Breaking

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

এপ্রিল ২৭, ২০২২

ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য ( various architectures of India in Bengali)

          ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য 

Various architectures of India
Various architectures of India


  1. তাজমহল কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর :  মুঘল সম্রাট শাহজাহান।
  2. তাজমহল কোন রাজ্যে অবস্থিত  ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত।
  3. তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান তৈরি করেন  ?  উত্তর : তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে।
  4. তাজমহল কোন নদীর তীরে অবস্থিত  ?  উত্তর : যমুনা নদীর তীরে অবস্থিত।
  5.  কত সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়  ?  উত্তর : ১৯৮৩ সালে।
  6. সাঁচির স্তুপ কে নির্মাণ করেন   ?  উত্তর : মৌর্য সম্রাট অশোক।
  7. সাঁচির স্তুপ কোথায় অবস্থিত   ?  উত্তর : মধ্যপ্রদেশের ভোপাল শহরের কাছে।
  8. কত সালে ইউনেস্কো সাঁচির স্তুপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৯ সালে।
  9. অজন্তা গুহা কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রে।
  10. অজন্তা গুহা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুপ্ত রাজবংশ।
  11. কত সালে ইউনেস্কো অজন্তা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৩ সালে।
  12. ইলোরা গুহা কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রে অবস্থিত।
  13. ইলোরা গুহা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুপ্ত রাজবংশ।
  14. কত সালে ইউনেস্কো ইলোরা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৩ সালে।
  15. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত   ?  উত্তর : বিহারের পাটনা শহরের নিকট।
  16. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত।
  17. ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী   ?  উত্তর : নালন্দা বিশ্ববিদ্যালয়।
  18. কত সালে ইউনেস্কো নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০১৬ সালে।
  19. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : উড়িষ্যার পুরীতে অবস্থিত।
  20. জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গঙ্গ রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ।
  21. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত   ?  উত্তর : বিহারের ভাগলপুর শহরের কাছে।
  22. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : পাল রাজা ধর্মপাল।  
  23. বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : হাম্পি যেটি কর্নাটকে অবস্থিত।
  24. বিরুপাক্ষ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য।
  25. সূর্য মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : উড়িষ্যার কোনারকে অবস্থিত।
  26. সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গঙ্গ রাজা প্রথম নরসিংহদেব।
  27. কত সালে ইউনেস্কো সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৪ সালে।
  28. মহাবলীপুরমের রথ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : তামিলনাড়ুর মামল্লপুরমে অবস্থিত।
  29. মহাবলীপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন।
  30. কত সালে ইউনেস্কো মহাবলীপুরমের রথ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৪ সালে।
  31. কৈলাস মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : তামিলনাড়ুর কাঞ্চিতে অবস্থিত।
  32. কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মন।
  33. ইলোরার কৈলাস মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে।
  34. ইলোরার কৈলাস মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ।
  35. খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : মধ্যপ্রদেশে অবস্থিত।
  36. খাজুরাহ মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : চান্দেলা রাজবংশ।
  37. কত সালে ইউনেস্কো খাজুরাহ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়   ?  উত্তর : ১৯৮৬ সালে।
  38. দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের মাউন্ট আবুতে।
  39. দিলওয়ারা জৈন মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর :  সোলাঙ্কিরাজ সিদ্ধরাজা।
  40. রানি কি ভাভ কোথায় অবস্থিত   ?  উত্তর : গুজরাটের পাঠনে।
  41. রানি কি ভাভ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : সোলাঙ্কিরাজ প্রথম ভীমের পত্নী উদয়মতি।
  42. কত সালে ইউনেস্কো রানি কি ভাভকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০১৪ সালে।
  43. বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত   ?  উত্তর : তামিলনাড়ুর তাঞ্জাভুরে।
  44. বৃহদেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : চোল রাজা প্রথম রাজরাজ।
  45. কত সালে ইউনেস্কো বৃহদেশ্বর মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়   ?  উত্তর : ২০০৪ সালে।
  46. কুতুবমিনার কোথায় অবস্থিত।    ?  উত্তর : দিল্লিতে।
  47. কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : কুতুবউদ্দিন আইবক।
  48. কত সালে ইউনেস্কো কুতুবমিনারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়    ?  উত্তর : ১৯৯৩ সালে।
  49. এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত   ?  উত্তর : মুম্বাই শহরের নিকট এলিফ্যান্টা দ্বীপে।
  50. এলিফ্যান্টা গুহা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাষ্ট্রকূট রাজবংশ।
  51. কত সালে ইউনেস্কো এলিফ্যান্টা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়   ?  উত্তর : ১৯৮৭ সালে।
  52. আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের আজমিরে।
  53. আড়াই দিন কা ঝোপড়া কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : সুলতান কুতুবউদ্দিন আইবক।
  54. আলাই মিনার কোথায় অবস্থিত   ?  উত্তর : দিল্লিতে।
  55. আলাই মিনার কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : আলাউদ্দিন খলজি।
  56. হজ খস কোথায় অবস্থিত           ?  উত্তর : দিল্লিতে।
  57. হজ খস কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : আলাউদ্দিন খলজি।
  58. আরামবাগ স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রাতে।
  59. আরামবাগ স্থাপত্য কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট বাবর।
  60. হুমায়ুনের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত   ?  উত্তর : দিল্লিতে।
  61. হুমায়ুনের সমাধিক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট হুমায়ুনের পত্নী হাজী বেগম।
  62. কত সালে ইউনেস্কো হুমায়ুনের সমাধিক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৯৩ সালে।
  63. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন   ?  উত্তর : মুঘল সম্রাট আকবর।
  64. বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রার নিকট ফতেপুর সিক্রিতে।
  65. আগ্রা দুর্গ কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রাতে।
  66. আগ্রা দুর্গ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট আকবর।
  67. কত সালে ইউনেস্কো আগ্রা দুর্গকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ১৯৮৩ সালে।
  68. ঈগলের বাসা স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রের রায়গড়তে।
  69. ঈগলের বাসা স্থাপত্য কে নির্মাণ করেন   ?  উত্তর : ছত্রপতি শিবাজী।
  70. ভারতবর্ষের বৃহত্তম গম্বুজের নাম কী   ?  উত্তর : গোলগম্বুজ।
  71. গোলগম্বুজ কোথায় অবস্থিত   ?  উত্তর : কর্নাটকের বিজাপুরে।
  72. গোলগম্বুজ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মহম্মদ আদিল শাহ।
  73. স্বর্ণমন্দির গুরদ্বারা কোথায় অবস্থিত   ?  উত্তর : পাঞ্জাবের অমৃতসরে।
  74. স্বর্ণমন্দির গুরদ্বারা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : গুরু রামদাস।
  75. বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের চিতোরগড়ে।
  76. বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মেওয়ারের রাজা রানা কুম্ভ।
  77. লালবাগ স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : ব্যাঙ্গালোরে।
  78. লালবাগ কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : হায়দার আলী।
  79. আকবরের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত   ?  উত্তর : উত্তরপ্রদেশের আগ্রার নিকট সিকান্দ্রা শহরে ।
  80. আকবরের সমাধিক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : আকবর।
  81. চারমিনার কোথায় অবস্থিত   ?  উত্তর : হায়দ্রাবাদে।
  82. চারমিনার কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : কুতুবশাহী  সাম্রাজ্যের সুলতান মহম্মদ কুয়ালি কুতুব শাহ ।
  83. লালকেল্লা কোথায় অবস্থিত       ?  উত্তর : দিল্লিতে।
  84. লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট শাহজাহান।
  85. কত সালে ইউনেস্কো লালকেল্লা স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়    ?  উত্তর : ২০০৭ সালে।
  86. বিবি কা মকবারা কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে।
  87. বিবি কা মকবারা কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট ঔরঙ্গজেব।
  88. মুঘল সম্রাট ঔরঙ্গজেব কার স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি নির্মাণ করেন   ?  উত্তর : তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে।
  89. যন্তর মন্তর কোথায় অবস্থিত   ?  উত্তর : রাজস্থানের জয়পুরে।
  90. যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাজপুত রাজা দ্বিতীয় জয়সিংহ।
  91. কত সালে ইউনেস্কো যন্তর-মন্তরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০১০ সালে।
  92. শালিমার বাগ স্থাপত্য কোথায় অবস্থিত   ?  উত্তর : জম্মু-কাশ্মীরের শ্রীনগরে।
  93. শালিমার বাগ স্থাপত্য কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মুঘল সম্রাট জাহাঙ্গীর।
  94. জাহাঙ্গীর কাকে খুশি করবার জন্য শালিমার বাগ স্থাপত্যটি নির্মাণ করেন   ?  উত্তর : জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানকে খুশি করবার জন্য এটি নির্মাণ করেন।
  95. সবরমতি আশ্রম কোথায় অবস্থিত   ?  উত্তর : গুজরাটের আহমেদাবাদে শহরে।
  96. সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : মহাত্মা গান্ধী।
  97. ভিক্টোরিয়া টার্মিনাস কোথায় অবস্থিত   ?  উত্তর : মহারাষ্ট্রে।
  98. ভিক্টোরিয়া টার্মিনাস কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স।
  99. কত সালে ভিক্টোরিয়া টার্মিনাস পরিবর্তিত হয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাস নামকরণ হয়   ?  উত্তর :১৯৯৬ সালে।
  100. কত সালে ইউনেস্কো ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলস্টেশনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়   ?  উত্তর : ২০০৪ সালে।
  101. পার্লামেন্ট ভবন কোথায় অবস্থিত   ?  উত্তর : নিউ দিল্লিতে।
  102. পার্লামেন্ট ভবন কে প্রতিষ্ঠিত করেন   ?  উত্তর : এডউইন লুটেনস এবং হার্ভার্ড বেকার।
  103. রাইসিনা হিলস কোথায় অবস্থিত   ?  উত্তর : নিউদিল্লিতে।
  104. রাইসিনা হিলস কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : এডউইন লুটেনস।
  105. গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত   ?  উত্তর : মুম্বাইতে।
  106. গেটওয়ে অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : জর্জ উইটেট।
  107. ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত   ?  উত্তর : নিউ দিল্লিতে।
  108. ইন্ডিয়া গেট কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : এডউইন লুটেনস।
  109. স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত   ?  উত্তর : গুজরাটের কেওরিয়াতে।
  110. স্ট্যাচু অফ ইউনিটি কে প্রতিষ্ঠা করেন   ?  উত্তর : রাম বানজি সুতর।
  111. স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি   ?  উত্তর : স্যার সরদার বল্লভ ভাই প্যাটেলের।


সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

এপ্রিল ২৫, ২০২২

বিভিন্ন রাজ্যের প্রকল্প (project of different states in Bengali)

         বিভিন্ন রাজ্যের প্রকল্প



  1. কিষান কল্যাণ মিশন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে   ?  উত্তর :  উত্তরপ্রদেশ সরকার।
  2. মাইগ্রেন্ট ওয়ার্কার সেল প্রকল্প কে চালু করেছেন    ?  উত্তর : কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
  3. কিষান ফসল রাহত যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : ঝাড়খন্ড সরকার। 
  4. কিষাণ ফসল রাহত যোজনা কোন যোজনার পরিবর্তে চালু করা হয়েছে  ?  উত্তর : ফসল বীমা যোজনার পরিবর্তে চালু করা হয়েছে।
  5. ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস প্রকল্প কে চালু করেছে  ?  উত্তর : হরিয়ানার মুখ্যমন্ত্রীর মনোহর লাল খট্টার।
  6. কোন দুই স্থানের মধ্যে ভারতের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হয়েছে  ?  উত্তর : চন্ডিগড় থেকে হিসার পর্যন্ত।
  7. লঞ্চ প্যাড স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে    ?  উত্তর : মধ্যপ্রদেশ সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর।
  8. 'ঘর ঘর রোজগার তে কারোবার মিশন' প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ।
  9. পাওয়ার সাবসিডি স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : মধ্যপ্রদেশ সরকার।
  10. মুখ্যমন্ত্রী বগায়াত বিকাশ মিশন কে চালু করেছে।    ?  উত্তর : গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
  11. সুইচ দিল্লি অভিযান কে চালু করেছে  ?  উত্তর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  12. মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা প্রকল্প কে চালু করেছে   ?  উত্তর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের  নেতৃত্বাধীন দিল্লি ক্যাবিনেট।
  13. প্রজ্ঞান ভারতী এবং ভাষা প্রকল্প কোন রাজ্য মন্ত্রী চালু করেছে  ?  উত্তর : অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী।
  14. রিওয়ার্ড প্রোজেক্ট প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন উড়িষ্যা ক্যাবিনেট।
  15. কেরালা নলেজ মিশন প্রকল্প কে চালু করেছেন ?  উত্তর : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
  16. লাল লকির মিশন প্রকল্প কে চালু করেছেন   ?  উত্তর : পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব ক্যাবিনেট।
  17. সুপার -৭৫ স্কলার্শিপ প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
  18. সামার অভিযান প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : ঝাড়খন্ড সরকার।
  19. জনশক্তি অভিযান : ক্যাচ দ্য রেন অভিযান কে চালু করেছে  ?  উত্তর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  20. দেখো আপনা প্রদেশ অভিযান প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু।
  21. পর্বত দ্ধারা যোজনা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : হিমাচল প্রদেশ সরকার।
  22. শ্রমিক মিত্র প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : দিল্লি সরকার।
  23. রকসক প্রোগ্রাম প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
  24. বায়ু স্বাস্থ্য সেবা প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
  25. স্ট্রীট প্রোজেক্ট প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : কেরল পর্যটন দফতর।
  26. ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
  27. গো গ্রীন প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
  28. ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম কে চালু করেছেন  ?  উত্তর :  কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর।
  29. মেরা ঘর মেরা নাম প্রকল্প কে চালু করেছেন ?  উত্তর : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
  30. দেশ কে মেন্টর প্রোগ্রাম প্রকল্প কে চালু করেছেন   ?  উত্তর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  31. স্মার্ট  হেলথ কার্ড  স্কিম প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে  ?  উত্তর : উড়িষ্যা সরকার।
  32. রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবক অভিযান প্রকল্প  কে চালু করেছে  ?  উত্তর : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  33. দলিত বন্ধু প্রকল্প কে চালু করেছে  ?  উত্তর : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
  34. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ কে চালু করেছেন  ?  উত্তর : প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদি।
  35. উড়ান প্রকল্প কে চালু করেছেন  ?  উত্তর : পাঞ্জাব সামাজিক সুরক্ষা, নারী ও  শিশুকল্যাণ মন্ত্রীরী অরুণা চৌধুরী।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

এপ্রিল ২২, ২০২২

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা (First women in India in various fields in Bengali)

     বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়                          মহিলা

First women in India in various fields
First women in India in various fields


  1. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : শ্রীমতি প্রতিভা পাটিল।
  2. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : শ্রীমতি ইন্দিরা গান্ধী।
  3. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন  ?  উত্তর : সরোজিনী নাইডু।
  4. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : সুচেতা কৃপালিনী।
  5. ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন  ?  উত্তর : মীরা কুমার।
  6. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন  ?  উত্তর : বিজয়লক্ষী পন্ডিত।
  7. ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন   ?  উত্তর : রমা দেবী।
  8. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন  ?  উত্তর : আশাপূর্ণা দেবী।
  9. পদ্মশ্রী পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিল  ?  উত্তর : নার্গিস দত্ত।
  10.  ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন?  উত্তর : ইন্দিরা গান্ধী।
  11. ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী কে হয়েছিলেন  ?  উত্তর : রাজকুমারী অমৃত কাউর ‌।
  12. ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য কে হয়েছিলেন  ?  উত্তর : নার্গিস দত্ত।
  13. বুকার পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন   ?  উত্তর : অরুন্ধতী রায়।
  14. আন্টার্টিকা অভিযানকারী ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন  ?  উত্তর : মেহের মুস।
  15. এশিয়াডে সোনাজয়ী ভারতের প্রথম মহিলার নাম  কী  ?  উত্তর : কমলজিৎ সিং সাধু।
  16. নোবেল পুরস্কার বিজয়ী ভারতের প্রথম মহিলা কে হয়েছিলেন  ?  উত্তর : মাদার টেরিজা ।
  17. অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : কর্ণম মালেশ্বরী।
  18. দাবায় গ্র্যান্ডমাস্টার হওয়া ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : কোনেরু হাম্পি।
  19. বাংলা সাহিত্যে ঔপন্যাসিক ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : স্বর্ণকুমারী দেবী।
  20. রিজার্ভ ব্যাংকের ভারতের প্রথম মহিলা ডেপুটি গভর্নরের নাম কী  ?  উত্তর : জে কে উদেসি।
  21. ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসারের নাম কী  ?  উত্তর : সোনালী ব্যানার্জি।
  22. ভারতের  স্থলবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেলের নাম কী  ?  উত্তর : পুনিতা অরোরা।
  23. দ্বিশত রানের অধিকারী ভারতের প্রথম মহিলা ক্রিকেটারের নাম কী  ?  উত্তর : মিতালি রাজ।
  24. ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন  ?  উত্তর : সুস্মিতা সেন।
  25. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন  ?  উত্তর : রিতা ফারিয়া।
  26. ভারতের প্রথম মহিলা বিদেশ সচিবের নাম কী  ?  উত্তর : লক্ষ্মী এন মেনন ‌।
  27. ইংরেজি ভাষার  ভারতের প্রথম মহিলা কবির নাম কী  ?  উত্তর : তরু দত্ত।
  28. দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : দেবিকা রানি।
  29. জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী ভারতের প্রথম মহিলা সাঁতারুর নাম কী  ?  উত্তর : আরতি প্রধান।
  30. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতের প্রথম মহিলা সাঁতারুর  নাম কী  ?  উত্তর : আরতী সাহা।
  31. ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী  ?  উত্তর : কল্পনা চাওলা।
  32. ভারতের প্রথম মহিলা বিমান চালকের নাম কী ?  উত্তর : দূর্বা ব্যানার্জি।
  33. এভারেস্টজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : অরুনিমা সিনহা।
  34. এভারেস্টজয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : বাচেন্দ্রী পাল।
  35. ভারতের প্রথম মহিলা আই পি এস অফিসারের নাম কী  ?  উত্তর : কিরণ বেদি।
  36. ভারতের প্রথম মহিলা আই এ এস অফিসারের নাম কী  ?  উত্তর : আন্না জর্জ মালহোত্রা।
  37. সুপ্রিম কোর্টের ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কী  ?  উত্তর : মীরাসাহিব ফতিমা বিবি।
  38. এম এ উত্তীর্ণ ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : চন্দ্রমুখী বসু।
  39. ভারতের প্রথম মহিলা স্নাতকের নাম কী  ?  উত্তর : কাদম্বিনী গাঙ্গুলী।
  40. হাইকোর্টের ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কী  ?  উত্তর : আন্না চন্ডী।
  41. হাইকোর্টের  ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কী  ?  উত্তর : লীলা শেঠ।
  42. জাতীয় কংগ্রেসের ভারতের প্রথম মহিলা সভাপতির নাম কী  ?  উত্তর : সরোজিনী নাইডু।
  43. দুবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : সন্তোষ যাদব।
  44. অশোক চক্র পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : নীরজা ভানোট।
  45. ডব্লু  টি এ টাইটেল জয়ী ভারতের প্রথম মহিলার নাম কী  ?  উত্তর : সানিয়া মির্জা।
  46. ভারতের প্রথম অনার্স গ্রাজুয়েট মহিলার নাম কী  ?  উত্তর : কামিনী রায়।
  47. ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালকের নাম কী  ?  উত্তর : বেগম ফতিমা।
  48. ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের অভিনেত্রী কে ছিলেন  ?  উত্তর : জুবেইদা।
  49. ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম কী  ?  উত্তর : মমতা বন্দ্যোপাধ্যায়।
  50. প্রথম ভারতীয় তথা এশীয় যিনি ইংলিশ চ্যানেল পার হন তার নাম কী  ?  উত্তর : আরতী সাহা।
  51. ভারতের প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান  ?  উত্তর : অমৃতা প্রীতম।
  52. ভারতের কোন মহিলা সংগীতশিল্পী হিসেবে রমন ম্যাগসাইসাই পুরস্কার পান  ?  উত্তর : এম এস সুব্বু লক্ষী।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

এপ্রিল ২১, ২০২২

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ (First men in India in various fields in Bengali)

       

      বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়                        পুরুষ

First men in India in various fields
First men in India in various fields



  1. ভারতের  জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন     ?  উত্তর : উমেশচন্দ্র ব্যানার্জি।
  2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন  ?  উত্তর : বদরুদ্দীন তায়াবজি।
  3. ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ কে হয়েছিলেন ?  উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
  4. ভারতের প্রথম আই সি এস অফিসার কে হয়েছিলেন  ?  উত্তর : সত্যেন্দ্রনাথ ঠাকুর।
  5. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডঃ রাজেন্দ্র প্রসাদ।
  6. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : পন্ডিত জহরলাল নেহেরু।
  7. ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
  8. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডক্টর জাকির হোসেন।
  9. ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডঃ মনমোহন সিং।
  10. ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী  ?  উত্তর : রাকেশ শর্মা।
  11. ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী  ?  উত্তর : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, চক্রবর্তী রাজাগোপালাচারী।
  12. ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারুর নাম কী  ?  উত্তর : মিহির সেন।
  13. ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন  ?  উত্তর : জি ভি মাভলাঙ্কার।
  14. ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন  ?  উত্তর : এ কে গোপালন।
  15. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন  ?  উত্তর : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
  16. ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : মৌলানা আবুল কালাম আজাদ।
  17. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন  ?  উত্তর : সরদার বল্লভভাই প্যাটেল।
  18. ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম কী  ?  উত্তর : ড: সি ভি রমন।
  19. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন  ?  উত্তর : সুকুমার সেন।
  20. ভারতের প্রথম ম্যাগসেসে পুরস্কার বিজেতার নাম কী  ?  উত্তর : আচার্য বিনোবা ভাবে।
  21. ভারতের প্রথম চৈনিক পরিব্রাজকের নাম কী  ?  উত্তর : ফা-হিয়েন।
  22. ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন  ?  উত্তর : হরিলাল জে কানিয়া।
  23. ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি কে ছিলেন  ?  উত্তর : খান আবদুল গফফর খান।
  24. ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : অমর্ত্য সেন।
  25. ভারতের প্রথম শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন   ?  উত্তর : কৈলাস সত্যার্থী।
  26. ভারতের প্রথম পাইলট কে হয়েছিলেন  ?  উত্তর : জে আর ডি টাটা।
  27. ভারতের প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কে হয়েছিলেন  ?  উত্তর : কর্নেল জে কে বাজাজ।
  28. ভারতের প্রথম উত্তর মেরু বিজয়ী কে হয়েছিল  ?  উত্তর : জগন্নাথন শ্রীনিবাসারাঘবন।
  29. ভারতের প্রথম চলচ্চিত্রে অস্কার পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : সত্যজিৎ রায়।
  30. ভারতের প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক কে হয়েছিলেন  ?  উত্তর : মেহবুব খান।
  31. ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকারের নাম কী  ?  উত্তর : এ আর রহমান।
  32. ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ারের নাম কী  ?  উত্তর : রাসুল পুকুট্টি।
  33. অলিম্পিকে সোনাপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : অভিনব বিন্দ্রা।
  34. অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : কে ডি যাদব।
  35. অলিম্পিকে রূপোপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : রাজ্যবর্ধন সিং রাঠোর।
  36. ওয়ানডে ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়কের নাম কী  ?  উত্তর : অজিত ওয়াদেকর।
  37. টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়কের নাম কী  ?  উত্তর : সি কে নাইডু।
  38. ওয়ানডে ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : কপিল দেব।
  39. টেস্ট ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : লালা অমরনাথ।
  40. ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : চেতন শর্মা।
  41. টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয়র নাম কী  ?  উত্তর : হরভজন সিং।
  42. ভারতের প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল কে ছিলেন  ?  উত্তর : কে এম কারিয়াপ্পা।
  43. ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কে ছিলেন  ?  উত্তর : রাজেন্দ্র সিংজি জাদেজা।
  44. ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল কে ছিলেন  ?  উত্তর : সুব্রত মুখার্জি।
  45. ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : মেজর সোমনাথ শর্মা।
  46. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন   ?  উত্তর : জি শংকর কুরুপ।
  47. ভারতের প্রথম আন্টার্কটিকা বিজয়ী কে হয়েছিলেন  ?  উত্তর : লেফটেন্যান্ট রামচরণ।
  48. বাংলার প্রথম গভর্নর  কে ছিলেন  ?  উত্তর : লর্ড ক্লাইভ।
  49. বাংলার শেষ গভর্নর কে ছিলেন ? ওয়ারেন হেস্টিংস।
  50. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন  ?  উত্তর : ওয়ারেন হেস্টিংস।
  51. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন  ?  উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
  52. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন  ?  উত্তর : লর্ড ক্যানিং।
  53. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন  ?  উত্তর : লর্ড ক্যানিং।
  54. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন  ?  উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
  55. ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় খোলা হয়েছিল  ?  উত্তর : কলকাতাতে।
  56. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কী  ?  উত্তর : তারাপুর।
  57. ভারতের প্রথম মিসাইলের নাম কী  ?  উত্তর : পৃথ্বী।
  58. ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজের নাম কী  ?  উত্তর : আই এন এস চক্র।
  59. ভারতের প্রথম চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছিলেন  ?  উত্তর : ডক্টর হরগোবিন্দ খোরানা।
  60. স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন  ?  উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
  61. ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রানকারী প্রথম ভারতীয় কে হয়েছিলেন  ?  উত্তর : সচিন তেন্দুলকার।
  62. স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান কে ছিলেন  ?  উত্তর : রামদাস কাটারি।
  63. ভারতের সবচেয়ে বয়স্ক রাষ্টপতির নাম কী ?  উত্তর : আর বেঙ্কটরামন।
  64. ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতির নাম কী‌?  উত্তর : নীলম সঞ্জীব রেড্ডি।
  65. ভারতের সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্টপতির নাম কী ?  উত্তর : ডক্টর জাকির হোসেন।
  66.  ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতির নাম কী ?  উত্তর : কেয়ার নারায়ণন।
  67. সবচেয়ে কমদিন পদে থাকা  ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?  উত্তর : ভি ভি গিরি।
  68. ভারতের কোন প্রধানমন্ত্রী যিনি একদিনও সংসদে যান নি ?  উত্তর :  চৌধুরী চরণ সিং।
  69. ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর নাম কী ?  উত্তর :  রাজীব গান্ধী।
  70. ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রীর নাম কী ?  উত্তর :   মোরারজি দেশাই।
  71. সবচেয়ে বেশি দিন পদে থাকা ভারতের উপরাষ্ট্রপতির নাম কী ?  উত্তর : সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
  72. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কী ?  উত্তর : চক্রবর্তী রাজা গোপালাচারী।
  73. প্রথম অর্থমন্ত্রী হিসেবে পরপর তিন বছর বাজেট পেশ করেছেন কে ?  উত্তর :  মনমোহন সিং।
  74. বিদেশে পরলোকগমন করেন ভারতের কোন প্রধানমন্ত্রী ?  উত্তর : লাল বাহাদুর শাস্ত্রী।
  75. প্রথম কোন ব্যক্তি যিনি আমৃত্যু উপপ্রধানমন্ত্রী ছিলেন ?  উত্তর : সরদার বল্ললভ ভাই প্যাটেল। 
  76. স্বাধীন ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন  ?  উত্তর : সি ডি দেশমুখ।
  77. ভারতের প্রথম গ্রামি অ্যাওয়ার্ড কে পান  ?  উত্তর : পন্ডিত বিশ্বমোহন ভাট।
  78. নর্তক হিসেবে প্রথম বিদেশে পাড়ি দেন কে  ?  উত্তর : উদয় শংকর।
  79. ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী যিনি চলচ্চিত্র অভিনেতা ছিলেন  ?  উত্তর : এম জি রামচন্দ্রন।
  80. অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠেন কোন ভারতীয় ?  উত্তর : ফু দোরজি।
  81. পরপর দুটি অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে পদক লাভ করেন ভারতের কোন ব্যক্তি  ?  উত্তর : সুশীল কুমার।
  82. কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান  ?  উত্তর : বিশ্বনাথন আনন্দ।
  83. ইংল্যান্ডে প্রথম ভারতীয় হিসেবে ব্যারিস্টারি  করেন  কে   ? উত্তর : জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
  84. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কী  ?  উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
  85. প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জেতেন কে  ?  উত্তর : উইলসন জোন্স।
  86. ভারতের প্রথম সন্ত কে হয়েছিলেন  ?  উত্তর : সন্ত টমাস।
  87. ভারতের প্রথম কোন ব্যক্তি গোল্ডেন গ্লোব পুরস্কার পান  ?  উত্তর : এ আর রহমান।
  88. নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতির নাম কী  ?  উত্তর : লালা রাজপত রায়।
  89. ভারতের প্রথম কোন ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়েছেন  ?  উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  90. ভারতের কোন ব্যক্তি এভারেস্টে আরোহণ করেন ?  উত্তর : তেনজিং নোরগে।

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

এপ্রিল ২০, ২০২২

বিভিন্ন দেশের নাম ও তার মুদ্রা (Names of different countries and their currencies in Bengali)

          বিভিন্ন দেশের নাম ও তার                            মুদ্রা

Names of different countries and their currencies
Names of different countries and their currencies



  1. বাংলাদেশের মুদ্রার নাম কী  ?    উত্তর : বাংলাদেশি টাকা।
  2. ভারতবর্ষের মুদ্রার নাম কী ?    উত্তর : ইন্ডিয়ান রুপি।
  3. পাকিস্তানের মুদ্রার নাম কী ?    উত্তর : পাকিস্তানি রুপি।
  4. আফগানিস্তানের মুদ্রার নাম কী ?    উত্তর : আফগান আফগানি।
  5. ভুটানের মুদ্রার নাম কী            ?    উত্তর : নুলট্রাম।
  6. শ্রীলংকার মুদ্রার নাম কী ?    উত্তর : শ্রীলঙ্কান রুপি।
  7. নেপালের মুদ্রার নাম কী।  ?    উত্তর : নেপালি রুপি।
  8. মালদ্বীপের মুদ্রার নাম কী       ?    উত্তর : রুপাইয়া।
  9. মায়ানমারের মুদ্রার নাম কী ?    উত্তর : বার্মিস কায়াত।
  10. চীনের মুদ্রার নাম কী                ?    উত্তর : ইউয়ান।
  11. জাপানের মুদ্রার নাম কী  ?    উত্তর : জাপানিস ইয়েন।
  12. হংকং এর মুদ্রার নাম কী   ?    উত্তর : হংকং ডলার।
  13. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : ইন্দোনেশিয়ান রুপিয়া।
  14. মালয়েশিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : মালয়েশিয়ান রিংগিত।
  15. ইরাকের মুদ্রার নাম কী   ?    উত্তর : ইরাকি দিনার।
  16. ইরানের মুদ্রার নাম কী  ?    উত্তর : ইরানিয়ান রিয়াল।
  17. ভিয়েতনামের মুদ্রার নাম কী ?    উত্তর : ভিয়েতনামিস ডং।
  18. সিঙ্গাপুরের মুদ্রার নাম কী ?    উত্তর : সিঙ্গাপুর ডলার।
  19. থাইল্যান্ডের মুদ্রার নাম কী    ?    উত্তর : থাই বাহট।
  20. সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রার নাম কী ?    উত্তর : সংযুক্ত আরব আমিরশাহী দিরহাম।
  21. ইসরাইলের মুদ্রার নাম কী। ?    উত্তর : ইজরায়েলি  নিউ শেকেল।
  22. তুরস্কের মুদ্রার নাম কী    ?    উত্তর : তুরকিশ লিরা।
  23. যুক্তরাজ্যের মুদ্রার নাম কী ?    উত্তর : পাউন্ড স্টারর্লিং।
  24. জার্মানির মুদ্রার নাম কী।           ?    উত্তর : ইউরো।
  25. ফ্রান্সের মুদ্রার নাম কী               ?    উত্তর : ইউরো।
  26. স্পেনের মুদ্রার নাম কী              ?    উত্তর : ইউরো।
  27. ইতালির মুদ্রার নাম কী              ?    উত্তর : ইউরো।
  28. সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী ?    উত্তর : সুইস ফ্রা।
  29. নরওয়ের মুদ্রার নাম কী ?    উত্তর : নরওয়েজিয়ান ক্রোন।
  30. ডেনমার্কের মুদ্রার নাম কী ?    উত্তর : ড্যানিশ ক্রোন।
  31. গ্রিসের মুদ্রার নাম কী                ?    উত্তর : ইউরো।
  32. আয়ারল্যান্ডের মুদ্রার  নাম কী      ?    উত্তর : ইউরো।
  33. ফিনল্যান্ডের মুদ্রার নাম কী।      ?    উত্তর : ইউরো।
  34. বেলজিয়ামের মুদ্রার নাম কী       ?    উত্তর : ইউরো।
  35. হাঙ্গেরির মুদ্রার নাম কী ?    উত্তর : হাঙ্গেরিয়ান ফোরিন্ট।
  36. পর্তুগালের মুদ্রার নাম কী          ?    উত্তর : ইউরো।
  37. কেনিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : কেনিয়ান সিলিং।
  38. নাইজেরিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : নাইজেরিয়ান নাইরা।
  39. জিম্বাবুয়ের মুদ্রার নাম কী ?    উত্তর : ইউ এস ডলার।
  40. কানাডার মুদ্রার নাম কী ?    উত্তর : কানাডিয়ান ডলার।
  41. জামাইকার মুদ্রার নাম কী ?    উত্তর : জামাইকান ডলার।
  42. মেক্সিকোর মুদ্রার নাম কী ?    উত্তর : কিউবান পেসো।
  43. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কী ?    উত্তর : ইউএস ডলার।
  44. আর্জেন্টিনার মুদ্রার নাম কী ?    উত্তর : আর্জেন্টাইন পেসো।
  45. বলিভিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : বলিভিয়ান বলিভিয়ানো।
  46. ব্রাজিলের মুদ্রার নাম কী ?    উত্তর : ব্রাজিলিয়ান রিয়াল।
  47. চিলির মুদ্রার নাম কী     ?    উত্তর : চিলিয়ান পেসো।
  48. কলম্বিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : কলম্বিয়ান পেসো।
  49. অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : অস্ট্রেলিয়ান ডলার।
  50. নিউজিল্যান্ডের মুদ্রার নাম কী ?    উত্তর : নিউজিল্যান্ড ডলার।
  51. পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কী ?    উত্তর : কিনা।
  52. টোঙ্গার মুদ্রার নাম কী                 ?    উত্তর : পাঙ্গা।
  53. ফিজির মুদ্রার নাম কী        ?    উত্তর : ফিজি ডলার।
  54. ভানুয়াতুর মুদ্রার নাম কী।               ?    উত্তর : ভাটুুু।
  55. পশ্চিম সামোয়ার মুদ্রার নাম কী     ?    উত্তর : টালা।
  56. পালাউ এর মুদ্রার নাম কী  ?    উত্তর : মার্কিন ডলার।
  57. উরুগুয়ের মুদ্রার নাম কী  ?    উত্তর :  উরুগুয়ান পেসো।
  58.  ইকুয়েডরের মুদ্রার নাম কী  ?    উত্তর : মার্কিন ডলার।
  59. ভেনিজুয়েলার মুদ্রার নাম কী  ?    উত্তর : বলিভার।
  60. গায়ানার মুদ্রার নাম কী   ?    উত্তর : গায়না ডলার।
  61. কিউবার মুদ্রার নাম কী  ?    উত্তর : কিউবান পেসো। ?    
  62. বাহামার মুদ্রার নাম কী  ?    উত্তর : বাহামিয়ান ডলার।
  63. ত্রিনিদাদ ও টোবাগোর মুদ্রার নাম কী  ?    উত্তর : ডলার।
  64. বার্বাডোসের মুদ্রার নাম কী  ?    উত্তর : বার্বাডোস ডলার।  
  65. পানামার মুদ্রার নাম কী               ?    উত্তর : বেলবো।
  66. হন্ডুরাসের মুদ্রার নাম কী       ?    উত্তর : লেমপিয়া।
  67. মরিশাসের মুদ্রার নাম কী    ?    উত্তর : মরিশিয়ান রুপি।
  68. সিসেলিসের মুদ্রার নাম কী   ?    উত্তর : সিসেলিস রুপি।
  69. ইথিওপিয়ার মুদ্রার নাম কী            ?    উত্তর : বির।
  70. সোমালিয়ার মুদ্রার নাম কী  ?    উত্তর : সোমালি সিলিং।
  71. উগান্ডার মুদ্রার নাম কী   ?    উত্তর : উগান্ডা সিলিং।
  72. লিবিয়ার মুদ্রার নাম কী   ?    উত্তর : লিবিয়ান দিনার।
  73. মিশরের মুদ্রার নাম কী  ?    উত্তর : মিশরীয়় পাউন্ড।
  74. টিউনিসিয়ার মুদ্রার নাম কী  ?    উত্তর : টিউনিশিয়া দিনার।
  75. নরওয়ের মুদ্রার নাম কী            ?    উত্তর : ক্রোনা।
  76. নামিবিয়ার মুদ্রার নাম কী ?    উত্তর : নামিবিয়ান ডলার।
  77. দক্ষিণ সুদানের মুদ্রার নাম কী    ?    উত্তর : দাউণ্ড।
  78. রাশিয়ার মুদ্রার নাম কী             ?    উত্তর : রুবেল।
  79.  বুলগেরিয়ার মুদ্রার নাম কী            ?    উত্তর : লেভ।
  80. মরক্কোর মুদ্রার নাম কী।           ?    উত্তর : দিরহাম।
  81. মেসিডোনিয়ার মুদ্রার নাম কী        ?    উত্তর : দিনার।
  82. ইতালির মুদ্রার নাম কী                ?    উত্তর : লিরা।
  83. ঘানার মুদ্রার নাম কী।                   ?    উত্তর : ঘানা।
  84. সার্বিয়ার মুদ্রার নাম কী        ?    উত্তর :  নিউ দিনার।

সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এপ্রিল ১৮, ২০২২

বিভিন্ন দেশের নাম ও তার রাজধানী (Names of different countries and their capitals in Bengali)

Names of different countries and their capitals
Names of different countries and their capitals

            

               বিভিন্ন দেশের নাম ও তার                        রাজধানী


  1.  বাংলাদেশের রাজধানীর নাম কী  ?    উত্তর : ঢাকা।
  2. পাকিস্তানের রাজধানীর নাম কী  ?    উত্তর : ইসলামাবাদ।
  3. আফগানিস্তানের রাজধানীর নাম কী  ?    উত্তর : কাবুল।
  4. ভুটানের রাজধানীর নাম কী                ?    উত্তর : থিম্পু।
  5. নেপালের রাজধানীর নাম কী          ?    উত্তর : কাঠমান্ডু।
  6. মালদ্বীপের রাজধানীর নাম কী       ?    উত্তর : ম্যালে।
  7. মায়ানমারের রাজধানীর নাম কী      ?    উত্তর : নেপিড।
  8. চীনের রাজধানীর নাম কী         ?    উত্তর : বেজিং।
  9. জাপানের রাজধানীর নাম কী      ?    উত্তর : টোকিও।
  10. ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী  ?    উত্তর : জাকার্তা।
  11. ইরাকের রাজধানীর নাম কী      ?     উত্তর : বাগদাদ।
  12. ইরানের রাজধানীর নাম কী       ?   উত্তর : তেহরান।
  13. থাইল্যান্ডের রাজধানীর নাম কী   ?     উত্তর : ব্যাংকক।
  14. সিঙ্গাপুরের রাজধানীর নাম কী ?     উত্তর : সিঙ্গাপুর সিটি।
  15. সৌদি আরবের রাজধানীর নাম কী ?     উত্তর : রিয়াধ।
  16. ইজরায়েলের রাজধানীর নাম কী   ?  উত্তর : জেরুজালেম।
  17. যুক্তরাজ্যের রাজধানীর নাম কী     ?  উত্তর : লন্ডন।
  18. ভিয়েতনামের রাজধানীর নাম কী  ?  উত্তর : হ্যানয়।
  19. জার্মানির রাজধানীর নাম কী       ?  উত্তর : বার্লিন।
  20. ফ্রান্সের রাজধানীর নাম কী        ?  উত্তর : প্যারিস।
  21. স্পেনের রাজধানীর নাম কী         ?  উত্তর : মাদ্রিদ।
  22. কানাডার রাজধানীর নাম কী        ?  উত্তর  : ওটাওয়া।
  23. জিম্বাবোয়ের রাজধানীর নাম কী    ?  উত্তর : হারারে।
  24. কেনিয়ার রাজধানীর নাম কী       ?  উত্তর : নাইরোবি।
  25. পর্তুগালের রাজধানীর নাম কী।    ?  উত্তর : লিসবন।
  26. পোল্যান্ডের রাজধানীর নাম কী    ?  উত্তর : ওয়ারস।
  27. বেলজিয়ামের রাজধানীর নাম কী ?  উত্তর : ব্রাসেলস।
  28. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী ?  উত্তর : আমস্টারডাম।
  29. ফিনল্যান্ডের রাজধানীর নাম কী ?  উত্তর : হেলসিঙ্কি।
  30. গ্রিসের রাজধানীর নাম কী            ?  উত্তর : এথেন্স।
  31. ডেনমার্কের রাজধানীর নাম কী    ?  উত্তর : কোপেনহেগেন।
  32. নরওয়ের রাজধানীর নাম কী     ?  উত্তর : অসলো।
  33. ইতালির রাজধানীর নাম কী             ?  উত্তর : রোম।
  34. হাঙ্গেরির রাজধানীর নাম কী      ?  উত্তর : বুদাপেস্ট।
  35. ইজিপ্টির রাজধানীর নাম কী     ‌ ?  উত্তর : কায়রো।
  36. দক্ষিণ সুদানের রাজধানীর নাম কী   ?  উত্তর : জুবা।
  37. শ্রীলংকার রাজধানীর নাম কী    ?  উত্তর :   শ্রী জয়বর্ধেনেপুরা কোট্টে।
  38. সুদানের রাজধানীর নাম কী       ?  উত্তর :   খাতুম।
  39. সুইডেনের রাজধানীর নাম কী ?  উত্তর : স্টকহোম।
  40. সুইজারল্যান্ডের রাজধানীর নাম কী ?  উত্তর : জুরিখ।
  41. সিরিয়ার রাজধানীর নাম কী      ?  উত্তর : দামাস্কাস।
  42. তাইওয়ানের রাজধানীর নাম কী  ?  উত্তর : তাইপেই।
  43. তাজিকিস্তানের রাজধানীর নাম কী ?  উত্তর : দুসানবে। 
  44. তানজানিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : দোদোমা।
  45. টোগোর রাজধানীর নাম কী          ?  উত্তর : লোম।
  46. ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানীর নাম কী ?  উত্তর : পোর্ট অফ স্পেন।
  47. জাম্বিয়ার রাজধানীর নাম কী     ?  উত্তর : লুসাকা।
  48. ভেনেজুয়েলার রাজধানীর নাম কী ?  উত্তর : কারাকাস।
  49. ভানুয়াতুর রাজধানীর নাম কী ?  উত্তর : পোর্ট ভিলা।
  50. উজবেকিস্তানের রাজধানীর নাম কী ?  উত্তর : তাসখন্দ।
  51. ভারতের রাজধানীর নাম কী       ?  উত্তর : নিউ দিল্লি।
  52. উরুগুয়ের রাজধানীর নাম কী  ?  উত্তর : মন্টেভিডিও।
  53. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কী ?  উত্তর : ওয়াশিংটন ডিসি।
  54. সংযুক্ত আরব আমিরশাহির রাজধানীর নাম কী ?  উত্তর : আবুধাবি।
  55. ইউক্রেনের রাজধানীর নাম কী   ?  উত্তর : কিয়েভ।
  56. উগান্ডার রাজধানীর নাম কী   ?  উত্তর : কাম্পালা।
  57. তুর্কির রাজধানীর নাম কী         ?  উত্তর : আঙ্কারা।
  58. তুভালুর রাজধানীর নাম কী     ?  উত্তর : ফুনাফুটি।
  59. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী ?  উত্তর : ওয়েলিংটন।
  60. নাইজেরিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : আবুজা।
  61. ওমানের রাজধানীর নাম কী      ?  উত্তর : মাসকট।
  62. পানামার রাজধানীর নাম কী ?  উত্তর : পানামা সিটি।
  63. প্যারাগুয়ের  রাজধানীর নাম কী ?  উত্তর : আসানসিওন।
  64. পেরুর রাজধানীর নাম কী             ?  উত্তর : লিমা।
  65. ফিলিপিন্সের রাজধানীর নাম কী ?  উত্তর : ম্যানিলা।
  66. কাতারের রাজধানীর নাম কী        ?  উত্তর : দোহা।
  67. রোমানিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : বুখারেস্ট।
  68. রাশিয়ার রাজধানীর নাম কী।       ?  উত্তর : মস্কো।
  69. সামোয়ার রাজধানীর নাম কী     ?  উত্তর : আপিয়া।
  70. সার্বিয়ার রাজধানীর নাম কী   ?  উত্তর : বেলগ্রেড।
  71. দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কী  ?  উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন, 
  72. সোমালিয়ার রাজধানীর নাম কী   ?  উত্তর : মোগাদিসু।
  73. স্লোভানিয়ার রাজধানীর নাম কী  ?  উত্তর: লুবলানা।
  74. নামিবিয়ার রাজধানীর নাম কী    ?  উত্তর : উইন্ডহক।
  75.  দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কী   ?  উত্তর : সিওল।
  76. কুয়েতের রাজধানীর নাম কী  ?  উত্তর : কুয়েত সিটি।
  77. লিবিয়ার রাজধানীর নাম কী।  ?  উত্তর : ত্রিপোলি।
  78. মালয়েশিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর :  কুয়ালালামপুর।
  79. মাল্টার রাজধানীর নাম কী।       ?  উত্তর : ভালেটা।
  80. লুক্সেমবার্গের রাজধানীর নাম কী ?  উত্তর : লুক্সেমবার্গ।
  81. মেক্সিকোর রাজধানীর নাম কী ?  উত্তর : মেক্সিকো সিটি।
  82. ব্রাজিলের রাজধানীর নাম কী ?  উত্তর : ব্রাসিলিয়া।
  83. চিলির রাজধানীর নাম কী।  ?  উত্তর : স্যান্টিয়াগো।
  84. কলম্বিয়ার রাজধানীর নাম কী  ?  উত্তর : বোগোটা।
  85. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : ক্যানবেরা।
  86. জামাইকার রাজধানীর নাম কী ?  উত্তর : কিংস্টন।
  87. মরিশাসের রাজধানীর নাম কী ?  উত্তর : পোর্ট লুইস।
  88. মরক্কোর রাজধানীর নাম কী।      ?  উত্তর : রাবাত।
  89. জর্ডনের রাজধানীর নাম কী।     ?  উত্তর : আম্মান।
  90. উত্তর কোরিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : পিয়ংইয়ং।
  91. অস্ট্রিয়ার রাজধানীর নাম কী     ?  উত্তর : ভিয়েনা।
  92. বাহারিনের রাজধানীর নাম কী।   ?  উত্তর : মানামা।
  93. বুলগেরিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : সোফিয়া।
  94. কম্বোডিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : ফমপেন।
  95. চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কী ?  উত্তর : প্রাগ।
  96. ইকুয়েডরের রাজধানীর নাম কী  ?  উত্তর : কুইটো।
  97. ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কী ?  উত্তর : জাগরেব।
  98. সাইপ্রাসের রাজধানীর নাম কী ?  উত্তর : নিকোসিয়া।
  99. গাম্বিয়ার রাজধানীর নাম কী।      ?  উত্তর : বাঞ্জুল।
  100. লেবাননের রাজধানীর নাম কী   ?  উত্তর : বেইরুট।

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এপ্রিল ১৪, ২০২২

কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ (protest and rebellions against the rule of the company in Bengali)

 

                     কোম্পানির শাসনের                  বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ


1. চুয়াড় বিদ্রোহের কারণ কী ছিল ?

উত্তর: ১৭৬৫ খ্রিষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর জঙ্গলমহলে জোর করে রাজস্ব আদায় করলে চুয়াড় বিদ্রোহ হয়। ১৭৬৬ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের সূচনা হয়েছিল।


2. ভারতে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

উত্তর: ভারতে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল বিধর্মী ইংরেজ শাসিত ভারতকে  বা দার -উল - ইসলাম বা ধর্মরাজ্যে পরিণত করা। অবশ্য ধর্মীয় উদ্দেশ্যে শুরু হলেও পরবর্তীকালে এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল।


3. তিতুমির কেন বিখ্যাত ?

উত্তর: বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিতুমির। তিনি নিজেকে স্বাধীন বাদশাহো বলে ঘোষণা করেন। নারকেলবেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে তিনি মৃত্যুবরণ করেন।


4.  রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন ?

উত্তর: ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশ সরকার স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ঝাঁসি দখল করতে চাইলে লক্ষ্মীবাঈ বিদ্রোহ ঘোষণা করেন।


5. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফল কী হয়েছিল?

উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে- ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। ভারত শাসন আইন পাস করে ভাইসরয়ের আইন পরিষদে ভারতীয় সদস্য গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল।


6. সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর:  সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব : 


১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পূর্ববর্তীকালে ভারতে সংঘটিত ব্রিটিশ-বিরোধী আন্দোলনগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বিদ্রোহ (১৮৫৫ খ্রি.)। আপাত ব্যর্থ হলেও এই বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব ছিল নিম্নরূপ-


(1) সরকার সাঁওতালদের জন্য ভাগলপুর ও বীরভূম জেলার কিছু অংশ নিয়ে সাঁওতাল পরগনা নামে একটি পৃথক অঞ্চল গঠন করে। সেই সঙ্গে এই অঞ্চলে সাঁওতালদের নিজস্ব আইন বলবৎ করা হয়।


(2) সাঁওতালদের অভাব-অভিযোগের প্রতি দৃষ্টি রাখার জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়।


(3) এই বিদ্রোহ কৃষক তথা সাধারণ মানুষকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। যা পরবর্তীকালে মহাবিদ্রোহের পথ প্রশস্ত করে।


(4) এই বিদ্রোহের ফলে জমিদারি ও মহাজনি শোষণ সাময়িকভাবে হ্রাস পেয়েছিল।


বিশিষ্ট লেখক সুপ্রকাশ রায় বলেছেন যে, সাঁওতালদের গণজাগরণ ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিমূলে আঘাত করেছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও মনে করেন, ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের তুলনায় ১৮৫৫-র সাঁওতাল বিদ্রোহ কম গুরুত্বপূর্ণ ছিল না। তিনি লিখেছেন—১৮৫৭-র বিদ্রোহকে যদি ভারতবাসীর স্বাধীনতা সংগ্রাম বলা হয়, তাহলে সাঁওতাল বিদ্রোহেরও সে মর্যাদা পাওয়া উচিত।


7. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মীয় কারণ কী ছিল ?

উত্তর:  ১৮৫৭ সালের বিদ্রোহের ধর্মীয় কারণ :


১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পশ্চাতে ধর্মীয় কারণ বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 

 (1) খ্রিস্টান মিশনারিরা ভয় ও প্রলোভন দেখিয়ে ভারতীয়দের খ্রিস্টধর্ম গ্রহণ করতে বাধ্য করত। সরকারি দপ্তর, জেলখানা, বিদ্যালয় প্রভৃতি সমস্ত জায়গায় ছিল এদের অবাধ গতি। সরকার প্রকাশ্যেই এদের কাজে মদত দিত।


(2) হিন্দু ও ইসলাম ধর্মকে নানাভাবে বিদ্রুপ করে মিশনারিরা খ্রিস্টানধর্মের মহত্ত্ব প্রচার করত।


 (3) ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট সম্রাট বাহাদুর শাহ 'আজমগড় ঘোষণাপত্র জারি করেন। এই ঘোষণাপত্র সিপাহিদের উদ্বুদ্ধ করে। তারা মনে করে যে, ইংরেজ শাসন ধ্বংস হলে তারা ধর্মান্তরিত হওয়ার আশঙ্কা থেকে মুক্ত হবে।


(4) কোম্পানির পরিচালক সভার প্রধান ম্যাঙ্গেলস বলেছিলেন (১৮৫৭ খ্রি.), সমগ্র ভারতে খ্রিস্টের পতাকা উড্ডীন রাখতে হবে এবং ভারতকে একটি খ্রিস্টান দেশে পরিণত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করতে হবে। ধর্মভীরু ভারতবাসীর কাছে এই ধরনের ঘোষণা ছিল মৃত্যুদণ্ডের সমান।


 (5) বিদ্রোহীদের সম্পর্কে সি. বল বলেছেন যে, ধর্মরক্ষার তাগিদেই তাঁরা ইংরেজদের কোতল করতে নেমেছিলেন। অধিকাংশ পণ্ডিত ধর্মীয় ভীতি ও অসন্তোষকে মহাবিদ্রোহের অন্যতম  কারণ বলে মেনে নিয়েছেন।


8.  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো।

উত্তর : মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ :

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতীয়দের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছিল, কিন্তু এক বছরের মধ্যেই বিদ্রোহ দমিত হয়েছিল। এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি হল-

(1) ভারতের সব অঞ্চলের সিপাহি এবং জনগণ বিদ্রোহে যোগদান করেনি।


(2) বিদ্রোহী নেতাদের মধ্যে সংহতির অভাব ছিল। তারা সংঘবদ্ধভাবে নির্দিষ্ট পরিকল্পনা করে আন্দোলন করেনি। 

(3) শিখ, গুর্খা, রাজপুত, মারাঠা প্রভৃতি জাতি এবং আফগানিস্তান, কাশ্মীর, হায়দ্রাবাদ প্রভৃতি রাজ্য বিদ্রোহ দমন করতে ইংরেজদের সাহায্য করেছিল।


(4) ভারতীয় রাজারাও অনেকে বিদ্রোহ দমনে সাহায্য করেন।


(5) বিদ্রোহীদের ব্যর্থতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল অস্ত্র, অর্থ ও দক্ষতার অভাব। বিদ্রোহীদের দক্ষতার তুলনায় আবেগ ছিল বেশি। তা ছাড়া তাদের লড়াই করতে হচ্ছিল অর্থে ও অস্ত্রে বলীয়ান ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, ফলে তাদের পরাজয় স্বাভাবিক ছিল।


(5) এইচ. টি. ল্যামব্রিক বলেছেন, বিদ্রোহীদের সেনাবাহিনী ইউরোপীয় সেনাবাহিনী তথা রণকৌশলকে অন্ধভাবে অনুকরণ করত। এটি ছিল বিদ্রোহীদের অসম্ভব দুর্বলতা যা ইংরেজবাহিনীকে রণক্ষেত্রে সুবিধাজনক ও অনুকূল পরিস্থিতিতে দাঁড় করিয়েছিল।


9. ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

উত্তর : সাঁওতাল বিদ্রোহের কারণ: 

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পূর্বে সংগঠিত প্রতিবাদী আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাঁওতাল উপজাতির অভ্যুত্থান (১৮৫৫ খ্রি.)। এই অভ্যুত্থানের পেছনে ছিল বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ।


1.রাজস্বের চাপ:  ভারতের প্রাচীনতম আদিবাসী সাঁওতালরা স্বভাবগতভাবে সৎ, পরিশ্রমী ও সাহসী। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে বহু সাঁওতাল বাস্তুচ্যুত হয়। তারা রাজমহলের পার্বত্য অঞ্চলে এসে নতুন বাসা বাঁধে এবং রুক্ষ মাটিকে কৃষিকাজের উপযুক্ত করে জীবনধারণ করতে থাকে। এই অঞ্চল 'দামিন-ই-কোহ' নামে পরিচিত হয়। কিন্তু কিছুদিন পরে সরকার এই অঞ্চলকেও জমিদারি বন্দোবস্ত ব্যবস্থার অন্তর্ভুক্ত করে। ফলে আবার সাঁওতালদের ওপর রাজস্বের বোঝা চাপে। এতে তারা ক্ষুর ও বিদ্রোহমুখী হয়।


2. মহাজনি শোষণ:  কালক্রমে দামিন-ই-কোহ-তে মহাজনদের আবির্ভাব ঘটে। এইসব ধূর্ত ও অর্থলোভী ব্যবসায়ী, মহাজনরা সহজসরল সাঁওতালদের শোষণ করতে শুরু করে। ঋণের জালে সাঁওতালদের জড়িয়ে তারা মুনাফা লুটতে থাকে। রাজস্ব প্রদান এবং খাদ্যাভাব মেটাতে বহু সাঁওতাল পরিবার ঋণ নিতে বাধ্য হয়। চড়া সুদের বিনিময়ে এই ঋণ নেওয়ার ফলে তারা আরও বিপদে পড়ে। বহু সাঁওতাল ঋণ শোধ করতে ব্যর্থ হয়ে তাদের শেষ সম্বল কৃষিজমিটুকু মহাজনদের হাতে তুলে দিতে বাধ্য হয়। একবার ঋণ নিলে সেই ঋণ শোধ করতে হত বংশপরম্পরায়। এই জাল থেকে মুক্তির আশায় তারা বিদ্রোহী হয়।


3 .নীলকরদের শোষণ:  সাঁওতালদের ক্ষোভের আর-একটি কারণ ছিল নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচার। নীলচাষ করার ফলে ওই অঞ্চলে খাদ্যাভাব ঘটে। আবার নীলচাষ করতে অস্বীকার করলে নীলকর সাহেবরা নিরীহ সাঁওতালদের ওপর অকথ্য অত্যাচার করত। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহের পথ বেছে নেয়।


4.সরকারি কর্মচারীদের অত্যাচার: সরকারি প্রশাসন ও বিচারবিভাগ অন্যায়ভাবে জমিদার,মহাজন ও ব্যবসায়ীদের সমর্থন করে। উপজাতিভুক্ত সাঁওতালদের 'সভ্যতার লজ্জা' মনে করে উদ্ধৃত ইংরেজ কর্মচারীরাও সাঁওতালদের ওপর অত্যাচার চালাতে থাকে। নিরীহ সাঁওতাল উপজাতি দেশের বিচারবিভাগের কাছ থেকেও কোনো সাহায্য পায়নি। এই সার্বিক শোষণ ও অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত বিদ্রোহের পথই বেছে নেয়।


5.রেল-কর্মচারীদের অত্যাচার: আঠারো শতকে তিলা পাহাড়, ভাগলপুর অঞ্চলে রেললাইন। পাতার কাজ শুরু হয়। এই কারণে বহু রেল-কর্মচারী 'দামিন-ই-কোহ’-তে আসে। তারা সম্পূর্ণ বেআইনিভাবে দরিদ্র সাঁওতালদের কাছ থেকে অল্পমূল্যে বা বিনামূল্যে হাঁস, মুরগি, ছাগল, ফলমূল নিতে শুরু করে, এমনকি সাঁওতাল রমণীদের প্রতিও তারা অসভ্য আচরণ করে। এতে ক্ষুদ্ধ হয়ে সাঁওতাল সমাজ ভদ্রলোক-বিরোধী বা দিকু-বিরোধী আন্দোলন শুরু করে।


6. সিধু ও কানহুর নেতৃত্ব: জমিদার, মহাজন ও ইংরেজের অত্যাচারের প্রতিবাদে সাঁওতালরা সংঘবদ্ধ হয়। সাঁওতালদের সংগঠিত করার কাজে মুখ্য ভূমিকা নেন সিধু ও কানহু নামে দুই ভাই। তারা দুজনেই ছিলেন সাহসী ও দৃঢ় চরিত্রের মানুষ। সাঁওতাল ও অন্যান্য উপজাতির মানুষকে সংগঠিত করার জন্য সংগ্রামের প্রতীক হিসেবে শালগাছের ডাল' পাঠানো হয়। ১৮৫৫-এর ৩০ জুন প্রায় দশ হাজার সাঁওতাল উগনাডিহি-র মাঠে মিলিত হয়। সিধু-কানহুর নেতৃত্বে ক্ষিপ্ত সাঁওতালরা পাঁচকাঠিয়া বাজারে উপস্থিত হয়। পাঁচজন স্থানীয় মহাজন ও দিঘী থানার অত্যাচারী দারোগাকে হত্যা করে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়।

শত শত সাঁওতাল যুবক তীর-ধনুক নিয়ে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। রাজমহল থেকে মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। সরকার বিদ্রোহী  সাঁওতালদের দমন করতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়। ইংরেজ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হাজার হাজার সাঁওতাল। সিধু কানহুকে নির্মমভাবে হত্যা করা হয়। বহু বন্দী সাঁওতালকে ফাঁসি দেয়া হয়।


সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব: ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পূর্ববর্তীকালে ভারতে সংঘটিত ব্রিটিশ বিরোধী আন্দোলন গুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বিদ্রোহ। আপাত ব্যর্থ হলেও এই বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব ছিল নিম্নরূপ-

1. সরকার সাঁওতালদের জন্য ভাগলপুর বীরভূম জেলার কিছু অংশ নিয়ে সাঁওতাল পরগনা নামে একটি পৃথক অঞ্চল গঠন করে। সেই সঙ্গে এই অঞ্চলে সাঁওতালদের নিজস্ব আইন বলবৎ করা হয়।

2. সাঁওতালদের অভাব-অভিযোগের প্রতি দৃষ্টি রাখার জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়।

3. এই বিদ্রোহ কি সত্য তা সাধারণ মানুষকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়, যা পরবর্তীকালে মহাবিদ্রোহের পথ প্রশস্ত করে।

4. এই বিদ্রোহের ফলে জমিদারি ও মহাজনি শোষণ সাময়িকভাবে হ্রাস পেয়েছিল।


10. তিতুমিরের আন্দোলনের প্রকৃতি কী ছিল?

উত্তর: তিতুমিরের বিদ্রোহ নিছক ধর্মীয় এবং সাম্প্রদায়িক বিদ্রোহ অথবা কৃষকবিদ্রোহ ও ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম ছিল কি না তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ এটিকে বিশুদ্ধ সাম্প্রদায়িক আন্দোলন বলেছেন। আবার কারও মতে এটি ছিল কৃষকদের শোষণমুক্তির আন্দোলন।


(1) রমেশচন্দ্র মজুমদার একে মুসলিমদের জন্য, মুসলিমদের দ্বারা, মুসলিম কর্তৃক আন্দোলন বলে উল্লেখ করেছেন।


(2) অভিজিৎ দত্ত বলেছেন যে, বারাসত বিদ্রোহ ছিল সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় ভাবধারার সমান্তরাল আন্দোলন।


(3) থনটন , হান্টার প্রভৃতি লেখকের মতে, এই আন্দোলন সাম্প্রদায়িক ছিল না। কারণ ওয়াহাবিরা মুসলিম জমিদারদেরও আক্রমণ করেছিল, আবার নিম্নবর্ণের হিন্দুদের ওপর তারা কোনোরকম অত্যাচার করেনি।


(4) নরহরি কবিরাজ এই আন্দোলনকে কৃষকদের শ্রেণিসংগ্রাম বলে বর্ণনা করেছেন। কারণ তিতুমিরের বিদ্রোহ ছিল জমিদার ও নীলকরদের বিরুদ্ধে।


(5) তিতু নিজেকে 'বাদশাহ' বলে ঘোষণা করলে ইংরেজের সঙ্গেও তাঁর বিরোধ বাধে। এইদিক থেকে বিচার করলে ওয়াহাবিদের সংগ্রামকে স্বাধীনতা সংগ্রামও বলা যায়।


11. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অর্থনৈতিক ও সামরিক কারণ উল্লেখ করো।

উত্তর : মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ : 

জনগণের ক্ষোভের সবচেয়ে বড়ো কারণ ছিল ইংরেজদের অর্থনৈতিক শোষণ। কৃষক, শ্রমিক, কারিগর, জোতদার, জমিদার কেউ রেহাই পায়নি এই শোষণ থেকে।

(1) পলাশির যুদ্ধের পর শুরু হয় ইংরেজের নির্লজ্জ লুণ্ঠন। ভারতবর্ষ থেকে প্রভূত সোনা, রুপা ও অন্যান্য মূল্যবান ধাতু তারা ইংল্যান্ডে নিয়ে যায়।

(2) চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকশ্রেণির দুঃখ-দুর্দশা চরমে নিয়ে যায়। অতিরিক্ত রাজস্বের চাপ এবং রাজস্ব আদায়কারীদের নিপীড়ন তাদের জীবন দুর্বিষহ করে তোলে। একদিকে জমিদার ও

অন্যদিকে মহাজনদের নিষ্পেষণে তারা জর্জরিত হয়।

(3) কৃষকশ্রেণির পাশাপাশি শিল্পী ও কারিগররাও সর্বনাশের মুখে এসে দাঁড়ায়। ইংল্যান্ডের কলে তৈরি কাপড়ের সঙ্গে ভারতের তাঁতে তৈরি কাপড়ের অসম প্রতিযোগিতায় পিছু হটে ভারতীয়।দ্রব্য। ফলে ভারতের সমৃদ্ধ তাঁতশিল্প ধ্বংস হয়।


(4) ইংল্যান্ড থেকে প্রেরিত দ্রব্যের আমদানিশুল্ক কমিয়ে এবং ভারতীয় দ্রব্যের রপ্তানিশুল্ক বাড়িয়ে তারা ভারতীয় দ্রব্যের ব্যাবসা প্রায় বন্ধ করে দেয়।


মহাবিদ্রোহের সামরিক কারণ: ভারতীয় সিপাহীদের অসন্তোষ ছিল মহা বিদ্রোহের অন্যতম কারণ। সমসাময়িক একজন ইংরেজ লিখেছেন-ভারতীয় সিপাহি ও ব্রিটিশ কর্মচারীর মধ্যে কোনো বন্ধুত্ব  বা সহমর্মিতাবোধ ছিল না দু'দলই যেন ছিল পরস্পরের বিচ্ছিন্নন ও অপরিচিত।

1. বিভিন্ন সময়ে সরকারের কিছু কিছু নির্দেশ ধর্মভীরু সিপাহীদের শংকিত করেছিল। ১৮০৬ খ্রিস্টাব্দে হিন্দুদের তিলক কাটা ও মুসলমানদের দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি এবং ১৮২৪ - সমুদ্র পাড়ি দিয়ে ব্রম্ভ যুদ্ধে যাওয়ার নির্দেশও সিপাহীদের ধর্মবিশ্বাসে আঘাত করে। কারণ সেই সময় সমুদ্রযাত্রা হিন্দু ধর্মে নিষিদ্ধ ছিল।

2. চাকুরী সংক্রান্ত কিছু নির্দেশ সিপাহীদের বিদ্রোহীমুখী  করেছিল ।১৮৫৬ খ্রিস্টাব্দে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট আইন জারি করে ভারতের মধ্যে বাইরে যে কোনো স্থানে সিপাহীদের যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করা হয়। এই আইন সিপাহীদের দারুন ক্ষুব্দ করে।

3. ইংরেজ সৈনিকের তুলনায় সিপাহীদের বেতন ছিল কম। সম যোগ্যতা থাকলেও ভারতীয়দের পদোন্নতির সুযোগ ছিল না। ইংরেজ সৈনিকের তুলনায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল নিকৃষ্ট। অধিকাংশ সময়ই সিপাহীদের শুয়োর, নিগার ইত্যাদি গালিগালাজ দিয়ে কথা বলা হত। এই হীনতার বোঝা বহন করা একসময় ভারতীয় সিপাহীদের কাছে দুঃসহ হয়ে ওঠে।