Breaking

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়- পরিমাপ ( Measurement in Bengali class 9 )

 

                নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান

          পরিমাপ  

           প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

Measurement
Measurement



ভৌত রাশি কাকে বলে? উদাহরণ দাও।

পরিমাপযোগ্য যেকোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে ।

উদাহরণ : দৈর্ঘ্য ,ভর ,সময় ,উষ্ণতা ,গতিবেগ ইত্যাদি।



স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে?উদাহরণ দাও।

যেসব রাশির কেবলমাত্র মান আছে ,কিন্তু কোন অভিমুখ নেই। তাদের স্কেলার রাশি বলে।

উদাহরণ : দৈর্ঘ্য ,ভর ,সময় ,উষ্ণতা প্রভৃতি স্কেলার রাশি।


** যেসব রাশির মান এবং অভিমুখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে।

উদাহরণ : বেগ , ত্বরণ,সরণ, ওজন, ভরবেগ প্রভৃতি ভেক্টর রাশি।

 
** ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই-ই থাকার জন্য বীজগাণিতিক ভাবে একে মোটা ইংরেজি হরফে বা অক্ষরের ওপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।



একক কাকে বলে? এর প্রয়োজনীয়তা লেখ।

কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণটিকে উক্ত ভৌত রাশির একক বলে।

এককের প্রয়োজনীয়তা :

1. একক ছাড়া পরিমাপ বোঝা যায় না।

2. দুই সমজাতীয় ভৌত রাশি পরিমাপের তুলনা করা যায়।

3. একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বোঝা যায়।

4. বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য।



মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।

যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনোরকম ভাবে অন্য এককের  ওপর নির্ভরশীল নয় এবং যে সমস্ত একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়, তাদের প্রাথমিক বা মূল একক বলে।

উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির একক হল প্রাথমিক বা মূল একক। কারণ, এই তিনটি রাশির একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং এই তিনটি রাশির একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়।


লব্ধ একক : যেসব একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, তাদের লব্ধ একক বলে।

উদাহরণ : ক্ষেত্রফল, বল ইত্যাদি হল লব্ধ একক।



দুটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম লেখ।

দুটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম হল বেগ



তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম লেখ।

তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম হল ভরবেগ



এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও।


কোনো ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তবে সেই রাশির কোনো একক থাকে না। তাকে এককবিহীন রাশি বলে।

উদাহরণ : আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব ,দ্রাব্যতা ,বিকৃতি ইত্যাদি।



ঘনত্ব কাকে বলে? ঘনত্বের সিজিএস ও এস আই একক লেখ। 

কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।

        ঘনত্ব = ভর/আয়তন

 * সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হল গ্রাম/ঘন সেমি।

* এস আই পদ্ধতিতে ঘনত্বের একক হল কিলোগ্রাম/ঘনমিটার।



লোহার ঘনত্ব 7.8 গ্রাম/সিসি বলতে কী বোঝো


লোহার ঘনত্ব 7.8 গ্রাম/সিসি বলতে বোঝায় যে, 1 সিসি বা 1 ঘনসেমি লোহার ভর 7.8 গ্রাম।



সিজিএস বা এস আই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় কেন?

সিজিএস বা এস আই পদ্ধতিতে কোন রাশির এক একক থেকে অন্য বড়ো বা ছোটো এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, অন্য কোন সংখ্যা দিয়ে গুণ ও ভাগের দরকার হয়না। এজন্য সিজিএস বা এস আই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে।

উদাহরণ : 5.678 মিটার =56.78 ডেসিমিটার=0.5678 ডেকামিটার।



লম্বন ভুল কী?

আমরা যখন স্কেলের পাঠ নিই তখন অনেক সময় আমাদের চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে স্কেল বরাবর তির্যক অবস্থায় থাকে। এতে দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া যায় না। এ ধরনের ভুলকে লম্বন ভুল বলে।




আলোকবর্ষ কাকে বলে? এর মান কত? এটি মৌলিক একক না লব্ধ একক।


শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ,তাকে এক আলোকবর্ষ বলে।

*এক আলোকবর্ষ = 9.46*10^12 Km (প্রায়)

* আলোকবর্ষ যেহেতু দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য প্রকাশ করে তাই এটি মৌলিক একক।



আয়তন মাপক চোঙ কাকে বলে ?


তরল পদার্থের আয়তন মাপার জন্য সুষম প্রস্থচ্ছেদযুক্ত শক্ত কাচের তৈরি যে পাত্র ব্যবহার করা হয়, তাকে আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙ বলে।



সৌর দিন কাকে বলে?

পৃথিবীর কোন স্থানের ভৌগলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে, সেই সময়কে এক সৌর দিন বলে।



অ্যাস্ট্রোনমিক্যাল একক কী?

সূর্য থেকে পৃথিবীর মাঝের দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল একক বলে।



দূরত্ব পরিমাপের সবচেয়ে বৃহত্তম একক কী?

দূরত্ব পরিমাপের সবচেয়ে বৃহত্তম একক হল -পারসেক।



লঘিষ্ঠ ধ্রুবক কী? সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত?

কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় তাকেই যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়।

*সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান 1mm  বা 0.1Cm।



সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝায়?

যে তুলাযন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায়, তাকে সুবেদী তুলা বলে। সুতরাং, যে ধর্মের জন্য সাধারণ তুলাযন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে, তাকেই সাধারণ তুলার সুবেদিতা বলে।



সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি উল্লেখ করো।

সাধারণ তুলাযন্ত্রে সুবেদিতার শর্তগুলি হল -

1. তুলাদন্ডটির বাহুটি দীর্ঘ হবে।

2. তুলাদন্ডটি হালকা হবে।

3. সূচকটি লম্বা হবে।

4.তুলাদন্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে।



সাধারণ তুলাযন্ত্র ব্যবহারের সময় কী কী সর্তকতা অবলম্বন করবে?

সাধারণ তুলাযন্ত্র ব্যবহারে সর্তকতা :

1. পরীক্ষা করে তুলাদন্ডটিকে অনুভূমিক অবস্থায় আনতে হবে।

2. পাঠ নেওয়ার সময় কাচের বাক্সের দরজা বন্ধ রাখতে হবে।

3. বাটখারাকে হাত দিয়ে ধরা উচিত নয়। চিমটার সাহায্যে ধরতে হবে।

4. পাঠ নেওয়ার সময় চাবি ঘুরিয়ে তুলাদন্ডটিকে ধীরে ধীরে তুলতে বা নামাতে হবে। ঝাঁকুনি দেওয়া উচিত নয়।

5. খুব গরম ,খুব ঠান্ডা ,এবং খুব ভারী বস্তুর ভর মাপা উচিত নয়, কারণ এতে তুলাযন্ত্রের সুবেদিতা নষ্ট হতে পারে।



ভালো তুলাযন্ত্রে কী কী ভালোগুণ থাকা প্রয়োজন?


ভালো তুলাযন্ত্রের গুণাবলী : 

1. তুলাযন্ত্রটি সুবেদী হবে।

2. তুলাযন্ত্রটি দৃঢ় হবে।

3. তুলাযন্ত্রটি নির্ভুল হবে অর্থাৎ উভয় তুলাপাত্রে সমপরিমাণ  ভর চাপালে তুলাদন্ডটি অনুভূমিক হবে।

4. তুলাযন্ত্রটি সুস্থিত হবে অর্থাৎ তুলাদন্ডটি দুলতে শুরু করলে তা যেন ক্ষণস্থায়ী হয়।

5. তুলাদন্ডের বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে।


ওজন বাক্সে বাটখারারগুলির ভরের অনুপাত  5:2:2:1 নেওয়া হয় কেন ?

ওজন বাক্সে বাটখারারগুলির ভরের অনুপাত 5: 2:2:1 রাখা হয়। এই অনুপাতে রাখলে 1 g থেকে 210 gm এবং 10 mg থেকে 990 mg পর্যন্ত যে- কোন মানের ভর বাক্সের বাটখারাগুলোর সাহায্যে পাওয়া যায়। আলাদাভাবে ওই বাটখারার প্রয়োজন হয় না।

উদাহরণ : কোন বস্তুর ভর 78.47 g মাপতে হবে। তাহলে (50+20+5+2+1) g এবং (200+200+50+20) mg ঘরের বাটখারাগুলি থেকে ওই ভর পাওয়া যাবে।



দৌড় প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার করা হয়?

দৌড় প্রতিযোগিতায় স্টপওয়াচ বা বিরামঘড়ি ব্যবহার করা হয়।



মেট্রোনাম কী?

মেট্রোনাম হল এক ধরনের ঘড়ি,যার সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণকালে নির্ভুলভাবে সময় পরিমাপ করা যায়।


মিলিলিটার কিসের একক?

মিলিলিটার হল তরল পদার্থের আয়তন মাপার একক।


এমন একটি রাশির নাম লেখ যার একক আছে ,কিন্তু মাত্রাহীন ?

কোন ও ঘনকোণ।



কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

কোন বস্তুর ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়।




স্প্রিং তুলাযন্ত্র কী ?

কোন বস্তুর ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে স্প্রিং তুলাযন্ত্র বলে।



সোনা বা‌ হিরের ভর মাপা হয় কোন এককে?

সোনা বা হিরের ভর মাপা হয় ক্যারাট এককে।



বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন প্রকার ঘড়ি ব্যবহার করা হয়?

বৈজ্ঞানিক পরীক্ষাগারে স্টপওয়াচ ব্যবহার করা হয়।



অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?

অণু পরমাণুর ভর মাপার জন্য ডালটন একক ব্যবহার করা হয়।



পরমাণুর ব্যাস মাপার জন্য ব্যবহৃত হয় এমন একটি এককের নাম লেখ।

পরমাণুর ব্যাস মাপার জন্য ব্যবহৃত হয় এরকম একটি একক হল অ্যাংস্ট্রম




দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে?

দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য সময় লাগে 2 সেকেন্ড।



কল থেকে সমহারে জল পড়ছে, কীভাবে আমরা জল প্রবাহের হার নির্ণয় করব।

কলের মুখে একটি আয়তন মাপক চোঙ রেখে একটি নির্দিষ্ট সময় ধরে চোঙে জল সংগ্রহ করতে হবে। সংগৃহীত জলের আয়তন জলের তলের পাঠ থেকে জানা যাবে, স্টপওয়াচ দ্বারা সময় মাপা হবে।



লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রী C বা 277 K উল্লেখ থাকে কেন?

4 ডিগ্রী C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এই উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। অন্য উষ্ণতায় জলের ঘনত্ব কমে যায়, ফলে 1 কেজি জলের আয়তন 1 লিটারের বেশি হয়। তাই নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রী C বা 277 K উষ্ণতার উল্লেখ থাকে।



কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটার।এই দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করা হয় না কেন?

কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিমি। এই দূরত্বকে সেমিতে লিখলে হবে 150000000 সেমি। সংখ্যাটি খুবই বড় হয়ে যাওয়ায় এভাবে প্রকাশ করা বিরক্তিকর এবং অসুবিধাজনক । তাই বড় মাপের দূরত্বকে কিমিতে প্রকাশ করা হয়।


সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয় কাঠের তৈরি হয় কেন?

তাপমাত্রা বাড়লে ধাতব স্কেল দৈর্ঘ্যে বাড়ে এবং তাপমাত্রা কমলে দৈর্ঘ্যে কমে। ধাতব  স্কেল শুধুমাত্র যে তাপমাত্রায় অংশাঙ্কিত , সেই তাপমাত্রায় সঠিক পাঠ দেয়, অন্য তাপমাত্রায় দেয় না। কিন্তু তাপমাত্রার পরিবর্তনে কাঠের সংকোচন এবং প্রসারণ খুবই কম হয়। ফলে যেকোন তাপমাত্রায় কাঠের স্কেল ধাতব  স্কেলের তুলনায় বেশি সঠিক পাঠ দেয়। তাই সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের হয়।



বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর:

সঠিক উত্তর নির্বাচন করো :      

                                          প্রতিটি প্রশ্নের মান 1

1. নিচের যেটি দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক

. আলোকবর্ষ

. পারসেক

. কিলোমিটার

. মিটার

উত্তর : পারসেক


2. নিচের যেটি ভৌত রাশি নয়

. বেগ

.সরণ

. ভর

. রাগ

উত্তর : রাগ


3. নিচের যেটি স্কেলার রাশি

. ভরবেগ

. ওজন

. কার্য

. বল

উত্তর : কার্য

4. যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত

. বল

. ত্বরণ

. ভরবেগ

. কার্য

উত্তর: ত্বরণ

5.  যে রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত

. বেগ

. দ্রুতি

. ত্বরণ

. ভরবেগ

উত্তর : ভরবেগ

6. নিচের এককগুলির মধ্যে লব্ধ এককটি হল

. মোল

. অ্যাম্পিয়ার

. ঘনমিটার

. আলোকবর্ষ

উত্তর: ঘনমিটার


7. আয়তনের একক হল

. মোল

. লিটার

.কিগ্ৰা

. বর্গমিটার

উত্তর : লিটার

8. নিচের যেটি ভর মাপার সবচেয়ে বড়ো একক

. কিলোগ্ৰাম

. কুইন্টাল

. ক্যারাট

. গ্রাম

উত্তর : কুইন্টাল


9. নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য যে এককটি ব্যবহৃত হয় 

. অ্যাংস্ট্রম

. ফার্মি

.X একক

.AU

উত্তর:  A U


10. 1 মাইক্রন = কত ন্যানোমিটার

. 10^9

.10^6

.10^ 3

.10^-6

উত্তর : 10^3


11. পরিমাপের প্রাথমিক রাশি নয়

. ভর

. দৈর্ঘ্য

. ঘনত্ব

. সময়

উত্তর : ঘনত্ব


12. সবচেয়ে ছোট একক 

. ফার্মি

. মিলিমিটার

. মাইক্রন

অ্যাংস্ট্রম


উত্তর : ফার্মি।


13.অ্যাংস্ট্রম = কত সেমি

. 10^-6

.10^-7

.10^-8

.10^-9

উত্তর: 10^-8


14. যে রাশির একক চারটি মৌলিক একক দ্বারা গঠিত

. বল

. ক্ষমতা

. আপেক্ষিক তাপ

. তাপগ্রাহিতা

উত্তর: তাপগ্রাহিতা।


15. আলোকবর্ষ হলো

. সময়ের একক

. দূরত্বের একক

. গতিবেগের একক

. ত্বরণের একক

উত্তর : দূরত্বের একক।


16. এসআই তে তাপমাত্রার একক হল

. ডিগ্রী সেলসিয়াস

. ক্যান্ডেলা

. কেলভিন

. মোল

উত্তর: কেলভিন।


17. অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল

. তুলাযন্ত্র

. মাপনী চোঙ

. মিটার স্কেল

. স্টপওয়াচ

উত্তর : মাপনী চোঙ।


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

                              প্রতিটি প্রশ্নের মান 1


1. কোন ভৌত রাশির একক স্টেরেডিয়ান?

উত্তর : ঘনকোণের একক হল স্টেরেডিয়ান।



2. আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক ?

উত্তর : আলোকবর্ষ  হল মৌলিক একক।



3. 1 আলোকবর্ষ = কত কিমি ?

উত্তর : 1 আলোকবর্ষ = 9.46×10^12 কিমি।



4. তিনটি  ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও।

উত্তর : তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির একক হলো কার্যের একক।



5. 1 পারসেক = কত আলোকবর্ষ ?

উত্তর: 1 পারসেক =3.26 আলোকবর্ষ।



6. অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?

উত্তর : ডালটন একক।



7. একটি একক বিহীন রাশির উদাহরণ দাও।

উত্তর : পারমাণবিক গুরুত্ব।



8. দৌড় প্রতিযোগিতায় কীরূপ ঘড়ি ব্যবহার করা হয়?

উত্তর : স্টপ ওয়াচ।



9. সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাতক কী ধরনের হয়?

উত্তর : 5:2:2:1


10. SI তে মূল একক কয়টি ?

উত্তর : 7 টি।

































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন