মিস ইউনিভার্স ২০২১
১. ২০২১ সালে মিস ইউনিভার্স কে হয়েছেন?
উত্তর: হারনাজ সান্ধু
২. ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিলেন?
উত্তর: সুস্মিতা সেন (১৯৯৪)
৩. ২০০০ সালে ভারতের মিস ইউনিভার্স কে হয়েছিলেন?
উত্তর: লারা দত্ত
৪. ২০২১ সালে মিস ইউনিভার্স কোথায় আয়োজিত হল?
উত্তর: ইজরায়েলের ইলিয়ট শহরে
৫. প্রথমবার মিস ইউনিভার্স কবে আয়োজন করা হয়েছিল?
উত্তর: ১৯৫২ সালে।
৬. প্রথমবার মিস ইউনিভার্স কে হয়েছিলেন?
উত্তর: আর্মি কুসেলা( ফিনল্যান্ড)
৭. হারনাজ সান্ধু কত নম্বর মিস ইউনিভার্স হয়েছেন?
উত্তর: ৭০ তম
৮. হারনাজ সান্ধু কত বছর বয়সে মিস ইউনিভার্স -এর খেতাব জিতেছেন?
উত্তর: ২১ বছর বয়সে
৯. হারনাজ সান্ধু ভারতের কোন রাজ্যের বাসিন্দা?
উত্তর: পাঞ্জাবের
১০. ২০২১ এর মিস ইউনিভার্স হারনাজ সান্ধু এর পুরো নাম কী?
উত্তর: হারনাজ কৌর সান্ধু
১১. মিস ইউনিভার্স ২০২১ এর প্রথম রানার আপ কে?
উত্তর: প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা।
১২. মিস ইউনিভার্স ২০২১ এর দ্বিতীয় রানার আপ কে?
উত্তর: দক্ষিণ আফ্রিকার লালেলা মসওয়ানে
১৩. ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্স হওয়ার কত বছর পরে ভারতে আবার মিস ইউনিভার্স হয়েছে?
উত্তর: ২১ বছর পর।
১৪. কে মিসেস হারনাজ সান্ধুকে মুকুট উপহার দেন?
উত্তর: মেক্সিকো থেকে প্রাক্তন মিস ইউনিভার্স ২০২০ এর আন্দ্রেয়া মেজা হারনাজ সান্ধুকে মুকুট উপহার দিয়েছিলেন।
১৫. হারনাজ সান্ধু কী কী খেতাব জিতেছেন?
উত্তর: * ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব ২০১৯
* মিস ডিভা ২০২১
* মিস ইউনিভার্স ২০২১
১৬. ৬৯ তম মিস ইউনিভার্স কে হয়েছিলেন?
উত্তর: মেক্সিকোর আন্দ্রেয়া মেজা
১৭. মিস ইউনিভার্স কার দ্বারা পরিচালিত হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মিস ইউনিভার্স অরগানাইজেশন দ্বারা পরিচালিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন