Breaking

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা (First women in India in various fields in Bengali)

     বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়                          মহিলা

First women in India in various fields
First women in India in various fields


  1. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : শ্রীমতি প্রতিভা পাটিল।
  2. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : শ্রীমতি ইন্দিরা গান্ধী।
  3. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন  ?  উত্তর : সরোজিনী নাইডু।
  4. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : সুচেতা কৃপালিনী।
  5. ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন  ?  উত্তর : মীরা কুমার।
  6. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন  ?  উত্তর : বিজয়লক্ষী পন্ডিত।
  7. ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন   ?  উত্তর : রমা দেবী।
  8. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন  ?  উত্তর : আশাপূর্ণা দেবী।
  9. পদ্মশ্রী পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিল  ?  উত্তর : নার্গিস দত্ত।
  10.  ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন?  উত্তর : ইন্দিরা গান্ধী।
  11. ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী কে হয়েছিলেন  ?  উত্তর : রাজকুমারী অমৃত কাউর ‌।
  12. ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য কে হয়েছিলেন  ?  উত্তর : নার্গিস দত্ত।
  13. বুকার পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন   ?  উত্তর : অরুন্ধতী রায়।
  14. আন্টার্টিকা অভিযানকারী ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন  ?  উত্তর : মেহের মুস।
  15. এশিয়াডে সোনাজয়ী ভারতের প্রথম মহিলার নাম  কী  ?  উত্তর : কমলজিৎ সিং সাধু।
  16. নোবেল পুরস্কার বিজয়ী ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন  ?  উত্তর : মাদার টেরিজা ।
  17. অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : কর্ণম মালেশ্বরী।
  18. দাবায় গ্র্যান্ডমাস্টার হওয়া ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : কোনেরু হাম্পি।
  19. বাংলা সাহিত্যে ঔপন্যাসিক ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : স্বর্ণকুমারী দেবী।
  20. রিজার্ভ ব্যাংকের ভারতের প্রথম মহিলা ডেপুটি গভর্নরের নাম কী  ?  উত্তর : জে কে উদেসি।
  21. ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসারের নাম কী  ?  উত্তর : সোনালী ব্যানার্জি।
  22. ভারতের  স্থলবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেলের নাম কী  ?  উত্তর : পুনিতা অরোরা।
  23. দ্বিশত রানের অধিকারী ভারতের প্রথম মহিলা ক্রিকেটারের নাম কী  ?  উত্তর : মিতালি রাজ।
  24. ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন  ?  উত্তর : সুস্মিতা সেন।
  25. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন  ?  উত্তর : রিতা ফারিয়া।
  26. ভারতের প্রথম মহিলা বিদেশ সচিবের নাম কী  ?  উত্তর : লক্ষ্মী এন মেনন ‌।
  27. ইংরেজি ভাষার  ভারতের প্রথম মহিলা কবির নাম কী  ?  উত্তর : তরু দত্ত।
  28. দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : দেবিকা রানি।
  29. জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী ভারতের প্রথম মহিলা সাঁতারুর নাম কী  ?  উত্তর : আরতি প্রধান।
  30. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতের প্রথম মহিলা সাঁতারুর  নাম কী  ?  উত্তর : আরতী সাহা।
  31. ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী  ?  উত্তর : কল্পনা চাওলা।
  32. ভারতের প্রথম মহিলা বিমান চালকের নাম কী ?  উত্তর : দূর্বা ব্যানার্জি।
  33. এভারেস্টজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : অরুনিমা সিনহা।
  34. এভারেস্টজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : বাচেন্দ্রী পাল।
  35. ভারতের প্রথম মহিলা আই পি এস অফিসারের নাম কী  ?  উত্তর : কিরণ বেদি।
  36. ভারতের প্রথম মহিলা আই এ এস অফিসারের নাম কী  ?  উত্তর : আন্না জর্জ মালহোত্রা।
  37. সুপ্রিম কোর্টের ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কী  ?  উত্তর : মীরাসাহিব ফতিমা বিবি।
  38. এম এ উত্তীর্ণ ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : চন্দ্রমুখী বসু।
  39. ভারতের প্রথম মহিলা স্নাতকের নাম কী  ?  উত্তর : কাদম্বিনী গাঙ্গুলী।
  40. হাইকোর্টের ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কী  ?  উত্তর : আন্না চন্ডী।
  41. হাইকোর্টের  ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কী  ?  উত্তর : লীলা শেঠ।
  42. জাতীয় কংগ্রেসের ভারতের প্রথম মহিলা সভাপতির নাম কী  ?  উত্তর : সরোজিনী নাইডু।
  43. দুবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : সন্তোষ যাদব।
  44. অশোক চক্র পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : নীরজা ভানোট।
  45. ডব্লু  টি এ টাইটেল জয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : সানিয়া মির্জা।
  46. ভারতের প্রথম অনার্স গ্রাজুয়েট মহিলার নাম কী  ?  উত্তর : কামিনী রায়।
  47. ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালকের নাম কী  ?  উত্তর : বেগম ফতিমা।
  48. ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের অভিনেত্রী কে ছিলেন  ?  উত্তর : জুবেইদা।
  49. ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম কী  ?  উত্তর : মমতা বন্দ্যোপাধ্যায়।
  50. প্রথম ভারতীয় তথা এশীয় যিনি ইংলিশ চ্যানেল পার হন তার নাম কী  ?  উত্তর : আরতী সাহা।
  51. ভারতের প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান  ?  উত্তর : অমৃতা প্রীতম।
  52. ভারতের কোন মহিলা সংগীতশিল্পী হিসেবে রমন ম্যাগসাইসাই পুরস্কার পান  ?  উত্তর : এম এস সুব্বু লক্ষী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন