বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা
![]() |
First women in India in various fields |
- ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : শ্রীমতি প্রতিভা পাটিল।
- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তর : শ্রীমতি ইন্দিরা গান্ধী।
- ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ? উত্তর : সরোজিনী নাইডু।
- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ? উত্তর : সুচেতা কৃপালিনী।
- ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন ? উত্তর : মীরা কুমার।
- ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ? উত্তর : বিজয়লক্ষী পন্ডিত।
- ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ? উত্তর : রমা দেবী।
- জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন ? উত্তর : আশাপূর্ণা দেবী।
- পদ্মশ্রী পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিল ? উত্তর : নার্গিস দত্ত।
- ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন? উত্তর : ইন্দিরা গান্ধী।
- ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী কে হয়েছিলেন ? উত্তর : রাজকুমারী অমৃত কাউর ।
- ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য কে হয়েছিলেন ? উত্তর : নার্গিস দত্ত।
- বুকার পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন ? উত্তর : অরুন্ধতী রায়।
- আন্টার্টিকা অভিযানকারী ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন ? উত্তর : মেহের মুস।
- এশিয়াডে সোনাজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : কমলজিৎ সিং সাধু।
- নোবেল পুরস্কার বিজয়ী ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন ? উত্তর : মাদার টেরিজা ।
- অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : কর্ণম মালেশ্বরী।
- দাবায় গ্র্যান্ডমাস্টার হওয়া ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : কোনেরু হাম্পি।
- বাংলা সাহিত্যে ঔপন্যাসিক ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : স্বর্ণকুমারী দেবী।
- রিজার্ভ ব্যাংকের ভারতের প্রথম মহিলা ডেপুটি গভর্নরের নাম কী ? উত্তর : জে কে উদেসি।
- ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসারের নাম কী ? উত্তর : সোনালী ব্যানার্জি।
- ভারতের স্থলবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেলের নাম কী ? উত্তর : পুনিতা অরোরা।
- দ্বিশত রানের অধিকারী ভারতের প্রথম মহিলা ক্রিকেটারের নাম কী ? উত্তর : মিতালি রাজ।
- ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন ? উত্তর : সুস্মিতা সেন।
- ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন ? উত্তর : রিতা ফারিয়া।
- ভারতের প্রথম মহিলা বিদেশ সচিবের নাম কী ? উত্তর : লক্ষ্মী এন মেনন ।
- ইংরেজি ভাষার ভারতের প্রথম মহিলা কবির নাম কী ? উত্তর : তরু দত্ত।
- দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : দেবিকা রানি।
- জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী ভারতের প্রথম মহিলা সাঁতারুর নাম কী ? উত্তর : আরতি প্রধান।
- ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতের প্রথম মহিলা সাঁতারুর নাম কী ? উত্তর : আরতী সাহা।
- ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী ? উত্তর : কল্পনা চাওলা।
- ভারতের প্রথম মহিলা বিমান চালকের নাম কী ? উত্তর : দূর্বা ব্যানার্জি।
- এভারেস্টজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : অরুনিমা সিনহা।
- এভারেস্টজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : বাচেন্দ্রী পাল।
- ভারতের প্রথম মহিলা আই পি এস অফিসারের নাম কী ? উত্তর : কিরণ বেদি।
- ভারতের প্রথম মহিলা আই এ এস অফিসারের নাম কী ? উত্তর : আন্না জর্জ মালহোত্রা।
- সুপ্রিম কোর্টের ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কী ? উত্তর : মীরাসাহিব ফতিমা বিবি।
- এম এ উত্তীর্ণ ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : চন্দ্রমুখী বসু।
- ভারতের প্রথম মহিলা স্নাতকের নাম কী ? উত্তর : কাদম্বিনী গাঙ্গুলী।
- হাইকোর্টের ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কী ? উত্তর : আন্না চন্ডী।
- হাইকোর্টের ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কী ? উত্তর : লীলা শেঠ।
- জাতীয় কংগ্রেসের ভারতের প্রথম মহিলা সভাপতির নাম কী ? উত্তর : সরোজিনী নাইডু।
- দুবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : সন্তোষ যাদব।
- অশোক চক্র পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : নীরজা ভানোট।
- ডব্লু টি এ টাইটেল জয়ী ভারতের প্রথম মহিলার নাম কী ? উত্তর : সানিয়া মির্জা।
- ভারতের প্রথম অনার্স গ্রাজুয়েট মহিলার নাম কী ? উত্তর : কামিনী রায়।
- ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালকের নাম কী ? উত্তর : বেগম ফতিমা।
- ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের অভিনেত্রী কে ছিলেন ? উত্তর : জুবেইদা।
- ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম কী ? উত্তর : মমতা বন্দ্যোপাধ্যায়।
- প্রথম ভারতীয় তথা এশীয় যিনি ইংলিশ চ্যানেল পার হন তার নাম কী ? উত্তর : আরতী সাহা।
- ভারতের প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান ? উত্তর : অমৃতা প্রীতম।
- ভারতের কোন মহিলা সংগীতশিল্পী হিসেবে রমন ম্যাগসাইসাই পুরস্কার পান ? উত্তর : এম এস সুব্বু লক্ষী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন