বিভিন্ন রাজ্যের প্রকল্প
- কিষান কল্যাণ মিশন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : উত্তরপ্রদেশ সরকার।
- মাইগ্রেন্ট ওয়ার্কার সেল প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
- কিষান ফসল রাহত যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : ঝাড়খন্ড সরকার।
- কিষাণ ফসল রাহত যোজনা কোন যোজনার পরিবর্তে চালু করা হয়েছে ? উত্তর : ফসল বীমা যোজনার পরিবর্তে চালু করা হয়েছে।
- ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস প্রকল্প কে চালু করেছে ? উত্তর : হরিয়ানার মুখ্যমন্ত্রীর মনোহর লাল খট্টার।
- কোন দুই স্থানের মধ্যে ভারতের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হয়েছে ? উত্তর : চন্ডিগড় থেকে হিসার পর্যন্ত।
- লঞ্চ প্যাড স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : মধ্যপ্রদেশ সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর।
- 'ঘর ঘর রোজগার তে কারোবার মিশন' প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ।
- পাওয়ার সাবসিডি স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : মধ্যপ্রদেশ সরকার।
- মুখ্যমন্ত্রী বগায়াত বিকাশ মিশন কে চালু করেছে। ? উত্তর : গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
- সুইচ দিল্লি অভিযান কে চালু করেছে ? উত্তর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
- মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা প্রকল্প কে চালু করেছে ? উত্তর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি ক্যাবিনেট।
- প্রজ্ঞান ভারতী এবং ভাষা প্রকল্প কোন রাজ্য মন্ত্রী চালু করেছে ? উত্তর : অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী।
- রিওয়ার্ড প্রোজেক্ট প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন উড়িষ্যা ক্যাবিনেট।
- কেরালা নলেজ মিশন প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
- লাল লকির মিশন প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব ক্যাবিনেট।
- সুপার -৭৫ স্কলার্শিপ প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
- সামার অভিযান প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : ঝাড়খন্ড সরকার।
- জনশক্তি অভিযান : ক্যাচ দ্য রেন অভিযান কে চালু করেছে ? উত্তর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- দেখো আপনা প্রদেশ অভিযান প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু।
- পর্বত দ্ধারা যোজনা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : হিমাচল প্রদেশ সরকার।
- শ্রমিক মিত্র প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : দিল্লি সরকার।
- রকসক প্রোগ্রাম প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
- বায়ু স্বাস্থ্য সেবা প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
- স্ট্রীট প্রোজেক্ট প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : কেরল পর্যটন দফতর।
- ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
- গো গ্রীন প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
- ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম কে চালু করেছেন ? উত্তর : কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর।
- মেরা ঘর মেরা নাম প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
- দেশ কে মেন্টর প্রোগ্রাম প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
- স্মার্ট হেলথ কার্ড স্কিম প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে ? উত্তর : উড়িষ্যা সরকার।
- রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবক অভিযান প্রকল্প কে চালু করেছে ? উত্তর : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- দলিত বন্ধু প্রকল্প কে চালু করেছে ? উত্তর : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ কে চালু করেছেন ? উত্তর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- উড়ান প্রকল্প কে চালু করেছেন ? উত্তর : পাঞ্জাব সামাজিক সুরক্ষা, নারী ও শিশুকল্যাণ মন্ত্রীরী অরুণা চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন