার্থের সকল ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলা হয়।

উদাহরণ: হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু।


২. অনু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে ওই পদার্থের সমস্ত ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে অনু বলে।

উদাহরণ: অক্সিজেন অনু, জলের অনু।


৩. পরমাণু কী কী কণা দ্বারা গঠিত? এই কনা গুলির মধ্যে কোনটি ভারী এবং কোনটি হালকা কণা?

উত্তর: পরমাণু প্রধানত তিনটি কলা দিয়ে গঠিত-

      ১. ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন

      ২. ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন।

      ৩. নিস্তড়িত কণা নিউট্রন।

* পরমাণু গঠনকারী কণাগুলির মধ্যে সবচেয়ে ভারী কনা নিউট্রন। এবং সবচেয়ে হালকা কণা ইলেকট্রন।


৪. কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?

উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতসংখ্যক প্রোটন থাকে ,সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে।


৫. মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো?

উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাদের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে।


৬. ভরসংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয় কেন?

উত্তর: ভরসংখ্যা পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। যেহেতু, প্রোটন ও নিউট্রন অবিভাজ্য এবং প্রোটন ও নিউট্রন সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, তাই ভর সংখ্যার পূর্ণ সংখ্যা হয়।


৭. কেলাস কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ও নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকারবিশিষ্ট সমস্ত কঠিন পদার্থের দানাকে কেলাস  বলে।

উদাহরণ: তুঁতে বা ব্লু ভিট্রিয়ল।



৮. আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: একই মৌলের যেসব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভরসংখ্যা আলাদা তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

উদাহরণ: হাইড্রোজেনের আইসোটোপ তিনটি যথাক্রমে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম




























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন